দিল্লি, 14 ডিসেম্বর : আগেই অনশন কর্মসূচির কথা জানিয়েছিলেন সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকরা । এবার কৃষকদের তরফে নির্দিষ্ট করা জানিয়ে দেওয়া হল, সোমবার সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি অনশন আন্দোলন করবেন তাঁরা । এছাড়াও বিভিন্ন জায়গায় ধরনা চলবে আগের মতোই ।
কৃষি আইন বাতিলের দাবিতে সিঙ্ঘু সীমান্তে আন্দোলন অব্যাহত রেখেছেন কৃষকরা । এখনও কোনও রফাসূত্র মেলেনি । ইতিমধ্যে 11টি রাজনৈতিক দল সমর্থন করেছে আন্দোলন । বিপাকে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের সঙ্গে বৈঠক করেছেন । তবে কৃষকরা আইন সংশোধন নয়, বাতিলের দাবিতে অটল থাকায় সমাধান হয়নি সমস্যার । এর মধ্যে 8 ডিসেম্বর ভারত বনধের ডাক দেন কৃষকরা । দেখতে দেখতে 18 দিনে পড়ল কৃষক আন্দোলন । ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আন্দোলনকে সমর্থন করে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেছেন । ক্রিকেটার যুবরাজ সিং কৃষকদের পাশে থাকতে এবছর জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন । এদিকে কৃষকদের আন্দোলনকে সমর্থন করে ইস্তফা দিলেন পঞ্জাবের ডিআইজিও ।
এই পরিস্থিতিতে আজ একদিনের অনশন ধরনায় বসতে চলেছেন কৃষকরা । যা চলবে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত । রবিবার দিল্লি-হরিয়ানা সীমান্ত থেকে এই কথা জানান কৃষক নেতা গুরনাম সিং চিদোনি ।