- সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভ চলাকালীন মৃত্যু হল এক কৃষকের ।
লাইভ : সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভ চলাকালীন মৃত এক কৃষক - কৃষি আইন
11:51 December 08
দিল্লি , 8 ডিসেম্বর : কৃষি আইনের বিরোধিতায় আজ দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি । শান্তিপূর্ণভাবে বনধ পালন করা হবে বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি । কেন্দ্রের কৃষি আইন পাশ হওয়ার পর থেকেই এই আইনের বিরোধিতায় কৃষকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছিল । এরপর আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি চলো অভিযানে ডাক দেয় কৃষক সংগঠনগুলি । আজ 13 দিন ধরে দিল্লি-হরিয়ানা সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছে তারা । এর মাঝে কেন্দ্রের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকে বসলেও কোনও সমাধান সূত্র মেলেনি । এরপর আজ তারা আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে । তাদের এই বনধকে সমর্থন জানিয়েছে 11টি রাজনৈতিক দল । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষকদের বনধকে নৈতিক সমর্থন জানিয়েছেন ।
11:36 December 08
অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করল দিল্লি পুলিশ । গতকাল সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করার পরই তাঁকে গৃহবন্দী করা হয় ।
11:32 December 08
- এমএইচ 9 অবোরধ করবে কৃষকরা । তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা ।
11:07 December 08
কৃষি আইনের বিরোধিতায় বিহারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) ।
ভারত বনধের সমর্থনে ও কৃষি আইনের বিরোধিতায় রাঁচিতে মিছিল আন্দোলকারীদের ।
09:56 December 08
-
Karnataka: Slogans against the new farm laws raised by Left organisations in Kalaburagi, on account of #BharatBandh
— ANI (@ANI) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Visuals from the Kalaburagi Central Bus Station pic.twitter.com/44a86zisUf
">Karnataka: Slogans against the new farm laws raised by Left organisations in Kalaburagi, on account of #BharatBandh
— ANI (@ANI) December 8, 2020
Visuals from the Kalaburagi Central Bus Station pic.twitter.com/44a86zisUfKarnataka: Slogans against the new farm laws raised by Left organisations in Kalaburagi, on account of #BharatBandh
— ANI (@ANI) December 8, 2020
Visuals from the Kalaburagi Central Bus Station pic.twitter.com/44a86zisUf
- কর্নাটকে বনধের সমর্থনে স্লোগান বাম সংগঠনগুলির ।
08:39 December 08
- ভারত বনধের সমর্থনে বিজয়ওয়াড়ায় বিক্ষোভ বামেদের ।
- ভুবনেশ্বর রেলস্টেশনে ট্রেন অবরোধ করছে বামফ্রন্ট ও কৃষক ইউনিয়ন ।
08:19 December 08
- লেকটাউন যশোর রোড অবরোধ সিপিএমের ।
- যাদবপুরে অটো বন্ধের অনুরোধ বাম কর্মীদের ।
08:07 December 08
-
West Bengal: Left political parties protest on the railway tracks at Jadabpur Railway Station in Kolkata & stop a train, in support of today's #BharatBandh by farmer unions. pic.twitter.com/7Kn6avKGGM
— ANI (@ANI) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">West Bengal: Left political parties protest on the railway tracks at Jadabpur Railway Station in Kolkata & stop a train, in support of today's #BharatBandh by farmer unions. pic.twitter.com/7Kn6avKGGM
— ANI (@ANI) December 8, 2020West Bengal: Left political parties protest on the railway tracks at Jadabpur Railway Station in Kolkata & stop a train, in support of today's #BharatBandh by farmer unions. pic.twitter.com/7Kn6avKGGM
— ANI (@ANI) December 8, 2020
- যশোর রোডে মোদির কুশপুতুল দাহ ডিওয়াইএফআই-এর ।
- সিউড়িতে সরকারি বাসের পরিষেবা স্বাভাবিক । কিন্তু বেসরকারি বাস চলছে না ।
07:59 December 08
- পশ্চিমবঙ্গেও বনধের প্রভাব পড়েছে ।
- কৃষকদের আন্দোলনের সমর্থনে যাদবপুরে বামেদের পিকেটিং ।
- ধর্মতলায় ডিওয়াইএফআইয়ের মিছিল ।
07:35 December 08
- বনধকে ঘিরে উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে । বনধ চলাকালীন যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে ।
07:02 December 08
- বনধে শান্তি বজায় রাখতে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে ।
- যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বনধ চলাকালীন সারাদিন ধরে মুম্বইয়ে পুলিশি টহল চলবে ।
06:50 December 08
- সকাল 11টা থেকে বনধ পালন করা হবে বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি ।
- বিক্ষোভের সময় কোনও রাজনৈতিক নেতাদের মঞ্চের উপরে উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি ।
- জরুরি পরিষেবাকে বনধের আওতার বাইরে রাখা হয়েছে ।
11:51 December 08
দিল্লি , 8 ডিসেম্বর : কৃষি আইনের বিরোধিতায় আজ দেশজুড়ে বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি । শান্তিপূর্ণভাবে বনধ পালন করা হবে বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি । কেন্দ্রের কৃষি আইন পাশ হওয়ার পর থেকেই এই আইনের বিরোধিতায় কৃষকরা বিক্ষোভ দেখাতে শুরু করেছিল । এরপর আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি চলো অভিযানে ডাক দেয় কৃষক সংগঠনগুলি । আজ 13 দিন ধরে দিল্লি-হরিয়ানা সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছে তারা । এর মাঝে কেন্দ্রের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকে বসলেও কোনও সমাধান সূত্র মেলেনি । এরপর আজ তারা আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে বনধের ডাক দিয়েছে । তাদের এই বনধকে সমর্থন জানিয়েছে 11টি রাজনৈতিক দল । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষকদের বনধকে নৈতিক সমর্থন জানিয়েছেন ।
- সিঙ্ঘু সীমান্তে বিক্ষোভ চলাকালীন মৃত্যু হল এক কৃষকের ।
11:36 December 08
অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করল দিল্লি পুলিশ । গতকাল সিঙ্ঘু সীমান্তে কৃষকদের সঙ্গে দেখা করার পরই তাঁকে গৃহবন্দী করা হয় ।
11:32 December 08
- এমএইচ 9 অবোরধ করবে কৃষকরা । তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরা ।
11:07 December 08
কৃষি আইনের বিরোধিতায় বিহারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) ।
ভারত বনধের সমর্থনে ও কৃষি আইনের বিরোধিতায় রাঁচিতে মিছিল আন্দোলকারীদের ।
09:56 December 08
-
Karnataka: Slogans against the new farm laws raised by Left organisations in Kalaburagi, on account of #BharatBandh
— ANI (@ANI) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Visuals from the Kalaburagi Central Bus Station pic.twitter.com/44a86zisUf
">Karnataka: Slogans against the new farm laws raised by Left organisations in Kalaburagi, on account of #BharatBandh
— ANI (@ANI) December 8, 2020
Visuals from the Kalaburagi Central Bus Station pic.twitter.com/44a86zisUfKarnataka: Slogans against the new farm laws raised by Left organisations in Kalaburagi, on account of #BharatBandh
— ANI (@ANI) December 8, 2020
Visuals from the Kalaburagi Central Bus Station pic.twitter.com/44a86zisUf
- কর্নাটকে বনধের সমর্থনে স্লোগান বাম সংগঠনগুলির ।
08:39 December 08
- ভারত বনধের সমর্থনে বিজয়ওয়াড়ায় বিক্ষোভ বামেদের ।
- ভুবনেশ্বর রেলস্টেশনে ট্রেন অবরোধ করছে বামফ্রন্ট ও কৃষক ইউনিয়ন ।
08:19 December 08
- লেকটাউন যশোর রোড অবরোধ সিপিএমের ।
- যাদবপুরে অটো বন্ধের অনুরোধ বাম কর্মীদের ।
08:07 December 08
-
West Bengal: Left political parties protest on the railway tracks at Jadabpur Railway Station in Kolkata & stop a train, in support of today's #BharatBandh by farmer unions. pic.twitter.com/7Kn6avKGGM
— ANI (@ANI) December 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">West Bengal: Left political parties protest on the railway tracks at Jadabpur Railway Station in Kolkata & stop a train, in support of today's #BharatBandh by farmer unions. pic.twitter.com/7Kn6avKGGM
— ANI (@ANI) December 8, 2020West Bengal: Left political parties protest on the railway tracks at Jadabpur Railway Station in Kolkata & stop a train, in support of today's #BharatBandh by farmer unions. pic.twitter.com/7Kn6avKGGM
— ANI (@ANI) December 8, 2020
- যশোর রোডে মোদির কুশপুতুল দাহ ডিওয়াইএফআই-এর ।
- সিউড়িতে সরকারি বাসের পরিষেবা স্বাভাবিক । কিন্তু বেসরকারি বাস চলছে না ।
07:59 December 08
- পশ্চিমবঙ্গেও বনধের প্রভাব পড়েছে ।
- কৃষকদের আন্দোলনের সমর্থনে যাদবপুরে বামেদের পিকেটিং ।
- ধর্মতলায় ডিওয়াইএফআইয়ের মিছিল ।
07:35 December 08
- বনধকে ঘিরে উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে । বনধ চলাকালীন যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় তার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে ।
07:02 December 08
- বনধে শান্তি বজায় রাখতে কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে পরামর্শ দেওয়া হয়েছে ।
- যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বনধ চলাকালীন সারাদিন ধরে মুম্বইয়ে পুলিশি টহল চলবে ।
06:50 December 08
- সকাল 11টা থেকে বনধ পালন করা হবে বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি ।
- বিক্ষোভের সময় কোনও রাজনৈতিক নেতাদের মঞ্চের উপরে উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি ।
- জরুরি পরিষেবাকে বনধের আওতার বাইরে রাখা হয়েছে ।