ETV Bharat / bharat

চলছে কৃষকদের অনশন

19 দিনে পড়ল কৃষকদের আন্দোলন ৷ আজ সকাল থেকে অনশনে বসেছেন কৃষকরা ৷

farmers
farmers
author img

By

Published : Dec 14, 2020, 9:19 AM IST

Updated : Dec 14, 2020, 11:32 AM IST

দিল্লি, 14 ডিসেম্বর : 'কৃষক বিরোধী' কৃষি আইন নিয়ে দাবি না মানা হলে অনশন ৷ কেন্দ্রকে হুঁশিয়ারি আগেই দেওয়া হয়েছিল কৃষক সংগঠনগুলির তরফে ৷ সেই মতোই আজ সকাল আটটা থেকে দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে অনশনে বসল কৃষকদের একটি দল ৷

অপরদিকে, দিল্লির গাজিপুরে (দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্ত) আন্দোলনও 17 দিনে পা দিল ৷ আজ সেখানে অনসন আন্দোলনে বসেছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত ৷ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে অনশন আন্দোলন ৷

লখিমপুর খেরির এক বিক্ষোভকারী কৃষক সংবাদ সংস্থাকে বলেন, "যখন আমরা আখের ট্রলি নিয়ে মিলে যাই তখন অনেক সময় 24 ঘণ্টা খাবার খাওয়ার সময় পাই না ৷ আমরা অনশনের জন্য তৈরি ৷"

আজ 19 দিনে পড়ল কৃষকদের আন্দোলন ৷ গতকাল দুপুরে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তবে এখনও মেলেনি রফাসূত্র ৷ কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি-হরিয়ানা সহ একাধিক সীমান্ত অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্জাব, হরিয়ানার কৃষকেরা ৷

farmer-leaders-sit-on-a-hunger-strike
দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে অনশনে বসল কৃষকদের একটি দল

আরও পড়ুন : কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কৃষক সংগঠনগুলি

কৃষকদের আন্দোলনকে বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল সমর্থন করেছে । বিপাকে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের সঙ্গে বৈঠক করেছেন । তবে কৃষকরা আইন সংশোধন নয়, বাতিলের দাবিতে অটল থাকায় সমাধান হয়নি সমস্যার । এর মধ্যে আট ডিসেম্বর ভারত বনধের ডাক দেন কৃষকরা । দেখতে দেখতে 19 দিনে পড়ল কৃষক আন্দোলন ।

ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আন্দোলনকে সমর্থন করে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেছেন । ক্রিকেটার যুবরাজ সিং কৃষকদের পাশে থাকতে এবছর জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন । এদিকে কৃষকদের আন্দোলনকে সমর্থন করে ইস্তফা দিয়েছেন পঞ্জাবের ডিআইজি । এই পরিস্থিতিতে আজ অনশন ধরনায় বসেছেন কৃষকরা । গতকাল দিল্লি-হরিয়ানা সীমান্ত থেকে এই কথা জানান কৃষক নেতা গুরনাম সিং চিদোনি ।

দিল্লি, 14 ডিসেম্বর : 'কৃষক বিরোধী' কৃষি আইন নিয়ে দাবি না মানা হলে অনশন ৷ কেন্দ্রকে হুঁশিয়ারি আগেই দেওয়া হয়েছিল কৃষক সংগঠনগুলির তরফে ৷ সেই মতোই আজ সকাল আটটা থেকে দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে অনশনে বসল কৃষকদের একটি দল ৷

অপরদিকে, দিল্লির গাজিপুরে (দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্ত) আন্দোলনও 17 দিনে পা দিল ৷ আজ সেখানে অনসন আন্দোলনে বসেছেন ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত ৷ সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে অনশন আন্দোলন ৷

লখিমপুর খেরির এক বিক্ষোভকারী কৃষক সংবাদ সংস্থাকে বলেন, "যখন আমরা আখের ট্রলি নিয়ে মিলে যাই তখন অনেক সময় 24 ঘণ্টা খাবার খাওয়ার সময় পাই না ৷ আমরা অনশনের জন্য তৈরি ৷"

আজ 19 দিনে পড়ল কৃষকদের আন্দোলন ৷ গতকাল দুপুরে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তবে এখনও মেলেনি রফাসূত্র ৷ কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি-হরিয়ানা সহ একাধিক সীমান্ত অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পঞ্জাব, হরিয়ানার কৃষকেরা ৷

farmer-leaders-sit-on-a-hunger-strike
দিল্লি-হরিয়ানার সিঙ্ঘু সীমান্তে অনশনে বসল কৃষকদের একটি দল

আরও পড়ুন : কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কৃষক সংগঠনগুলি

কৃষকদের আন্দোলনকে বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দল সমর্থন করেছে । বিপাকে পড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষকদের সঙ্গে বৈঠক করেছেন । তবে কৃষকরা আইন সংশোধন নয়, বাতিলের দাবিতে অটল থাকায় সমাধান হয়নি সমস্যার । এর মধ্যে আট ডিসেম্বর ভারত বনধের ডাক দেন কৃষকরা । দেখতে দেখতে 19 দিনে পড়ল কৃষক আন্দোলন ।

ইতিমধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আন্দোলনকে সমর্থন করে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করেছেন । ক্রিকেটার যুবরাজ সিং কৃষকদের পাশে থাকতে এবছর জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন । এদিকে কৃষকদের আন্দোলনকে সমর্থন করে ইস্তফা দিয়েছেন পঞ্জাবের ডিআইজি । এই পরিস্থিতিতে আজ অনশন ধরনায় বসেছেন কৃষকরা । গতকাল দিল্লি-হরিয়ানা সীমান্ত থেকে এই কথা জানান কৃষক নেতা গুরনাম সিং চিদোনি ।

Last Updated : Dec 14, 2020, 11:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.