ETV Bharat / bharat

কৃষি বিল ফড়েদের হাত থেকে মুক্তি দেবে চাষিদের : অমিত শাহ - কৃষি বিল

কৃষি সংক্রান্ত বিলগুলি কৃষক স্বার্থের পরিপন্থী বলে বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী হরসিমরত কউর বাদল ।

Amit Shah
Amit Shah
author img

By

Published : Sep 19, 2020, 8:45 AM IST

দিল্লি , 19 সেপ্টেম্বর : লোকসভায় কৃষি বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি জানান , এই প্রস্তাবিত আইনগুলি কৃষকদের ফড়েদের হাত থেকে মুক্ত করবে এবং তাঁদের বিভিন্ন বাধা অতিক্রম করতে সাহায্য করবে ৷ এর পাশাপাশি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ৷


শুক্রবার বেশ কয়েকটি টুইটের মাধ্যমে তিনি কৃষকদের অবদানের প্রশংসা করেন ৷ টুইটারে তিনি লেখেন , দেশ তার পরিশ্রমী কৃষকদের জন্য গর্বিত ৷ যারা জাতির সম্পদ ও সমৃদ্ধি নিজেদের কাঁধে বহন করে ।

  • भारत के मेहनती किसान देश की खुशहाली और समृद्धि के वाहक हैं, जिन पर पूरे देश को अभिमान है। मोदी सरकार के रूप में पहली बार कोई सरकार किसानों के सशक्तिकरण के लिए इस तरह दिन रात काम कर रही है और कल लोकसभा में पारित हुए ऐतिहासिक कृषि सुधार विधेयक इसी दिशा में एक अभूतपूर्व कदम है। pic.twitter.com/SmJnC8BUvU

    — Amit Shah (@AmitShah) September 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরই তিনি কৃষি বিল পাশের জন্য মোদি সরকারকে কৃতজ্ঞতা জানান ৷ লেখেন , ’’ এই প্রথমবার কেন্দ্রে এমন একটি সরকার রয়েছে , যারা কৃষকদের ক্ষমতায়নের জন্য দিন-রাত এক করে কাজ করে চলেছে ৷ আর সেক্ষেত্রে বৃহস্পতিবার লোকসভায় যুগান্তকারী কৃষি সংস্কার বিল পাশ একটি "অভূতপূর্ব পদক্ষেপ" ৷ মোদি সরকারের এই বিল কৃষিক্ষেত্রে পরিবর্তন আনবে , কৃষকদের ফড়েদের হাত থেকে মুক্ত করবে এবং তাদের অন্যান্য বাধা অতিক্রম করতে সাহায্য করবে । এই বিলগুলি কৃষকদের পণ্য বিক্রির নতুন সুযোগ দেবে। তাঁদের আয় বাড়বে ৷ মোদি সরকারের এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কৃষি সংস্কার বিল কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাঁদের স্বাবলম্বী করে তুলবে ৷ ’’

  • मोदी सरकार के यह ऐतिहासिक विधेयक किसानों व कृषि क्षेत्र को बल देंगे और उनको बिचौलियों व अन्य समस्याओं से मुक्त करेंगे। इन विधेयकों से किसानों को उनकी उपज बेचने के लिए नये अवसर प्राप्त होंगे, जिससे उनकी आय में वृद्धि होगी। #JaiKisan

    — Amit Shah (@AmitShah) September 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">


বৃহস্পতিবার লোকসভায় কৃষি সংস্কারের দু’টি বিল পাশ হয় ৷ এই দু’টি বিলের একটি হল ফারমার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল 2020 ৷ যেখানে কৃষক ও ব্যবসায়ীরা কৃষকের পণ্য ক্রয় ও বিক্রয়ে স্বাধীনতা উপভোগ করবেন ৷ যা দক্ষ, স্বচ্ছ এবং বাধা-মুক্ত আন্তঃরাজ্য এবং অন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে সাহায্য করবে ৷ আরেকটি বিল হল- ফারমার্স এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল 2020 ৷ যেখানে কৃষি চুক্তিগুলির একটি জাতীয় কাঠামো সরবরাহ করার চেষ্টা করা হয়েছে ।

  • यह ऐतिहासिक व महत्वपूर्ण कृषि सुधार किसानों के जीवन में एक सकारात्मक परिवर्तन लाकर उन्हें आत्मनिर्भर बनाने की दिशा में एक अहम भूमिका निभाएंगे।

    इन विधेयकों के पारित होने पर मैं प्रधानमंत्री @narendramodi जी और कृषि मंत्री @nstomar जी का हृदय से आभार व्यक्त करता हूँ। #JaiKisan

    — Amit Shah (@AmitShah) September 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এই কৃষি সংক্রান্ত বিলগুলি কৃষক স্বার্থের পরিপন্থী বলে বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল । তাছাড়া , বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেসের থেকে কৃষি বিলগুলি নিয়ে সমালোচনা চলছে ৷ এই পরিস্থিতিতে গতকাল প্রধানমন্ত্রী কৃষি বিলগুলি নিয়ে কৃষকদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন ৷ তিনি বলেছিলেন , " নিজস্ব স্বার্থে কৃষকদের ভুল পথে চালানোর চেষ্টা করা হচ্ছে ।" এরপরই শুক্রবার অমিত শাহ প্রধামন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে কৃষি বিলগুলির কার্যকারিতা ও গুরুত্ব তুলে ধরলেন ৷

দিল্লি , 19 সেপ্টেম্বর : লোকসভায় কৃষি বিল পাশ হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি জানান , এই প্রস্তাবিত আইনগুলি কৃষকদের ফড়েদের হাত থেকে মুক্ত করবে এবং তাঁদের বিভিন্ন বাধা অতিক্রম করতে সাহায্য করবে ৷ এর পাশাপাশি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারকেও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি ৷


শুক্রবার বেশ কয়েকটি টুইটের মাধ্যমে তিনি কৃষকদের অবদানের প্রশংসা করেন ৷ টুইটারে তিনি লেখেন , দেশ তার পরিশ্রমী কৃষকদের জন্য গর্বিত ৷ যারা জাতির সম্পদ ও সমৃদ্ধি নিজেদের কাঁধে বহন করে ।

  • भारत के मेहनती किसान देश की खुशहाली और समृद्धि के वाहक हैं, जिन पर पूरे देश को अभिमान है। मोदी सरकार के रूप में पहली बार कोई सरकार किसानों के सशक्तिकरण के लिए इस तरह दिन रात काम कर रही है और कल लोकसभा में पारित हुए ऐतिहासिक कृषि सुधार विधेयक इसी दिशा में एक अभूतपूर्व कदम है। pic.twitter.com/SmJnC8BUvU

    — Amit Shah (@AmitShah) September 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরপরই তিনি কৃষি বিল পাশের জন্য মোদি সরকারকে কৃতজ্ঞতা জানান ৷ লেখেন , ’’ এই প্রথমবার কেন্দ্রে এমন একটি সরকার রয়েছে , যারা কৃষকদের ক্ষমতায়নের জন্য দিন-রাত এক করে কাজ করে চলেছে ৷ আর সেক্ষেত্রে বৃহস্পতিবার লোকসভায় যুগান্তকারী কৃষি সংস্কার বিল পাশ একটি "অভূতপূর্ব পদক্ষেপ" ৷ মোদি সরকারের এই বিল কৃষিক্ষেত্রে পরিবর্তন আনবে , কৃষকদের ফড়েদের হাত থেকে মুক্ত করবে এবং তাদের অন্যান্য বাধা অতিক্রম করতে সাহায্য করবে । এই বিলগুলি কৃষকদের পণ্য বিক্রির নতুন সুযোগ দেবে। তাঁদের আয় বাড়বে ৷ মোদি সরকারের এই ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ কৃষি সংস্কার বিল কৃষকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাঁদের স্বাবলম্বী করে তুলবে ৷ ’’

  • मोदी सरकार के यह ऐतिहासिक विधेयक किसानों व कृषि क्षेत्र को बल देंगे और उनको बिचौलियों व अन्य समस्याओं से मुक्त करेंगे। इन विधेयकों से किसानों को उनकी उपज बेचने के लिए नये अवसर प्राप्त होंगे, जिससे उनकी आय में वृद्धि होगी। #JaiKisan

    — Amit Shah (@AmitShah) September 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">


বৃহস্পতিবার লোকসভায় কৃষি সংস্কারের দু’টি বিল পাশ হয় ৷ এই দু’টি বিলের একটি হল ফারমার্স প্রোডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল 2020 ৷ যেখানে কৃষক ও ব্যবসায়ীরা কৃষকের পণ্য ক্রয় ও বিক্রয়ে স্বাধীনতা উপভোগ করবেন ৷ যা দক্ষ, স্বচ্ছ এবং বাধা-মুক্ত আন্তঃরাজ্য এবং অন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে সাহায্য করবে ৷ আরেকটি বিল হল- ফারমার্স এগ্রিমেন্ট অফ প্রাইস অ্যাসিওরেন্স অ্যান্ড ফার্ম সার্ভিসেস বিল 2020 ৷ যেখানে কৃষি চুক্তিগুলির একটি জাতীয় কাঠামো সরবরাহ করার চেষ্টা করা হয়েছে ।

  • यह ऐतिहासिक व महत्वपूर्ण कृषि सुधार किसानों के जीवन में एक सकारात्मक परिवर्तन लाकर उन्हें आत्मनिर्भर बनाने की दिशा में एक अहम भूमिका निभाएंगे।

    इन विधेयकों के पारित होने पर मैं प्रधानमंत्री @narendramodi जी और कृषि मंत्री @nstomar जी का हृदय से आभार व्यक्त करता हूँ। #JaiKisan

    — Amit Shah (@AmitShah) September 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও এই কৃষি সংক্রান্ত বিলগুলি কৃষক স্বার্থের পরিপন্থী বলে বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী তথা অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল । তাছাড়া , বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেসের থেকে কৃষি বিলগুলি নিয়ে সমালোচনা চলছে ৷ এই পরিস্থিতিতে গতকাল প্রধানমন্ত্রী কৃষি বিলগুলি নিয়ে কৃষকদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছিলেন ৷ তিনি বলেছিলেন , " নিজস্ব স্বার্থে কৃষকদের ভুল পথে চালানোর চেষ্টা করা হচ্ছে ।" এরপরই শুক্রবার অমিত শাহ প্রধামন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে কৃষি বিলগুলির কার্যকারিতা ও গুরুত্ব তুলে ধরলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.