ETV Bharat / bharat

ডাইনি অপবাদে খুন একই পরিবারের 3 - ডাইনি সন্দেহে খুন একই পরিবারের 3 , জড়িত 24

চলতি মাসের 12 তারিখ ওই তিনজনের পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে ৷ জানায়, পরিবারের তিনজনের কোনও খোঁজ নেই ৷ ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (DSP) আশিস মাহালি একটি সাংবাদিক বৈঠক করে জানান, এই ঘটনার সঙ্গে প্রায় 24 জন লোক জড়িত ৷

family-of-three-murdered-in-jharkhand-on-suspicion-of-being-witches
ডাইনি সন্দেহে খুন একই পরিবারের 3 , জড়িত 24
author img

By

Published : Oct 29, 2020, 6:04 PM IST

খুনটি (ঝাড়খণ্ড) , 29 অক্টোবর : ডাইনি অপবাদে একই পরিবারের তিন জনকে খুন ৷ ঝাড়খণ্ডের খুনটি জেলার ঘটনা ৷ মৃত তিনজনের নাম বিরসা মুন্ডা, শুক্রু পুরতি ও তাঁদের মেয়ে সোমওয়ারি পুরতি ৷ স্থানীয়রা জানায়, খুন হওয়ার কিছুক্ষণ আগেই বাড়ি থেকে কয়েকজন অচেনা ব্যক্তি তাঁদের অপহরণ করে নিয়ে যায় ৷ ঘটনায় গ্রেপ্তার 3 ৷ তদন্তে নেমেছে ঝাড়খণ্ড পুলিশ ৷

চলতি মাসের 12 তারিখ ওই তিনজনের পরিবার নিখোঁজ ডায়েরি করে ৷ ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (DSP) আশিস মাহালি একটি সাংবাদিক বৈঠক করে জানান, এই ঘটনার সঙ্গে প্রায় 24 জন লোক জড়িত ৷ পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে ৷ তাদের নাম সোমা মুন্ডা, রঘু মুন্ডা ও বিশ্রাম মুন্ডা ৷

অপরাধের কথা স্বীকার করে নিয়ে ওই তিন ধৃত জানায় , তারা ওই পরিবারকে মেরেছে ৷ কারণ - তারা জাদুবিদ্যা করত ৷ পুলিশ জানায়, ওই পরিবারকে নৃশংসভাবে মেরে মাটিতে পুঁতে দেওয়া হয় ৷ তাদের দেহ উদ্ধার হয়েছে কুডা গ্রামের থেকে 3 কিলোমিটার দূরে রাবা নদীর কাছে একটি ঝরনার কাছ থেকে ৷ ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও প্রায় 2 ডজন লোকের ওই ঘটনায় যোগের সন্ধান পেয়েছে ৷

খুনটি (ঝাড়খণ্ড) , 29 অক্টোবর : ডাইনি অপবাদে একই পরিবারের তিন জনকে খুন ৷ ঝাড়খণ্ডের খুনটি জেলার ঘটনা ৷ মৃত তিনজনের নাম বিরসা মুন্ডা, শুক্রু পুরতি ও তাঁদের মেয়ে সোমওয়ারি পুরতি ৷ স্থানীয়রা জানায়, খুন হওয়ার কিছুক্ষণ আগেই বাড়ি থেকে কয়েকজন অচেনা ব্যক্তি তাঁদের অপহরণ করে নিয়ে যায় ৷ ঘটনায় গ্রেপ্তার 3 ৷ তদন্তে নেমেছে ঝাড়খণ্ড পুলিশ ৷

চলতি মাসের 12 তারিখ ওই তিনজনের পরিবার নিখোঁজ ডায়েরি করে ৷ ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ (DSP) আশিস মাহালি একটি সাংবাদিক বৈঠক করে জানান, এই ঘটনার সঙ্গে প্রায় 24 জন লোক জড়িত ৷ পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে ৷ তাদের নাম সোমা মুন্ডা, রঘু মুন্ডা ও বিশ্রাম মুন্ডা ৷

অপরাধের কথা স্বীকার করে নিয়ে ওই তিন ধৃত জানায় , তারা ওই পরিবারকে মেরেছে ৷ কারণ - তারা জাদুবিদ্যা করত ৷ পুলিশ জানায়, ওই পরিবারকে নৃশংসভাবে মেরে মাটিতে পুঁতে দেওয়া হয় ৷ তাদের দেহ উদ্ধার হয়েছে কুডা গ্রামের থেকে 3 কিলোমিটার দূরে রাবা নদীর কাছে একটি ঝরনার কাছ থেকে ৷ ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও প্রায় 2 ডজন লোকের ওই ঘটনায় যোগের সন্ধান পেয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.