ETV Bharat / bharat

দম্পতির ধূমপানে সন্তানের হতে পারে স্থূলতা - গর্ভাবস্থায় প্রসূতি কিংবা শিশুদের বাবার ধূমপানের ফলে সন্তানের হতে পারে স্থূলতা

সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় প্রসূতির ধূমপানের কারণে সন্তানের হতে পারে স্থূলতা ৷

Exposure to air pollution, smoking may lead to childhood obesity: Study
গর্ভাবস্থায় প্রসূতি কিংবা শিশুদের বাবার ধূমপানের ফলে সন্তানের হতে পারে স্থূলতা
author img

By

Published : Jun 29, 2020, 2:40 PM IST

দিল্লি, 29 জুন : ধূমপান ৷ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৷ হতে পারে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধি ৷ এছাড়াও ধূমপানের ফলে বায়ুদূষণ তো আছেই ৷ তবে, এসব ছাড়াও হতে পারে স্থূলতা ৷ গর্ভাবস্থায় প্রসূতির ধূমপান কিংবা শিশুর বাবার ধূমপানের ফলে সন্তানের হতে পারে স্থূলতা ৷ সাম্প্রতিক একটি গবেষণা থেকে এমনই জানা গেছে ৷

গবেষণায় BMI ( বডি মাস ইনডেক্স ) , কোমরের পরিধি , ত্বকের ঘনত্ব ও শরীরে ফ্যাটের পরিমাণ দেখে শিশুর অতিরিক্ত ওজন ও স্থূলতার পরিমাণ বোঝা গেছে ৷ গবেষণায়, গর্ভাবস্থা থাকাকালীন প্রসূতি ও শিশুদের রক্ত ও মূত্রের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ বায়ুদূষণ, নির্মিত পরিবেশ, সবুজ জায়গা, ধূমপান ও রাসায়নিক দূষণকারীর (জৈব দূষক, ভারী ধাতু, ফেনোলস ও কীটনাশক) সংস্পর্শে আসার পর মোট 77 জন গর্ভবতী ও 96 জন শিশুর প্রতিক্রিয়া দেখা হয়েছে ৷

কোরোনা সংক্রমণের আগে গবেষণার জন্য এই ডেটা সংগ্রহ করা হয়েছিল ৷ দেখা গেছে, বিশ্বে অতিরিক্ত ওজন ও স্থূলতার হার 29 শতাংশ ৷ গবেষণার ফল অনুযায়ী, ধূমপানের কারণে ( গর্ভাবস্থায় প্রসূতির কিংবা শিশুর বাবার ) শিশুদের ক্ষেত্রে দেহে BMI - এর পরিমাণ বেড়ে যায় ৷ তবে, এই সমীক্ষায় আর্থ সামাজিক অবস্থানের পার্থক্য বিবেচনা করা হয়নি ৷

দিল্লি, 29 জুন : ধূমপান ৷ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ৷ হতে পারে ক্যানসারের মতো দুরারোগ্য ব্যাধি ৷ এছাড়াও ধূমপানের ফলে বায়ুদূষণ তো আছেই ৷ তবে, এসব ছাড়াও হতে পারে স্থূলতা ৷ গর্ভাবস্থায় প্রসূতির ধূমপান কিংবা শিশুর বাবার ধূমপানের ফলে সন্তানের হতে পারে স্থূলতা ৷ সাম্প্রতিক একটি গবেষণা থেকে এমনই জানা গেছে ৷

গবেষণায় BMI ( বডি মাস ইনডেক্স ) , কোমরের পরিধি , ত্বকের ঘনত্ব ও শরীরে ফ্যাটের পরিমাণ দেখে শিশুর অতিরিক্ত ওজন ও স্থূলতার পরিমাণ বোঝা গেছে ৷ গবেষণায়, গর্ভাবস্থা থাকাকালীন প্রসূতি ও শিশুদের রক্ত ও মূত্রের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ বায়ুদূষণ, নির্মিত পরিবেশ, সবুজ জায়গা, ধূমপান ও রাসায়নিক দূষণকারীর (জৈব দূষক, ভারী ধাতু, ফেনোলস ও কীটনাশক) সংস্পর্শে আসার পর মোট 77 জন গর্ভবতী ও 96 জন শিশুর প্রতিক্রিয়া দেখা হয়েছে ৷

কোরোনা সংক্রমণের আগে গবেষণার জন্য এই ডেটা সংগ্রহ করা হয়েছিল ৷ দেখা গেছে, বিশ্বে অতিরিক্ত ওজন ও স্থূলতার হার 29 শতাংশ ৷ গবেষণার ফল অনুযায়ী, ধূমপানের কারণে ( গর্ভাবস্থায় প্রসূতির কিংবা শিশুর বাবার ) শিশুদের ক্ষেত্রে দেহে BMI - এর পরিমাণ বেড়ে যায় ৷ তবে, এই সমীক্ষায় আর্থ সামাজিক অবস্থানের পার্থক্য বিবেচনা করা হয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.