দিল্লি, 15 জানুয়ারি : নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষীদের ফাঁসি 22 জানুয়ারি হচ্ছে না । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাণভিক্ষার আবেদন খারিজ করার পর দোষীদের আরও 14 দিন সময় দিতে হবে । রায় দিল্লি হাইকোর্টের। সুপ্রিম কোর্টে রায়ের পর কমপক্ষে 14 দিন সময় দিতে হয়, সেই নিয়মের কারণেই 22 জানুয়ারি ফাঁসি হচ্ছে না নির্ভয়া ধর্ষণ ও খুনে অপরাধী সাব্যস্ত চার অভিযুক্তের ৷
সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন খারিজ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে নির্ভয়া গণধর্ষণে মৃত্যুদণ্ড প্রাপ্ত মুকেশ সিং । গতকাল দুপুরেই বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের কিউরেটিভ পিটিশন খারিজ করেছে সুপ্রিম কোর্ট । এবার মুকেশ প্রাণভিক্ষার আর্জি জানালেও রাষ্ট্রপতির তরফে সেই আর্জি খারিজ না হওয়া পর্যন্ত ফাঁসি দেওয়া যাবে না ৷
তিহার জেল কর্তৃপক্ষের তরফে অ্যাডভোকেট রাহুল মেহরা এই প্রসঙ্গে বলেন, '' রাষ্ট্রপতি মুকেশের প্রাণদণ্ডের আর্জি খারিজ করলে তবেই অপরাধীদের ভাগ্য নির্ধারিত হবে ৷''