ETV Bharat / bharat

22 জানুয়ারি ফাঁসি নয় নির্ভয়ার অপরাধীদের

নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষীদের ফাঁসি ২২ জানুয়ারি হচ্ছে না ।

22 জানুয়ারি ফাঁসি নয় নির্ভয়া অপরাধীদের
22 জানুয়ারি ফাঁসি নয় নির্ভয়া অপরাধীদের
author img

By

Published : Jan 15, 2020, 1:55 PM IST

Updated : Jan 15, 2020, 2:38 PM IST

দিল্লি, 15 জানুয়ারি : নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষীদের ফাঁসি 22 জানুয়ারি হচ্ছে না । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাণভিক্ষার আবেদন খারিজ করার পর দোষীদের আরও 14 দিন সময় দিতে হবে । রায় দিল্লি হাইকোর্টের। সুপ্রিম কোর্টে রায়ের পর কমপক্ষে 14 দিন সময় দিতে হয়, সেই নিয়মের কারণেই 22 জানুয়ারি ফাঁসি হচ্ছে না নির্ভয়া ধর্ষণ ও খুনে অপরাধী সাব্যস্ত চার অভিযুক্তের ৷

সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন খারিজ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে নির্ভয়া গণধর্ষণে মৃত্যুদণ্ড প্রাপ্ত মুকেশ সিং । গতকাল দুপুরেই বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের কিউরেটিভ পিটিশন খারিজ করেছে সুপ্রিম কোর্ট । এবার মুকেশ প্রাণভিক্ষার আর্জি জানালেও রাষ্ট্রপতির তরফে সেই আর্জি খারিজ না হওয়া পর্যন্ত ফাঁসি দেওয়া যাবে না ৷

তিহার জেল কর্তৃপক্ষের তরফে অ্যাডভোকেট রাহুল মেহরা এই প্রসঙ্গে বলেন, '' রাষ্ট্রপতি মুকেশের প্রাণদণ্ডের আর্জি খারিজ করলে তবেই অপরাধীদের ভাগ্য নির্ধারিত হবে ৷''

দিল্লি, 15 জানুয়ারি : নির্ভয়া গণধর্ষণকাণ্ডে দোষীদের ফাঁসি 22 জানুয়ারি হচ্ছে না । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রাণভিক্ষার আবেদন খারিজ করার পর দোষীদের আরও 14 দিন সময় দিতে হবে । রায় দিল্লি হাইকোর্টের। সুপ্রিম কোর্টে রায়ের পর কমপক্ষে 14 দিন সময় দিতে হয়, সেই নিয়মের কারণেই 22 জানুয়ারি ফাঁসি হচ্ছে না নির্ভয়া ধর্ষণ ও খুনে অপরাধী সাব্যস্ত চার অভিযুক্তের ৷

সুপ্রিম কোর্টে কিউরেটিভ পিটিশন খারিজ হওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে নির্ভয়া গণধর্ষণে মৃত্যুদণ্ড প্রাপ্ত মুকেশ সিং । গতকাল দুপুরেই বিনয় শর্মা ও মুকেশ সিংয়ের কিউরেটিভ পিটিশন খারিজ করেছে সুপ্রিম কোর্ট । এবার মুকেশ প্রাণভিক্ষার আর্জি জানালেও রাষ্ট্রপতির তরফে সেই আর্জি খারিজ না হওয়া পর্যন্ত ফাঁসি দেওয়া যাবে না ৷

তিহার জেল কর্তৃপক্ষের তরফে অ্যাডভোকেট রাহুল মেহরা এই প্রসঙ্গে বলেন, '' রাষ্ট্রপতি মুকেশের প্রাণদণ্ডের আর্জি খারিজ করলে তবেই অপরাধীদের ভাগ্য নির্ধারিত হবে ৷''

Mumbai, Jan 15 (ANI): Several Bollywood celebrities came together to attend casting director Mukesh Chhabra's party. Dressed in their best attires, celebrities arrived in style at Chhabra's office. Bollywood actor Kriti Sanon and her sister Nupur Sanon looked gorgeous while posing with Mukesh Chhabra. Actor Vicky Kaushal maintained his charm while posing for the cameras. Ace director Imtiaz Ali was also among one of the attendees. Actor Nushrat Bharucha looked ethereal in a white midi dress. Yami Gautam looked gorgeous in all black attire. Director Kabir Khan along with Mukesh Chhabra posed with poster of Khan's next directorial '83', starring Ranveer Singh.

Last Updated : Jan 15, 2020, 2:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.