কসরগোদ (কেরালা), 14 জুলাই : আবগারি দপ্তরের এক আধিকারিকের গাড়ি থেকে উদ্ধার হল 2.87 কোটি নগদ টাকা । সোমবার কেরালার কসরগোদ জেলা থেকে ২৮ কিলোমিটার উত্তরে মাঞ্জেশ্বরমে জাতীয় সড়ক থেকে নগদ টাকা উদ্ধার হয় । তোমিনাদুতে রুটিন গাড়ি চেক করার সময় ওই আধিকারিকের গাড়ি তল্লাশি চালান হয় ।
ঘটনার সঙ্গে জড়িত ম্যাঙ্গালোরের শামসুদ্দিন নামে এক যুবক । তাকে গ্রেপ্তার করা হয়েছে । নগদ টাকার সঙ্গে উদ্ধার হয়েছে বেশ কিছু গহনা, যা গাড়িতে বস্তাবন্দি অবস্থায় ছিল ।
জিজ্ঞাসাবাদ চলাকালীন যুবক জানায়, এই বিপুল পরিমাণে টাকা মানজেশ্বরমের এক ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা রয়েছে । পুলিশের তরফ থেকে জানান হয়েছে, পুলিশি তদন্ত জারি থাকবে । প্রয়োজনে পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করা হবে ।