ETV Bharat / bharat

ভারতে আশ্রয় চেয়ে আবেদন ইমরানের দলের নেতার - Imran Khan

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (PTI)- এর প্রাক্তন নেতা বলদেব কুমার । বর্তমানে বলদেব স্বপরিবারে ভারতের পঞ্জাব প্রদেশের খান্না শহরে রয়েছেন । 11 অগাস্ট তিনি ভারতে এসেছেন বলে জানান ।

ভারতে আশ্রয় চেয়ে আবেদন ইমরানের দলের নেতার
author img

By

Published : Sep 10, 2019, 2:24 PM IST

অমৃতসর, 10 সেপ্টেম্বর : ভারতে রাজনৈতিক আশ্রয় চাইলেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (PTI)- এর প্রাক্তন নেতা বলদেব কুমার । তিনি পাকিস্তানের খাইবার পাখতুনওয়া রাজ্যের অ্যাসেম্বলির সদস্য ছিলেন । পরবর্তীতে PTI-র হয়ে সোয়াট প্রদেশ থেকে নির্বাচনে লড়েছিলেন । বর্তমানে বলদেব স্বপরিবারে ভারতের পঞ্জাব প্রদেশের খান্না শহরে রয়েছেন । 11 অগাস্ট তিনি ভারতে এসেছেন বলে জানান । পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গ টেনে এনে রাজনৈতিক আশ্রয় চেয়ে বলদেব ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন ।

বলদেব বলেন, "পাকিস্তানে সংখ্যালঘুরা অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে । তারা সেখানে নিরাপত্তার অভাবে ভুগছে । পাকিস্তানের সংখ্যালঘুদের কোনও অধিকার দেওয়া হচ্ছে না । সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে । তাদের খুঁজে খুঁজে মারা হচ্ছে । আমিও অত্যাচারের শিকার । দুই বছর আমাকে জেলে রাখা হয়েছিল । আমি নিজের ইচ্ছায় এখানে (ভারতে) এসেছি । আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজনৈতিক আশ্রয় ও নিরাপত্তার দাবি জানাচ্ছি । আমি পাকিস্তানে ফিরে যেতে চাই না ।"

এর আগে 2016 সালে খাইবার পাখতুনওয়ার অ্যাসেম্বলির সদস্য স্মরণ সিংয়ের হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বলদেবকে । দুই বছর জেলে থাকার পর প্রমাণের অভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয় ।

প্রসঙ্গত, বলদেবের স্ত্রী ভাবনা ভারতীয় । পঞ্জাবের খান্না শহরের বাসিন্দা ছিলেন ভাবনা । এই মুহূর্তে ভাবনার পরিবারের সঙ্গে থাকছেন বলদেব । তবে তিনি জানান, তাঁর ভাইরা এখনও পাকিস্তানেই আছেন । বলদেব বলেন, "আমার ভাইরা পাকিস্তানে । তারা ভারতে চলে আসতে চায় । তারা ছাড়াও হিন্দু ও শিখ সম্প্রদায়ের বহু লোক পাকিস্তান ছেড়ে এদেশে চলে আসতে চাইছে । ওখানে গুরুদ্বারগুলি খুব বাজে অবস্থায় রয়েছে । সংখ্যালঘুদের পাকিস্তানে কোনও সম্মান নেই । জোর করে সংখ্যালঘু মেয়েদের ধর্মান্তরিত করে বিয়ে করা হচ্ছে । "

অমৃতসর, 10 সেপ্টেম্বর : ভারতে রাজনৈতিক আশ্রয় চাইলেন পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (PTI)- এর প্রাক্তন নেতা বলদেব কুমার । তিনি পাকিস্তানের খাইবার পাখতুনওয়া রাজ্যের অ্যাসেম্বলির সদস্য ছিলেন । পরবর্তীতে PTI-র হয়ে সোয়াট প্রদেশ থেকে নির্বাচনে লড়েছিলেন । বর্তমানে বলদেব স্বপরিবারে ভারতের পঞ্জাব প্রদেশের খান্না শহরে রয়েছেন । 11 অগাস্ট তিনি ভারতে এসেছেন বলে জানান । পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গ টেনে এনে রাজনৈতিক আশ্রয় চেয়ে বলদেব ভারত সরকারের দ্বারস্থ হয়েছেন ।

বলদেব বলেন, "পাকিস্তানে সংখ্যালঘুরা অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছে । তারা সেখানে নিরাপত্তার অভাবে ভুগছে । পাকিস্তানের সংখ্যালঘুদের কোনও অধিকার দেওয়া হচ্ছে না । সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে । তাদের খুঁজে খুঁজে মারা হচ্ছে । আমিও অত্যাচারের শিকার । দুই বছর আমাকে জেলে রাখা হয়েছিল । আমি নিজের ইচ্ছায় এখানে (ভারতে) এসেছি । আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে রাজনৈতিক আশ্রয় ও নিরাপত্তার দাবি জানাচ্ছি । আমি পাকিস্তানে ফিরে যেতে চাই না ।"

এর আগে 2016 সালে খাইবার পাখতুনওয়ার অ্যাসেম্বলির সদস্য স্মরণ সিংয়ের হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বলদেবকে । দুই বছর জেলে থাকার পর প্রমাণের অভাবে তাঁকে ছেড়ে দেওয়া হয় ।

প্রসঙ্গত, বলদেবের স্ত্রী ভাবনা ভারতীয় । পঞ্জাবের খান্না শহরের বাসিন্দা ছিলেন ভাবনা । এই মুহূর্তে ভাবনার পরিবারের সঙ্গে থাকছেন বলদেব । তবে তিনি জানান, তাঁর ভাইরা এখনও পাকিস্তানেই আছেন । বলদেব বলেন, "আমার ভাইরা পাকিস্তানে । তারা ভারতে চলে আসতে চায় । তারা ছাড়াও হিন্দু ও শিখ সম্প্রদায়ের বহু লোক পাকিস্তান ছেড়ে এদেশে চলে আসতে চাইছে । ওখানে গুরুদ্বারগুলি খুব বাজে অবস্থায় রয়েছে । সংখ্যালঘুদের পাকিস্তানে কোনও সম্মান নেই । জোর করে সংখ্যালঘু মেয়েদের ধর্মান্তরিত করে বিয়ে করা হচ্ছে । "

Mumbai, Sep 10 (ANI): The Chairman and Managing Director of T-series Bhushan Kumar and his wife Divya Khosla Kumar offered prayer to 'Lord Ganesha' in Mumbai on September 09. The couple performed 'pooja' at the T-Series Ganesh Pandal. Divya Khosla was seen wearing yellow shade traditional Indian outfit on this occasion. Meanwhile, filmmaker Sajid Nadiadwala also visited a Ganesh Pandal in Mumbai and performed 'pooja' there. He folded his hands in front of the idol and sought blessing from the Bappa.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.