ETV Bharat / bharat

দ্রাগমুল্লা আসনের পাকিস্তানি প্রার্থী সোমায়া তাকিয়ে ফলাফলের দিকে - দ্রাগমুল্লা আসনের পাকিস্তানি প্রার্থী সোমায়া

জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পর্ষদের 280টি আসনে ভোটগণনা । কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথম কোনও বড় ভোট । 28 নভেম্বর থেকে ভোট প্রক্রিয়া শুরু হয় । পশ্চিম পাকিস্তানের শরণার্থীরাও এবারের ভোটে অংশ নিয়েছিলেন ।

DDC polls
DDC polls
author img

By

Published : Dec 22, 2020, 7:05 AM IST

শ্রীনগর, 22 ডিসেম্বর : ডিডিসি নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন দ্রাগমুল্লায় আরও 11 জনের মতো প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রাক্তন জঙ্গির পাকিস্তানি স্ত্রী সোমায়া সাদাফ । নিয়ন্ত্রণরেখার ওপারের প্রথম মহিলা, যিনি কেন্দ্রশাসিত অঞ্চলটির উত্তরাঞ্চলে নির্বাচনে লড়ছেন ।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজ়াফফারাবাদের সোমায়া 2002 সালে নিকাহ করেন কুপওয়াড়ার আবদুল মাজিদ ভাট-কে । পাক অধিকৃত কাশ্মীরের মেয়ে সোমায়ার যখন বিয়ে হয়, স্বামী তখন জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত । মূল উদ্দেশ্য মহিলাদের স্বাধীন ও স্বাবলম্বী হওয়ার আদর্শে অনুপ্রাণিত করা ।

দ্রাগমুল্লা আসনের পাকিস্তানি প্রার্থী সোমায়া তাকিয়ে ফলাফলের দিকে

নির্বাচনে অংশ নিয়েছিল মূল ধারার সব রাজনৈতিক দলগুলি । বিজেপি-র জোটকে হারাতে ইউনাইটেড ফ্রন্টে নির্বাচনে লড়ছে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ও পিপলস কনফারেন্স । 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথম নির্বাচন জম্মু ও কাশ্মীরে ।

আরও পড়ুন : কুপওয়াড়া থেকে ভোটে লড়ছেন প্রাক্তন জঙ্গির পাকিস্তানি স্ত্রী

শ্রীনগর, 22 ডিসেম্বর : ডিডিসি নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন দ্রাগমুল্লায় আরও 11 জনের মতো প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রাক্তন জঙ্গির পাকিস্তানি স্ত্রী সোমায়া সাদাফ । নিয়ন্ত্রণরেখার ওপারের প্রথম মহিলা, যিনি কেন্দ্রশাসিত অঞ্চলটির উত্তরাঞ্চলে নির্বাচনে লড়ছেন ।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজ়াফফারাবাদের সোমায়া 2002 সালে নিকাহ করেন কুপওয়াড়ার আবদুল মাজিদ ভাট-কে । পাক অধিকৃত কাশ্মীরের মেয়ে সোমায়ার যখন বিয়ে হয়, স্বামী তখন জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত । মূল উদ্দেশ্য মহিলাদের স্বাধীন ও স্বাবলম্বী হওয়ার আদর্শে অনুপ্রাণিত করা ।

দ্রাগমুল্লা আসনের পাকিস্তানি প্রার্থী সোমায়া তাকিয়ে ফলাফলের দিকে

নির্বাচনে অংশ নিয়েছিল মূল ধারার সব রাজনৈতিক দলগুলি । বিজেপি-র জোটকে হারাতে ইউনাইটেড ফ্রন্টে নির্বাচনে লড়ছে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ও পিপলস কনফারেন্স । 370 ধারা প্রত্যাহারের পর এই প্রথম নির্বাচন জম্মু ও কাশ্মীরে ।

আরও পড়ুন : কুপওয়াড়া থেকে ভোটে লড়ছেন প্রাক্তন জঙ্গির পাকিস্তানি স্ত্রী

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.