দিল্লি, 3 অগাস্ট : মালদ্বীপের প্রাক্তন উপরাষ্ট্রপতি আহমেদ আদিব আবদুল গফুরকে দেশে ফেরাল ভারত । বৈধ নথিপত্র ছাড়া সমুদ্রপথে ভারতে এসে আশ্রয় নেওয়ার সময় গত 1 অগাস্ট তামিলনাড়ু পুলিশের হাতে আটক হয়েছিলেন গফুর ।
তামিলনাড়ু পুলিশ সূত্রে খবর, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তামিলনাড়ুর তুতিকোরিন থেকে মালদ্বীপের প্রাক্তন ভাইস প্রেসিডেন্টকে আটক করা হয় ৷ ভারতে ঢোকার জন্য ভার্গো-9 নামে একটি মালবাহী জাহাজের সাহায্য নেন গফুর । তাতে চেপেই তুতিকোরিন পৌঁছানোর পর আটক হন ৷
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এ প্রসঙ্গে বলেন, "জলপথে ভারতে আসতে নির্দিষ্ট প্রবেশপথ ব্যবহার করতে হয় ৷ কিন্তু গফুর সেই পথ দিয়ে আসেননি ৷ এ ছাড়াও তার কাছে বৈধ কাগজপত্রও ছিল না ৷ গফুরকে তাই আটক করা হয়েছিল ৷ যদিও আটক করার পরই সেদেশের পুলিশ বিবৃতি দিয়ে জানিয়েছিল দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে ৷ এরপর আজ গফুরকে মালদ্বীপে পাঠানো হয় ৷
2015 সালে মালদ্বীপের কনিষ্ঠতম উপরাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হন গফুর । একাধিক দুর্নীতি তো বটেই, মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামেন আবদুল গায়ুমকে খুনের মামলাতেও আহমেদ আদিব গাফুরকে 15 বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত । যদিও সেই রায় স্থগিত করে নিম্ন আদালতে নতুন করে শুনানি শুরু করার নির্দেশ দেয় সেদেশের হাইকোর্ট । গত বছর মে মাসে জেল থেকে ছাড়া পান তিনি ৷