ETV Bharat / bharat

কমিশনের সময়সীমার 2 ঘণ্টা পর ডিউটি জয়েন রাজীব কুমারের - commission

নির্দিষ্ট সময়ের দু'ঘণ্টা পর দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে ডিউটিতে জয়েন করলেন রাজীব কুমার । আজ সকাল দশটায় রিপোর্ট করার কথা থাকলেও তিনি দুপুর 12 টার পরে আসেন এবং দায়িত্ব বুঝে নিন

রাজীব
author img

By

Published : May 16, 2019, 8:38 PM IST

দিল্লি, 16 মে : কমিশনের বেঁধে দেওয়া সময়ের দু'ঘণ্টা পর দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে ডিউটিতে জয়েন করলেন রাজীব কুমার । আজ সকাল দশটায় রিপোর্ট করার কথা থাকলেও তিনি দুপুর 12 টার পরে আসেন এবং দায়িত্ব বুঝে নিয়ে বেরিয়ে যান ।

কলকাতা পুলিশ কমিশনার পদে তিন বছরের বেশি সময় ছিলেন রাজীব কুমার । তাই নির্বাচন ঘোষণার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয় । পাঠানো হয় CID-তে ।

কিন্তু, গতকাল বিজ্ঞপ্তি জারি করে তাঁকে CID-ADG পদ থেকে সরিয়ে দিয়ে পাঠনো হয় দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে । বলা হয়, আজ সকাল 10 টার মধ্যে তাঁকে দিল্লিতে রিপোর্ট করতে হবে । সেই মতো আজ দিল্লিতে ডিউটি জয়েন করেন রাজীব কুমার কিন্তু, দু'ঘণ্টা দেরিতে ।

দিল্লি, 16 মে : কমিশনের বেঁধে দেওয়া সময়ের দু'ঘণ্টা পর দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকে ডিউটিতে জয়েন করলেন রাজীব কুমার । আজ সকাল দশটায় রিপোর্ট করার কথা থাকলেও তিনি দুপুর 12 টার পরে আসেন এবং দায়িত্ব বুঝে নিয়ে বেরিয়ে যান ।

কলকাতা পুলিশ কমিশনার পদে তিন বছরের বেশি সময় ছিলেন রাজীব কুমার । তাই নির্বাচন ঘোষণার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হয় । পাঠানো হয় CID-তে ।

কিন্তু, গতকাল বিজ্ঞপ্তি জারি করে তাঁকে CID-ADG পদ থেকে সরিয়ে দিয়ে পাঠনো হয় দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকে । বলা হয়, আজ সকাল 10 টার মধ্যে তাঁকে দিল্লিতে রিপোর্ট করতে হবে । সেই মতো আজ দিল্লিতে ডিউটি জয়েন করেন রাজীব কুমার কিন্তু, দু'ঘণ্টা দেরিতে ।

New Delhi, May 16 (ANI): The United States declined to join a New-Zealand led initiative aimed at encouraging tech companies and countries to curb extremism online. The initiative was named after the New Zealand city where a deadly terrorist attack took place on May 15, the non-binding agreement 'Christchurch Call' has been signed by 18 leaders from around the globe, including British PM Theresa May and Canadian PM Justin Trudeau, reported The Washington Post. White House in a statement said, "While the United States is not currently in a position to join the endorsement, we continue to support the overall goals reflected in the call. We will continue to engage governments, industry and civil society to counter terrorist content on the internet." The statement cited freedom of expression and freedom of the press as reasons to not join the agreement. 'Christchurch Call' was announced on Wednesday in Paris at a meeting of digital leaders of G7 nations, two months after the mass shooting on two mosques in Christchurch that left 51 people dead and about as many wounded. Notably, social media giant Facebook has signed on to the agreement and also introduced new rules for its live streaming feature. The company has also announced that it will invest USD 7.5 million in a research partnership with universities that would study ways to improve the existing image and video analysis technology. The summit was co-organised by New Zealand Prime Minister Jacinda Ardern and French President Emmanuel Macron.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.