ETV Bharat / bharat

আজ কী কী হল অযোধ্যায়, দেখে নিন একনজরে - নরেন্দ্র মোদি

বেলা প্রায় সাড়ে এগারোটায় অযোধ্যায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী । 29 বছর পর অযোধ্যার মাটিতে পা রাখেন তিনি ।

Ram Mandir Bhoomi Pujan
রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর
author img

By

Published : Aug 5, 2020, 4:52 PM IST

স্থাপিত হল রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রুপোর ইট দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি । অবসান হল প্রায় পাঁচশো বছরের পুরানো সংগ্রামের । অযোধ্যায় সরযূ নদীর ধারে শুরু হল এক নতুন অধ্যায়ের । প্রধানমন্ত্রীর কথায়, "স্বর্ণযুগ" । নরেন্দ্র মোদি ছাড়াও আজকের ভূমিপুজোর অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RSS সুপ্রিমো মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ।

কেমন ছিল আজ সারাদিনের ছবি ?

  • সবে সকাল হয়েছে । ঘড়িতে তখন 6 টা । দু'দিন আগে থেকেই সাজো সাজো রব ছিল অযোধ্যায় । আজ সকালে যেন তা সবকিছুকে ছাপিয়ে গেল । সেজে উঠেছিল সরযূর ঘাট । চারিদিকে গেরুয়া রঙ । রাম মন্দিরের ভূমিপুজোর উচ্ছাসে মাতোয়ারা অযোধ্যা ।
  • 29 বছর পর আজ অযোধ্যায় নরেন্দ্র মোদি । তাঁকে স্বাগত জানাতে সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিল "রামনগরী" অযোধ্যা । চারিদিক মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার বলয়ে । মন্দির চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা । ঘড়িতে তখনও সকাল 9 টা বাজতে কিছু সময় বাকি । হনুমানগড়ি মন্দির স্যানিটাইজ়েশনের কাজ প্রায় শেষ পর্যায়ে ।
  • ভারতের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই শুরু হয়ে গেছিল শ্রী রামের অনুগামীদের উচ্ছাস । সেই উচ্ছাসে সামিল প্রবাসীরাও । সময় তখন প্রায় 9 টা বেজে 15 মিনিট । প্রবাস থেকে ছবি সামনে আসতে শুরু করে । রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান উদযাপন করতে অ্যামেরিকার ওয়াশিংটন DC-র ক্যাপিটাল হিলের বাইরে জমায়েত ভারতীয় প্রবাসীদের ।
  • সকাল 9 টা 36 মিনিট । অযোধ্যার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
  • রাজনীতির রঙ ভুলে অযোধ্যার ঐতিহাসিক মুহূর্তে সামিল সব মহল । টুইট করেন কপিল সিবাল । লেখেন, " এটা বিশ্বাসের জায়গা । ইতিহাসে কিছু মুহূর্তের বীজ রোপিত হয় ।"
  • টুইট করেন BJP নেতা উমা ভারতীও । অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি টুইটারে নিশ্চিত করেন তিনি ।
  • সকাল তখন প্রায় সাড়ে দশটা । অযোধ্যায় পৌঁছান উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ , রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল , BJP-র সর্বভারতীয় সহ সভাপতি উমা ভারতী ।
    অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • টুইট করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । লেখেন, "জাতির জন্য এ এক স্মরণীয় দিন । একটি প্রতিশ্রুতি পূরণ করা হল । এক ঐতিহ্যের পুনরুদ্ধার হল ।"
  • অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে টুইট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । লেখেন, "হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, একে অপরের ভাই-ভাই ! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান ! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখব ।"
  • টুইট করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা, "গোরুর রঙ যাই হোক না কেন, দুধ সবসময় সাদা থাকে । ধর্মের নাম যাই হোক না কেন, সারমর্ম সর্বদা একই ।"
  • ঘড়ির কাঁটায় এগারোটা বেজে গেছে তখন । ভূমিপুজো উপলক্ষে অযোধ্যায় এসে পৌঁছালেন RSS প্রধান মোহন ভাগবত ।
  • এরপর বেলা প্রায় সাড়ে এগারোটা । 29 বছর পর অযোধ্যার মাটিতে পা রাখেন নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । বেলা 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভক্ষণ । তার আগে হনুমানগড়ি মন্দিরের যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে আয়োজকদের তরফে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় পাগড়ি ও রুপোর মুকুট ।
  • হনুমানগড়ি মন্দিরে প্রধানমন্ত্রীকে পাগড়ি ও রুপোর মুকুট পরিয়ে স্বাগত জানান প্রধান পুরোহিত গদ্দিনসিন প্রেমদাস মহারাজ । হনুমানগড়ি মন্দিরে আরতি করেন প্রধানমন্ত্রী ।
  • রামলালাকে সাষ্ঠাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর । ভূমিপুজোর আগে পারিজাত চারা লাগান তিনি ।
  • দুপুর 12 টা 7 মিনিট । ভূমিপুজোর অনুষ্ঠানে পৌঁছান প্রধানমন্ত্রী । নির্ধারিত সময়েই শুরু হয় ভূমিপুজো । ছিলেন মোহন ভাগবত, আনন্দীবেন প্যাটেল ও যোগী আদিত্যনাথও । ভূমিপুজোর শুরুতেই গনেশ পুজো করেন প্রধানমন্ত্রী ।
  • দুপুর 12 টা 28 মিনিটে ভূমিপুজো করেন নরেন্দ্র মোদি । পুষ্পাঞ্জলিও করেন ।
  • দুপুর 12 টা 49 মিনিট । ভিত্তিপ্রস্তর স্থাপন হয় রাম মন্দিরের । এরপর 12টা 51 মিনিটে ভূমিপুজোর অনুষ্ঠান শেষ হয় ।
  • "রাম মন্দিরের এই স্বপ্ন বাস্তবায়িত করতে কয়েক প্রজন্ম পেরিয়ে গেছে । দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে ।" ভূমিপুজোর শেষে বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
    Ram Mandir Bhoomi Pujan
    বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
  • টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ । লেখেন, "রাম মন্দির ভারতের সামাজিক সম্প্রীতির চেতনার পরিচয় বহন করে ।"
  • "আমাকে শুরুতেই বলা হয়েছিল, এই লড়াই শেষ হতে 20-30 বছর সময় লেগে যাবে । অনেকে নিজেদের স্বার্থত্যাগ করেছেন । তাঁরা আজ সশরীরে এখানে উপস্থিত থাকতে পারছেন না ।" বলেন মোহন ভাগবত । রাম মন্দিরের স্বপ্ন স্বার্থক করার জন্য লালকৃষ্ণ আদবানির অবদানের কথাও স্মরণ করিয়ে দেন তিনি ।
  • দুপুর তখন 1 টা 38 মিনিট । নিজের বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী । বলেন, "বহু দিনের প্রতীক্ষা শেষ । এত দিন তাঁবুতে মাথা গুঁজে ছিলেন রামলালা । এ বার তাঁর জন্য সুবিশাল মন্দির নির্মিত হবে । বহু শতক ধরে যে ভাঙা-গড়ার খেলা চলে আসছে, আজ রামজন্মভূমি তা থেকে মুক্ত হল। সরযূ নদীর তীরে সূচনা হল স্বর্ণযুগের ।"
    ভূমিপুজোর অনুষ্ঠানে নরেন্দ্র মোদি
  • "সারা দেশ স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল । মন্দিরের জন্যও অনেকে বলিদান দিয়েছে । এত দিনে তাঁকে অপেক্ষা শেষ হল । 15 অগাস্ট যেমন স্বাধীনতার প্রতীক। আজকের দিনটি তেমনই ত্যাগ, সঙ্কল্প ও সংঘর্ষের প্রতীক ।" অনুষ্ঠানমঞ্চ থেকে বলেন প্রধানমন্ত্রী ।

স্থাপিত হল রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রুপোর ইট দিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি । অবসান হল প্রায় পাঁচশো বছরের পুরানো সংগ্রামের । অযোধ্যায় সরযূ নদীর ধারে শুরু হল এক নতুন অধ্যায়ের । প্রধানমন্ত্রীর কথায়, "স্বর্ণযুগ" । নরেন্দ্র মোদি ছাড়াও আজকের ভূমিপুজোর অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RSS সুপ্রিমো মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ।

কেমন ছিল আজ সারাদিনের ছবি ?

  • সবে সকাল হয়েছে । ঘড়িতে তখন 6 টা । দু'দিন আগে থেকেই সাজো সাজো রব ছিল অযোধ্যায় । আজ সকালে যেন তা সবকিছুকে ছাপিয়ে গেল । সেজে উঠেছিল সরযূর ঘাট । চারিদিকে গেরুয়া রঙ । রাম মন্দিরের ভূমিপুজোর উচ্ছাসে মাতোয়ারা অযোধ্যা ।
  • 29 বছর পর আজ অযোধ্যায় নরেন্দ্র মোদি । তাঁকে স্বাগত জানাতে সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিল "রামনগরী" অযোধ্যা । চারিদিক মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তার বলয়ে । মন্দির চত্বরে নিশ্ছিদ্র নিরাপত্তা । ঘড়িতে তখনও সকাল 9 টা বাজতে কিছু সময় বাকি । হনুমানগড়ি মন্দির স্যানিটাইজ়েশনের কাজ প্রায় শেষ পর্যায়ে ।
  • ভারতের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই শুরু হয়ে গেছিল শ্রী রামের অনুগামীদের উচ্ছাস । সেই উচ্ছাসে সামিল প্রবাসীরাও । সময় তখন প্রায় 9 টা বেজে 15 মিনিট । প্রবাস থেকে ছবি সামনে আসতে শুরু করে । রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান উদযাপন করতে অ্যামেরিকার ওয়াশিংটন DC-র ক্যাপিটাল হিলের বাইরে জমায়েত ভারতীয় প্রবাসীদের ।
  • সকাল 9 টা 36 মিনিট । অযোধ্যার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।
  • রাজনীতির রঙ ভুলে অযোধ্যার ঐতিহাসিক মুহূর্তে সামিল সব মহল । টুইট করেন কপিল সিবাল । লেখেন, " এটা বিশ্বাসের জায়গা । ইতিহাসে কিছু মুহূর্তের বীজ রোপিত হয় ।"
  • টুইট করেন BJP নেতা উমা ভারতীও । অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি টুইটারে নিশ্চিত করেন তিনি ।
  • সকাল তখন প্রায় সাড়ে দশটা । অযোধ্যায় পৌঁছান উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ , রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল , BJP-র সর্বভারতীয় সহ সভাপতি উমা ভারতী ।
    অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • টুইট করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । লেখেন, "জাতির জন্য এ এক স্মরণীয় দিন । একটি প্রতিশ্রুতি পূরণ করা হল । এক ঐতিহ্যের পুনরুদ্ধার হল ।"
  • অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান শুরু হওয়ার আগে টুইট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । লেখেন, "হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, একে অপরের ভাই-ভাই ! আমার ভারত মহান, মহান আমার হিন্দুস্তান ! আমাদের দেশ তার চিরায়ত বৈচিত্রের মধ্যে ঐক্যের ঐতিহ্যকে বহন করে চলেছে, এবং আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঐক্যবদ্ধভাবে এই ঐতিহ্যকে সংরক্ষিত রাখব ।"
  • টুইট করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা, "গোরুর রঙ যাই হোক না কেন, দুধ সবসময় সাদা থাকে । ধর্মের নাম যাই হোক না কেন, সারমর্ম সর্বদা একই ।"
  • ঘড়ির কাঁটায় এগারোটা বেজে গেছে তখন । ভূমিপুজো উপলক্ষে অযোধ্যায় এসে পৌঁছালেন RSS প্রধান মোহন ভাগবত ।
  • এরপর বেলা প্রায় সাড়ে এগারোটা । 29 বছর পর অযোধ্যার মাটিতে পা রাখেন নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । বেলা 12 টা বেজে 15 মিনিট 15 সেকেন্ডে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভক্ষণ । তার আগে হনুমানগড়ি মন্দিরের যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেখানে আয়োজকদের তরফে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় পাগড়ি ও রুপোর মুকুট ।
  • হনুমানগড়ি মন্দিরে প্রধানমন্ত্রীকে পাগড়ি ও রুপোর মুকুট পরিয়ে স্বাগত জানান প্রধান পুরোহিত গদ্দিনসিন প্রেমদাস মহারাজ । হনুমানগড়ি মন্দিরে আরতি করেন প্রধানমন্ত্রী ।
  • রামলালাকে সাষ্ঠাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর । ভূমিপুজোর আগে পারিজাত চারা লাগান তিনি ।
  • দুপুর 12 টা 7 মিনিট । ভূমিপুজোর অনুষ্ঠানে পৌঁছান প্রধানমন্ত্রী । নির্ধারিত সময়েই শুরু হয় ভূমিপুজো । ছিলেন মোহন ভাগবত, আনন্দীবেন প্যাটেল ও যোগী আদিত্যনাথও । ভূমিপুজোর শুরুতেই গনেশ পুজো করেন প্রধানমন্ত্রী ।
  • দুপুর 12 টা 28 মিনিটে ভূমিপুজো করেন নরেন্দ্র মোদি । পুষ্পাঞ্জলিও করেন ।
  • দুপুর 12 টা 49 মিনিট । ভিত্তিপ্রস্তর স্থাপন হয় রাম মন্দিরের । এরপর 12টা 51 মিনিটে ভূমিপুজোর অনুষ্ঠান শেষ হয় ।
  • "রাম মন্দিরের এই স্বপ্ন বাস্তবায়িত করতে কয়েক প্রজন্ম পেরিয়ে গেছে । দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে ।" ভূমিপুজোর শেষে বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
    Ram Mandir Bhoomi Pujan
    বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী
  • টুইট করেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ । লেখেন, "রাম মন্দির ভারতের সামাজিক সম্প্রীতির চেতনার পরিচয় বহন করে ।"
  • "আমাকে শুরুতেই বলা হয়েছিল, এই লড়াই শেষ হতে 20-30 বছর সময় লেগে যাবে । অনেকে নিজেদের স্বার্থত্যাগ করেছেন । তাঁরা আজ সশরীরে এখানে উপস্থিত থাকতে পারছেন না ।" বলেন মোহন ভাগবত । রাম মন্দিরের স্বপ্ন স্বার্থক করার জন্য লালকৃষ্ণ আদবানির অবদানের কথাও স্মরণ করিয়ে দেন তিনি ।
  • দুপুর তখন 1 টা 38 মিনিট । নিজের বক্তব্য রাখতে শুরু করেন প্রধানমন্ত্রী । বলেন, "বহু দিনের প্রতীক্ষা শেষ । এত দিন তাঁবুতে মাথা গুঁজে ছিলেন রামলালা । এ বার তাঁর জন্য সুবিশাল মন্দির নির্মিত হবে । বহু শতক ধরে যে ভাঙা-গড়ার খেলা চলে আসছে, আজ রামজন্মভূমি তা থেকে মুক্ত হল। সরযূ নদীর তীরে সূচনা হল স্বর্ণযুগের ।"
    ভূমিপুজোর অনুষ্ঠানে নরেন্দ্র মোদি
  • "সারা দেশ স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল । মন্দিরের জন্যও অনেকে বলিদান দিয়েছে । এত দিনে তাঁকে অপেক্ষা শেষ হল । 15 অগাস্ট যেমন স্বাধীনতার প্রতীক। আজকের দিনটি তেমনই ত্যাগ, সঙ্কল্প ও সংঘর্ষের প্রতীক ।" অনুষ্ঠানমঞ্চ থেকে বলেন প্রধানমন্ত্রী ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.