সিকিম, 19 জুন : বৃষ্টির জেরে সিকিমে এখনও আটকে প্রায় 300-র বেশি পর্যটক । আজও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল সিকিম কেন্দ্রীয় আবহাওয়া অফিস । বিগত কয়েকদিনে ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম সহ রাজ্যের তিস্তা নদীর পার্শ্ববর্তী এলাকা ।
কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টির জেরে ধস নামে জেমু সহ বেশ কিছু এলাকায় । এর জেরে বন্ধ হয়ে যায় কিছু রাস্তা । ফলে জেমু, লাচেন, লাচুঙে আটকে পড়েন প্রায় 300-র বেশি পর্যটক । তাঁদের উদ্ধার করে গ্যাংটকে নামিয়ে আনার কথা থাকলেও সিকিমের রাস্তায় বারবার ধস নামার ফলে এখনও তা সম্ভব হয়নি । এপ্রসঙ্গে সিকিম প্রশাসনের কর্তারা জানান, বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা । মেরামতির পরও বারবার ধস নামায় বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা । কোথাও আবার রাস্তা বসে গেছে । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের নামিয়ে আনা যাবে না বলে জানিয়েছে সিকিম প্রশাসন । তবে, পর্যটকরা নিরাপদেই আছেন বলে জানিয়েছে তারা ।
পর্যটন সংস্থাগুলির তরফে সম্রাট সান্যাল বলেন, "আমরাও পর্যটকদের সঙ্গে যোগাযোগ রাখছি । সিকিম প্রশাসনের তরফে এবিষয়ে তথ্য আদানপ্রদান করা হচ্ছে । তারা জানিয়েছে, পর্যটকদের নিরাপদে নামিয়ে আনার কাজকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।"
সিকিম প্রশাসনের এক অধিকর্তা জানান, কিছু এলাকায় ক্রমাগত ধস নামছে । এই পরিস্থিতিতে পর্যটকদের নামিয়ে আনা বিপজ্জনক । বিদ্যুৎহীন হয়ে রয়েছে কিছু এলাকা । কন্ট্রোল রুম খোলা হয়েছে । দুর্গম এলাকায় ত্রাণ পাঠানো হয়েছে ।
সিকিম কেন্দ্রীয় আবহাওয়া অফিসের তরফে গোপীনাথ রাহা জানান, আজ ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । তবে, আগামীকাল বৃষ্টি কমতে পারে ।
এদিকে, চুংথাং জলাধার এলাকায় গত দু'দিনে বৃষ্টির জেরে তিস্তায় 600 কিউসেক জল ছাড়া হয়েছে । এর জেরে সমতলের কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে ।