ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা

গতকাল অজিত ডোভালের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণের পর আজ জম্মু ও কাশ্মীর সফরে গেলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা ।

ইউরোপীয় সাংসদ
author img

By

Published : Oct 29, 2019, 11:29 AM IST

Updated : Oct 29, 2019, 1:16 PM IST

শ্রীনগর, 29 অক্টোবর : জম্মু ও কাশ্মীর সফরে ইউরোপীয় ইউনিয়নের 28 জন প্রতিনিধি ৷ গতকাল জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের আয়োজিত মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন তাঁরা ৷ এছাড়াও ছিলেন জম্মু ও কাশ্মীরের তিনজন প্রবীণ নেতা ৷ ডোভাল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেখানকার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তাঁরা ৷

সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত তিনজন কাশ্মীরি নেতার মধ্যে রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মুজ়াফফর বেগ, মেহবুবা মুফতির পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টির একজন নেতা ও PDP-র প্রাক্তন সদস্য আলতাফ বুখারি ৷ কংগ্রেসের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উসমান মজিদ ৷ উপত্যকার নয়া মুখ হিসেবে তাঁদের তুলে আনা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল

কাশ্মীরে দীর্ঘকালীন নিষেধাজ্ঞার জন্য বর্তমানে গৃহবন্দী থাকা তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে একজন মেহবুবা মুফতি ৷ কয়েক সপ্তাহ আগে প্রত্যাহার করা হলেও এখনও প্রায় 250 জন নেতা গৃহবন্দী বা আটক অবস্থায় রয়েছেন ৷

গত মাসে, ইউরোপীয় সাংসদরা জম্মু ও কাশ্মীর নিয়ে আলোচনা করেছিলেন ৷ কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্রের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছিলেন তাঁরা ৷

  • Fruitful interactions with MPs from the European Parliament. We exchanged views on boosting India-EU ties, the need to come together to fight terrorism and other issues. I spoke about steps being taken by the Government of India to boost ‘Ease of Living.’ https://t.co/7YYocW3AQN pic.twitter.com/9y1ObOvL9e

    — Narendra Modi (@narendramodi) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যেখানে বিরোধী নেতাদের যেতে দেওয়া হয়নি, সেখানে ইউরোপীয় সাংসদদের জম্মু ও কাশ্মীর সফর করার অনুমতি দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ৷ চলতি বছরের অগাস্টের শেষদিকে, রাহুল গান্ধি ও অন্যান্য বিরোধী নেতারা জম্মু ও কাশ্মীর সফরের চেষ্টা করলে তাঁদের শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় ৷

এই বৈষম্যকে নির্দেশ করে রাহুল গান্ধি টুইট করেন, 'ইউরোপীয় সাংসদরা জম্মু ও কাশ্মীর সফরের জন্য অনুমতি পেয়ে যান ৷ কিন্তু ভারতীয় সাংসদদের উপর জারি করা হয় নিষেধাজ্ঞা ৷ তাঁরা এই সফরে যাওয়ার অনুমতি পান না ৷'

  • MPs from Europe are welcome to go on a guided tour of Jammu & #Kashmir while Indian MPs are banned & denied entry.

    There is something very wrong with that.https://t.co/rz0jffrMhJ

    — Rahul Gandhi (@RahulGandhi) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসের সাংসদ শশী থারুর আগে টুইট করেছিলেন, '370 ধারা নিয়ে লোকসভায় বিতর্ক চলাকালীন আমি অনুরোধ করেছিলাম ৷ সাংসদদের সর্বদলীয় প্রতিনিধি দল সেখানকার পরিস্থিতি দেখার জন্য সফরের অনুরোধ জানিয়েছিলাম ৷ তা এখনও গৃহীত হয়নি ৷ কিন্তু ইউরোপীয় সংসদের সদস্যরা আমাদের সরকারের অতিথি হয়ে ভ্রমণ করতে পারেন ?'

  • My request, made during the LokSabha debate on Article 370, for an All-Party delegation of MPs to visit to see the situation for themselves, has still not been accepted. But members of the EuropeanParliament can travel as our Government's guests? What an #InsultToIndianDemocracy! https://t.co/uGwn9Op6y0

    — Shashi Tharoor (@ShashiTharoor) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শ্রীনগর, 29 অক্টোবর : জম্মু ও কাশ্মীর সফরে ইউরোপীয় ইউনিয়নের 28 জন প্রতিনিধি ৷ গতকাল জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের আয়োজিত মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন তাঁরা ৷ এছাড়াও ছিলেন জম্মু ও কাশ্মীরের তিনজন প্রবীণ নেতা ৷ ডোভাল ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেখানকার পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তাঁরা ৷

সূত্রের খবর, অনুষ্ঠানে উপস্থিত তিনজন কাশ্মীরি নেতার মধ্যে রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মুজ়াফফর বেগ, মেহবুবা মুফতির পিপলস্ ডেমোক্র্যাটিক পার্টির একজন নেতা ও PDP-র প্রাক্তন সদস্য আলতাফ বুখারি ৷ কংগ্রেসের তরফে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উসমান মজিদ ৷ উপত্যকার নয়া মুখ হিসেবে তাঁদের তুলে আনা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল

কাশ্মীরে দীর্ঘকালীন নিষেধাজ্ঞার জন্য বর্তমানে গৃহবন্দী থাকা তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মধ্যে একজন মেহবুবা মুফতি ৷ কয়েক সপ্তাহ আগে প্রত্যাহার করা হলেও এখনও প্রায় 250 জন নেতা গৃহবন্দী বা আটক অবস্থায় রয়েছেন ৷

গত মাসে, ইউরোপীয় সাংসদরা জম্মু ও কাশ্মীর নিয়ে আলোচনা করেছিলেন ৷ কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্রের প্রচেষ্টাকে সমর্থন জানিয়েছিলেন তাঁরা ৷

  • Fruitful interactions with MPs from the European Parliament. We exchanged views on boosting India-EU ties, the need to come together to fight terrorism and other issues. I spoke about steps being taken by the Government of India to boost ‘Ease of Living.’ https://t.co/7YYocW3AQN pic.twitter.com/9y1ObOvL9e

    — Narendra Modi (@narendramodi) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যেখানে বিরোধী নেতাদের যেতে দেওয়া হয়নি, সেখানে ইউরোপীয় সাংসদদের জম্মু ও কাশ্মীর সফর করার অনুমতি দেওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ৷ চলতি বছরের অগাস্টের শেষদিকে, রাহুল গান্ধি ও অন্যান্য বিরোধী নেতারা জম্মু ও কাশ্মীর সফরের চেষ্টা করলে তাঁদের শ্রীনগর বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় ৷

এই বৈষম্যকে নির্দেশ করে রাহুল গান্ধি টুইট করেন, 'ইউরোপীয় সাংসদরা জম্মু ও কাশ্মীর সফরের জন্য অনুমতি পেয়ে যান ৷ কিন্তু ভারতীয় সাংসদদের উপর জারি করা হয় নিষেধাজ্ঞা ৷ তাঁরা এই সফরে যাওয়ার অনুমতি পান না ৷'

  • MPs from Europe are welcome to go on a guided tour of Jammu & #Kashmir while Indian MPs are banned & denied entry.

    There is something very wrong with that.https://t.co/rz0jffrMhJ

    — Rahul Gandhi (@RahulGandhi) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কংগ্রেসের সাংসদ শশী থারুর আগে টুইট করেছিলেন, '370 ধারা নিয়ে লোকসভায় বিতর্ক চলাকালীন আমি অনুরোধ করেছিলাম ৷ সাংসদদের সর্বদলীয় প্রতিনিধি দল সেখানকার পরিস্থিতি দেখার জন্য সফরের অনুরোধ জানিয়েছিলাম ৷ তা এখনও গৃহীত হয়নি ৷ কিন্তু ইউরোপীয় সংসদের সদস্যরা আমাদের সরকারের অতিথি হয়ে ভ্রমণ করতে পারেন ?'

  • My request, made during the LokSabha debate on Article 370, for an All-Party delegation of MPs to visit to see the situation for themselves, has still not been accepted. But members of the EuropeanParliament can travel as our Government's guests? What an #InsultToIndianDemocracy! https://t.co/uGwn9Op6y0

    — Shashi Tharoor (@ShashiTharoor) October 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Dibrugarh (Assam), Oct 29 (ANI): A Durga Idol became a center of attraction for visitors in Assam's Dibrugarh. The Durga Idol was prepared with several kinds of flexible wires. It took 15 days to prepare the idol of Goddess Durga. Different coloured wires were used in order to prepare the idol. The idol is placed at Santipara Kalibadi Committee in Barbaruah Purnananda Ward of Dibrugarh.

Last Updated : Oct 29, 2019, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.