ETV Bharat / bharat

সন্ত্রাসবাদ দমনে ব্যবস্থা নিক পাকিস্তান, বললেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত - দিল্লি

পাকিস্তানের মাটি থেকে নিয়ন্ত্রিত সন্ত্রাসবাদ দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিক ইসলামাবাদ ৷ আজ দিল্লিতে এক সাংবাদিক বৈঠক থেকে এমনই বার্তা দিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উগো অস্তুতো ৷ দিল্লির তরফে এর আগেও একাধিকবার ইসলামাবাদকে জঙ্গিদমন নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে ৷ কিন্তু তাতে কোনও ফল হয়নি ৷ বরং 26/11-র মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী হাফিজ় সইদ, জ়াকিউর রহমান লকভি এবং সুফায়ন জ়াফরের মতো জঙ্গি নেতাদের দিনের পর দিন আড়াল করে আসছে পাকিস্তান ৷

india pakistan
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত
author img

By

Published : Dec 10, 2019, 6:03 PM IST

দিল্লি, 10 ডিসেম্বর : পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে জঙ্গিরা ৷ বারবার এই অভিযোগ করে আসছে ভারত ৷ এবার এই নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উগো অস্তুতো ৷ আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে যথাযথ ব্যবস্থা নিক পাকিস্তান ৷

রাজধানীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আজ তিনি বলেন, " নিজেদের দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপের বাড়বাড়ন্ত রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে পাকিস্তানকে ৷ "

দিল্লির তরফে এর আগেও একাধিকবার ইসলামাবাদকে জঙ্গিদমন নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে ৷ কিন্তু তাতে কোনও ফল হয়নি ৷ বরং 26/11-র মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী হাফিজ় সইদ, জ়াকিউর রহমান লকভি এবং সুফায়ন জ়াফরের মতো জঙ্গি নেতাদের দিনের পর দিন আড়াল করে আসছে পাকিস্তান ৷

আরও পড়ুন : ভারতীয় সেনার বিরুদ্ধে লড়তে কাশ্মীরিদের প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান : মুশারফ

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হয় জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর ৷ সেই সময়েও ইউরোপীয় ইউনিয়নের তরফে বলা হয়েছিল, দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে সেই সমস্যার সমাধান করতে ৷ যদিও দিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনও রাষ্ট্রের মতামত গ্রহণ করা হবে না ৷ আজ এই বিষয়েও ফের মুখ খোলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ৷ তিনি বলেন, " কাশ্মীর ইশুতে আমরা এখনও আগের অবস্থানেই রয়েছি ৷ একমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়েই কাশ্মীর ইশুর সমাধান সম্ভব ৷ আমরা শুরু থেকেই এই অবস্থানে অটল রয়েছি ৷"

দিল্লি, 10 ডিসেম্বর : পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাচ্ছে জঙ্গিরা ৷ বারবার এই অভিযোগ করে আসছে ভারত ৷ এবার এই নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উগো অস্তুতো ৷ আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে যথাযথ ব্যবস্থা নিক পাকিস্তান ৷

রাজধানীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আজ তিনি বলেন, " নিজেদের দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপের বাড়বাড়ন্ত রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে পাকিস্তানকে ৷ "

দিল্লির তরফে এর আগেও একাধিকবার ইসলামাবাদকে জঙ্গিদমন নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে ৷ কিন্তু তাতে কোনও ফল হয়নি ৷ বরং 26/11-র মুম্বই হামলার অন্যতম ষড়যন্ত্রী হাফিজ় সইদ, জ়াকিউর রহমান লকভি এবং সুফায়ন জ়াফরের মতো জঙ্গি নেতাদের দিনের পর দিন আড়াল করে আসছে পাকিস্তান ৷

আরও পড়ুন : ভারতীয় সেনার বিরুদ্ধে লড়তে কাশ্মীরিদের প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান : মুশারফ

দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হয় জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর ৷ সেই সময়েও ইউরোপীয় ইউনিয়নের তরফে বলা হয়েছিল, দ্বিপাক্ষিক আলোচনার মধ্যে দিয়ে সেই সমস্যার সমাধান করতে ৷ যদিও দিল্লির তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, দেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনও রাষ্ট্রের মতামত গ্রহণ করা হবে না ৷ আজ এই বিষয়েও ফের মুখ খোলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ৷ তিনি বলেন, " কাশ্মীর ইশুতে আমরা এখনও আগের অবস্থানেই রয়েছি ৷ একমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়েই কাশ্মীর ইশুর সমাধান সম্ভব ৷ আমরা শুরু থেকেই এই অবস্থানে অটল রয়েছি ৷"

New Delhi, Dec 10 (ANI): Equity indices languished in the negative terrain during early hours on Dec 10 as investors awaited the outcome of new European Central Bank (ECB) boss Christine Lagarde's first policy meeting later this week. At 10:15 am, the BSE S and P Sensex was down by 11 points to 40,476 while the Nifty 50 edged lower by 6 points. Equity indices flat in early trading, IT stocks take a beating Asian equity markets points at 11,931. Most sectoral indices at the National Stock Exchange were in the red with Nifty IT down by 0.9 per cent. Among stocks, Tata Consultancy Services slipped by 1.3 per cent to Rs 2,033 per share.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.