জয়পুর, 27 মার্চ : কোরোনা ভাইরাসের মোকাবিলায় দেশে 21 দিনের লকডাউন শুরু হয়েছে ৷ রেল থেকে শুরু করে বাস, বিমান, নৌ সমস্ত পরিবাণ পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷ শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন রাস্তায় দেখা যাচ্ছে ৷ এরমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের হেঁটে নিজেদের বাড়ি ফিরতে হচ্ছে ৷ প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিয়ে শ্রমিকরা রাস্তায় বেরিয়ে পড়েছেন এমন চিত্র গত দু’দিন ধরে দেখা যাচ্ছে ৷
আজ ইটিভি ভারতের জয়পুরের প্রতিনিধি রাস্তায় বের হন এর সত্যতা বিচারের জন্য ৷ লক ডাউনের মধ্যেই ইটিভি ভারতের প্রতিনিধি যখন দেখেন যে, দু’টি ট্রাকে করে 150 জনের বেশি শ্রমিক যাচ্ছেন ৷ সেই ট্রাককে আটকান ইটিভি ভারতের প্রতিনিধি ৷ জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ওই ট্রাক দু’টি গুজরাত থেকে আগ্রা যাচ্ছিল ৷ 150 জনের মধ্যে ভরতপুর, ধৌলপুর, আগ্রা ও মথুরার শ্রমিক ছিলেন ৷ তাঁরা জানান, বুধবার থেকে খাবার ও জল পাননি তাঁরা ৷ এরপরই ইটিভি ভারতের প্রতিনিধি ওই শ্রমিকদের জন্য প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করেন ৷
রাজস্থানের বহু শ্রমিক বিভিন্ন রাজ্যে আটকে রয়েছেন ৷ লক ডাউনের জেরে তাঁদের খাবারে টান পড়েছে ৷ ফলে প্রত্যেকেই চাইছেন বাড়ির দিকে পা বাড়াতে ৷ গুজরাত থেকে আগ্রা যাওয়ার শ্রমিক ভরতি ট্রাক দু’টির কথা জয়পুর পুলিশ ও প্রশাসনকে জানান ইটিভি ভারতের প্রতিনিধি ৷ ওই শ্রমিকদের জন্য দ্রুত খাবার ও জলের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছে প্রশাসন ৷