ETV Bharat / bharat

প্রভিডেন্ট ফান্ডে সুদ বেড়ে হল 8.65 শতাংশ, ঘোষণা কেন্দ্রের

প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল কেন্দ্র

author img

By

Published : Sep 17, 2019, 7:50 PM IST

প্রভিডেন্ট ফান্ডে সুদ বেড়ে হল 8.65 শতাংশ, ঘোষণা কেন্দ্রের

দিল্লি, 17 সেপ্টেম্বর : উৎসবের মরশুমে সুখবর ৷ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল কেন্দ্র ৷ এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশনের (EPFO) অধীনস্থ কর্মীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে ৷ 2018-2019 আর্থিক বছরে EPFO-এ জমা রাখা টাকার পরিমাণের উপর 8.65 শতাংশ হারে সুদ দেওয়ার কথা জানাল কেন্দ্র ৷ আজ এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙওয়ার ৷

EPFO-র অধীনে থাকা 6 কোটিরও বেশি কর্মী এই সুবিধা পাবেন ৷ লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে EPFO নীতি নির্ধারণ কমিটি 10 বেসিস পয়েন্ট বৃদ্ধির কথা বলেছিল ৷ শেষ তিন বছরের মধ্যে এটিই প্রথম বৃদ্ধি ৷ কারণ এর আগের অর্থবর্ষে সুদের হার গত পাঁচ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন ৷ 8.55 শতাংশ ৷

DFS এপ্রিলে প্রস্তাব রেখেছিল এই সংক্রান্ত ৷ কিন্তু সুদের হার বাড়াতে জরুরি ছিল কেন্দ্রের বিজ্ঞপ্তি ৷ সুদের হার বাড়ানোর পরবর্তী ধাপে EPFO 136 জন ফিল্ড অফিসারকে নির্দেশ দিয়েছে গ্রাহকের অ্যাকাউন্টে সুদের হার কার্যকর করে তাঁদের পাওনাগণ্ডা মিটিয়ে দিতে ৷

মঙ্গলবার একটি অনুষ্ঠানে এসে গাঙওয়ার বলেন, ''উৎসবের মরশুমেই সারা দেশের 6 কোটি EPFO উপভোক্তারা গত অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখা টাকার উপর 8.65 শতাংশ সুদ পাবেন ৷'' পরিবর্তিত হারে সুদ দিতে সরকারের অতিরিক্ত খরচ হবে 151.67 কোটি টাকা ৷

দিল্লি, 17 সেপ্টেম্বর : উৎসবের মরশুমে সুখবর ৷ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়াল কেন্দ্র ৷ এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশনের (EPFO) অধীনস্থ কর্মীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে ৷ 2018-2019 আর্থিক বছরে EPFO-এ জমা রাখা টাকার পরিমাণের উপর 8.65 শতাংশ হারে সুদ দেওয়ার কথা জানাল কেন্দ্র ৷ আজ এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙওয়ার ৷

EPFO-র অধীনে থাকা 6 কোটিরও বেশি কর্মী এই সুবিধা পাবেন ৷ লোকসভা নির্বাচনের আগে ফেব্রুয়ারিতে EPFO নীতি নির্ধারণ কমিটি 10 বেসিস পয়েন্ট বৃদ্ধির কথা বলেছিল ৷ শেষ তিন বছরের মধ্যে এটিই প্রথম বৃদ্ধি ৷ কারণ এর আগের অর্থবর্ষে সুদের হার গত পাঁচ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন ৷ 8.55 শতাংশ ৷

DFS এপ্রিলে প্রস্তাব রেখেছিল এই সংক্রান্ত ৷ কিন্তু সুদের হার বাড়াতে জরুরি ছিল কেন্দ্রের বিজ্ঞপ্তি ৷ সুদের হার বাড়ানোর পরবর্তী ধাপে EPFO 136 জন ফিল্ড অফিসারকে নির্দেশ দিয়েছে গ্রাহকের অ্যাকাউন্টে সুদের হার কার্যকর করে তাঁদের পাওনাগণ্ডা মিটিয়ে দিতে ৷

মঙ্গলবার একটি অনুষ্ঠানে এসে গাঙওয়ার বলেন, ''উৎসবের মরশুমেই সারা দেশের 6 কোটি EPFO উপভোক্তারা গত অর্থবর্ষে প্রভিডেন্ট ফান্ডে জমা রাখা টাকার উপর 8.65 শতাংশ সুদ পাবেন ৷'' পরিবর্তিত হারে সুদ দিতে সরকারের অতিরিক্ত খরচ হবে 151.67 কোটি টাকা ৷

Jaipur (Rajasthan), Sep 17 (ANI): While speaking to media in Jaipur on September 17, Rajasthan Chief Minister Ashok Gehlot spoke on Bahujan Samaj Party (BSP) Chief Mayawati's comment that 'Congress is deceitful and they broke six Members of the Legislative Assembly (MLAs) from BSP'. He said, "MLAs considered the situation in state and feelings of the people and that is why they joined us. We did not put any pressure on them," Gehlot added.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.