ETV Bharat / bharat

অল্পের জন্য রক্ষা পেয়েছে গোটা দল, আমরা আতঙ্কিত; টুইট তামিমের - newzeland

অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। বেরিয়ে টুইট তামিম ইকবাল ও মুশফিকর রহিমের।

তামিম ইকবাল
author img

By

Published : Mar 15, 2019, 11:24 AM IST

ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ : ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চালানোর ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা। গুলি চলার সময় মসজিদ সংলগ্ন এলাকাতেই ছিলেন তামিম ইকবালরা। তাঁরা গুলির আওয়াজ শুনে দৌড়ে বেরিয়ে আসেন।

এরপর একটি টুইট করেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। লেখেন, "একটুর জন্য প্রাণে বেঁচেছে গোটা দল। আমরা আতঙ্কিত।"টুইট করেন মুশফিকর রহিমও। তাঁর পোস্ট, "ঈশ্বর আজ আমাদের বাঁচিয়েছেন। আমরা সত্যিই খুব ভাগ্যবান। আর কখনও এইরকম ঘটনা দেখতে চাই না। আমাদের জন্য প্রার্থনা করুন।"

এক বাংলাদেশি সাংবাদিক একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে মসজিদ চত্বর ছেড়ে বেরিয়ে আসছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনার পর প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্দান তাঁর পরবর্তী অনুষ্ঠানগুলি বাতিল করেছেন। তিনি বলেন, "এটা নিউজ়িল্যান্ডবাসীর জন্য একটা কালো দিন। হিংসার ঘটনা ঘৃণ্য। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।"

ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ : ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চালানোর ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা। গুলি চলার সময় মসজিদ সংলগ্ন এলাকাতেই ছিলেন তামিম ইকবালরা। তাঁরা গুলির আওয়াজ শুনে দৌড়ে বেরিয়ে আসেন।

এরপর একটি টুইট করেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। লেখেন, "একটুর জন্য প্রাণে বেঁচেছে গোটা দল। আমরা আতঙ্কিত।"টুইট করেন মুশফিকর রহিমও। তাঁর পোস্ট, "ঈশ্বর আজ আমাদের বাঁচিয়েছেন। আমরা সত্যিই খুব ভাগ্যবান। আর কখনও এইরকম ঘটনা দেখতে চাই না। আমাদের জন্য প্রার্থনা করুন।"

এক বাংলাদেশি সাংবাদিক একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে মসজিদ চত্বর ছেড়ে বেরিয়ে আসছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার বিকেলে এই গুলি চালানোর ঘটনা ঘটে। এই ঘটনার পর প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্দান তাঁর পরবর্তী অনুষ্ঠানগুলি বাতিল করেছেন। তিনি বলেন, "এটা নিউজ়িল্যান্ডবাসীর জন্য একটা কালো দিন। হিংসার ঘটনা ঘৃণ্য। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।"

Vadodara (Gujarat), Mar 15 (ANI): A talented 12-year-old boy from Vadodara has invented a unique device to help cleaning water bodies. Varun Saikia who is currently studying in 8th standard has invented the device with months of hard work. The device can scoop floating plastic waste from river bodies. Saikia was motivated to invent the device after he got to know about death of Whale due to consumption of plastic.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.