ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত জওয়ান, আধাসামরিক বাহিনীকে "যুদ্ধের মোড"-এ থাকার নির্দেশ কেন্দ্রের - Enter Battle Mode

গতকালই এক জওয়ান কোরোনা আক্রান্ত বলে জানা যায় ৷ তারপরই দেশের আধাসামরিক বাহিনীকে "যুদ্ধের মোড"-এ থাকার নির্দেশ দিল কেন্দ্র ৷ একটি নির্দেশিকার মাধ্যমে একথা জানানো হয় ৷

নিজস্ব ছবি
নিজস্ব ছবি
author img

By

Published : Mar 18, 2020, 7:20 PM IST

দিল্লি, 18 মার্চ : ভারতীয় জওয়ানের শরীরে পাওয়া গেল COVID-19 ৷ তারপর কয়েক ঘণ্টার মধ্যেই যথাযথ পদক্ষেপ করতে তৎপর কেন্দ্র ৷ দেশের সব আধাসামরিক বাহিনীকে "যুদ্ধের মোড"-এ থাকার নির্দেশ দিল কেন্দ্র ৷ সরকারের তরফে এক নির্দেশিকা জারি করা হয় ৷ তাতে জানানো হয়, কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কী কী ভূমিকা পালন করবে ভারতীয় সেনা ৷

চার পাতার ওই নির্দেশিকাতে আরও বলা হয়েছে, " ন্যূনতম এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে ৷ স্বাস্থ্য কর্মীদের জন্য জীবাণুুনাশক ব্যবহার ও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ৷ একটি পরিকল্পনা ও যুদ্ধের মোডে যাওয়ার প্রয়োজন রয়েছে ৷ খুব প্রয়োজন ছাড়া এক মাসের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ (বাস, ট্রেন, বিমান) না করা উচিত ৷ কাউকে প্রয়োজন ছাড়া ছুটি দেওয়া হবে না ৷ যার ফলে ভাইরাস ছড়ানো কিছুটা হলেও আটকানো যেতে পারে ৷"

সোমবার লাদাখ স্কাউটের ভারতীয় সেনার ওই জওয়ানকে কোরোনা ভাইরাস পজ়িটিভ বলে চিহ্নিত করা হয় ৷ জানা গিয়েছে, 34 বছরের ওই জওয়ানের বাবা সম্প্রতি তীর্থযাত্রা করতে ইরান গিয়েছিলেন ৷ 27 ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি ৷ ঠিক তখনই ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যান ওই জওয়ান ৷ উপসর্গ দেখা দেওয়ায় কোরোনা সন্দেহে 29 ফেব্রুয়ারি থেকে লাদাখ হার্ট ফাউন্ডেশনে কোয়ারেন্টাইনে রাখা হয় তাঁর বাবাকে ৷ 6 মার্চ রিপোর্টে দেখা যায়, তিনি COVID-19 এ আক্রান্ত ৷ তারপর থেকে স্থানীয় SNM হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ওই জওয়ানের বাবা ৷

25 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত ছুটিতে থাকা ওই জওয়ান কোয়ারেন্টাইনের সময় পরিবারের পাশেই ছিলেন ৷ কিছুদিনের জন্য চাঁচট গ্রামে গিয়েও থাকেন ৷ এরপর 2 মার্চ কাজে যোগ দেন তিনি ৷ বাবার কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেতেই 7 মার্চ থেকে কোয়ারান্টাইনে রাখা হয় ভারতীয় সেনার ওই জওয়ানকে ৷ 16 মার্চ তাঁর রিপোর্ট পজিটিভ আসে ৷ তিনি SNM হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৷ জওয়ানের বোন, স্ত্রী ও দুই ছেলেমেয়েকে লাদাখের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে ৷

দেশের প্রায় 10 লাখ পুরুষ ও মহিলা আধাসামরিক বাহিনীতে কাজ করেন ৷ তাঁদের অনেকেরই জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বের মতো নকশাল অধ্যুষিত এলাকাগুলিতে পোস্টিং ৷ একজন সরকারি আধিকারিক জানান, "বাহিনীকে সুস্থ রাখা একটা বড় চ্যালেঞ্জ ৷"

দিল্লি, 18 মার্চ : ভারতীয় জওয়ানের শরীরে পাওয়া গেল COVID-19 ৷ তারপর কয়েক ঘণ্টার মধ্যেই যথাযথ পদক্ষেপ করতে তৎপর কেন্দ্র ৷ দেশের সব আধাসামরিক বাহিনীকে "যুদ্ধের মোড"-এ থাকার নির্দেশ দিল কেন্দ্র ৷ সরকারের তরফে এক নির্দেশিকা জারি করা হয় ৷ তাতে জানানো হয়, কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কী কী ভূমিকা পালন করবে ভারতীয় সেনা ৷

চার পাতার ওই নির্দেশিকাতে আরও বলা হয়েছে, " ন্যূনতম এক মিটার দূরত্ব বজায় রাখতে হবে ৷ স্বাস্থ্য কর্মীদের জন্য জীবাণুুনাশক ব্যবহার ও সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ৷ একটি পরিকল্পনা ও যুদ্ধের মোডে যাওয়ার প্রয়োজন রয়েছে ৷ খুব প্রয়োজন ছাড়া এক মাসের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ (বাস, ট্রেন, বিমান) না করা উচিত ৷ কাউকে প্রয়োজন ছাড়া ছুটি দেওয়া হবে না ৷ যার ফলে ভাইরাস ছড়ানো কিছুটা হলেও আটকানো যেতে পারে ৷"

সোমবার লাদাখ স্কাউটের ভারতীয় সেনার ওই জওয়ানকে কোরোনা ভাইরাস পজ়িটিভ বলে চিহ্নিত করা হয় ৷ জানা গিয়েছে, 34 বছরের ওই জওয়ানের বাবা সম্প্রতি তীর্থযাত্রা করতে ইরান গিয়েছিলেন ৷ 27 ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি ৷ ঠিক তখনই ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যান ওই জওয়ান ৷ উপসর্গ দেখা দেওয়ায় কোরোনা সন্দেহে 29 ফেব্রুয়ারি থেকে লাদাখ হার্ট ফাউন্ডেশনে কোয়ারেন্টাইনে রাখা হয় তাঁর বাবাকে ৷ 6 মার্চ রিপোর্টে দেখা যায়, তিনি COVID-19 এ আক্রান্ত ৷ তারপর থেকে স্থানীয় SNM হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ওই জওয়ানের বাবা ৷

25 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত ছুটিতে থাকা ওই জওয়ান কোয়ারেন্টাইনের সময় পরিবারের পাশেই ছিলেন ৷ কিছুদিনের জন্য চাঁচট গ্রামে গিয়েও থাকেন ৷ এরপর 2 মার্চ কাজে যোগ দেন তিনি ৷ বাবার কোরোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পেতেই 7 মার্চ থেকে কোয়ারান্টাইনে রাখা হয় ভারতীয় সেনার ওই জওয়ানকে ৷ 16 মার্চ তাঁর রিপোর্ট পজিটিভ আসে ৷ তিনি SNM হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ৷ জওয়ানের বোন, স্ত্রী ও দুই ছেলেমেয়েকে লাদাখের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে ৷

দেশের প্রায় 10 লাখ পুরুষ ও মহিলা আধাসামরিক বাহিনীতে কাজ করেন ৷ তাঁদের অনেকেরই জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বের মতো নকশাল অধ্যুষিত এলাকাগুলিতে পোস্টিং ৷ একজন সরকারি আধিকারিক জানান, "বাহিনীকে সুস্থ রাখা একটা বড় চ্যালেঞ্জ ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.