ETV Bharat / bharat

কোনও পরিযায়ী শ্রমিক যেন না হাঁটেন তা নিশ্চিত করুন, রাজ্যগুলিকে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের - লকডাউনে ভারতের পরিযায়ী শ্রমিক

স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা এই বিষয়ে রাজ্যগুলিকে চিঠি পাঠান । রাজ্যগুলিকে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করার কথা উল্লেখ করেন । রেলমন্ত্রকের সঙ্গে আলোচনা করে আরও শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য রাজ্যগুলিকে সহযোগিতা করতে বলেন । যাতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনা যায় ।

migrant
migrant
author img

By

Published : May 19, 2020, 4:22 PM IST

দিল্লি, 19 মে : পরিযায়ী শ্রমিকদের সহযোগিতার নির্দেশ দিল কেন্দ্র । দেশের বিভিন্ন প্রান্তে বহু শ্রমিক হেঁটে ভিনরাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরেছেন । কিন্তু বাড়ি ফেরা হয়নি অনেকের । পথেই মৃত্যু হয়েছে । সেইসব নির্মমতার সাক্ষী থেকেছে দেশ । কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের কষ্ট কমাতে তাঁদের সহযোগিতা করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক । স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা এই বিষয়ে রাজ্যগুলিকে চিঠি পাঠান । রাজ্যগুলিকে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করার কথা উল্লেখ করেন । রেলমন্ত্রকের সঙ্গে আলোচনা করে আরও শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য রাজ্যগুলিকে সহযোগিতা করতে বলেন । যাতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনা যায় ।

রাজ্য প্রশাসনকে রাস্তার পাশে বিশ্রাম কেন্দ্র বানানোর কথা বলেন অজয় ভাল্লা । পরিযায়ী শ্রমিকদের বিশ্রামের কথা মাথায় রেখে এই নির্দেশ দেন তিনি । জেলা প্রশাসন বা কয়েকটি NGO-র সাহায্যে এই বিশ্রাম কেন্দ্রগুলি তৈরি করে ফেলা যায় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে । পাশাপাশি শ্রমিকদের জন্য স্যানিটাইজ়ারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করার কথাও বলা হয় রাজ্যগুলিকে । আরও বলা হয়েছে, রাজ্যগুলিকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেন কোনও শ্রমিক রাস্তায় বা রেললাইন ধরে না হাঁটেন । গতকাল চিঠিটি পাঠানো হয়েছিল । আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এনিয়ে টুইট করা হয় ।

  • Ministry of Home Affairs (MHA) issues revised Standard Operating Protocol (SOP) on the movement of stranded workers by trains. pic.twitter.com/OLU4XfGUp6

    — ANI (@ANI) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিদিন দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন । আজ সকালে মহারাষ্ট্রে দুর্ঘটনার কবলে পড়েন শ্রমিকরা । শ্রমিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ইয়াভাতমালে মৃত্যু হয় চার শ্রমিকের । আহত হন 12 জন। তাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে । বিহারের ভাগলপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে আজ মৃত্যু হয় নয়জন শ্রমিকের । আহত হন বেশ কয়েকজন । অন্যদিকে উত্তরপ্রদেশে সরকারের তৎপরতার পরও সেখানে শ্রমিক মৃত্যু অব্যাহত । লরিতে রাজ্যে ফিরছিলেন কয়েকজন শ্রমিক । ঝাঁসি-মির্জা়পুর হাইওয়েতেই উলটে যায় লরিটি । দুর্ঘটনায় মৃত্যু হয় তিন মহিলা শ্রমিকের । আহত আরও 12 জন শ্রমিক । বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ।

দিল্লি, 19 মে : পরিযায়ী শ্রমিকদের সহযোগিতার নির্দেশ দিল কেন্দ্র । দেশের বিভিন্ন প্রান্তে বহু শ্রমিক হেঁটে ভিনরাজ্য থেকে নিজেদের রাজ্যে ফিরেছেন । কিন্তু বাড়ি ফেরা হয়নি অনেকের । পথেই মৃত্যু হয়েছে । সেইসব নির্মমতার সাক্ষী থেকেছে দেশ । কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । এই পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের কষ্ট কমাতে তাঁদের সহযোগিতা করার জন্য রাজ্যগুলিকে নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক । স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা এই বিষয়ে রাজ্যগুলিকে চিঠি পাঠান । রাজ্যগুলিকে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করার কথা উল্লেখ করেন । রেলমন্ত্রকের সঙ্গে আলোচনা করে আরও শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য রাজ্যগুলিকে সহযোগিতা করতে বলেন । যাতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনা যায় ।

রাজ্য প্রশাসনকে রাস্তার পাশে বিশ্রাম কেন্দ্র বানানোর কথা বলেন অজয় ভাল্লা । পরিযায়ী শ্রমিকদের বিশ্রামের কথা মাথায় রেখে এই নির্দেশ দেন তিনি । জেলা প্রশাসন বা কয়েকটি NGO-র সাহায্যে এই বিশ্রাম কেন্দ্রগুলি তৈরি করে ফেলা যায় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে । পাশাপাশি শ্রমিকদের জন্য স্যানিটাইজ়ারের ব্যবস্থা এবং প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা করার কথাও বলা হয় রাজ্যগুলিকে । আরও বলা হয়েছে, রাজ্যগুলিকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেন কোনও শ্রমিক রাস্তায় বা রেললাইন ধরে না হাঁটেন । গতকাল চিঠিটি পাঠানো হয়েছিল । আজ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এনিয়ে টুইট করা হয় ।

  • Ministry of Home Affairs (MHA) issues revised Standard Operating Protocol (SOP) on the movement of stranded workers by trains. pic.twitter.com/OLU4XfGUp6

    — ANI (@ANI) May 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিদিন দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে প্রশাসন । আজ সকালে মহারাষ্ট্রে দুর্ঘটনার কবলে পড়েন শ্রমিকরা । শ্রমিকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ইয়াভাতমালে মৃত্যু হয় চার শ্রমিকের । আহত হন 12 জন। তাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে । বিহারের ভাগলপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে আজ মৃত্যু হয় নয়জন শ্রমিকের । আহত হন বেশ কয়েকজন । অন্যদিকে উত্তরপ্রদেশে সরকারের তৎপরতার পরও সেখানে শ্রমিক মৃত্যু অব্যাহত । লরিতে রাজ্যে ফিরছিলেন কয়েকজন শ্রমিক । ঝাঁসি-মির্জা়পুর হাইওয়েতেই উলটে যায় লরিটি । দুর্ঘটনায় মৃত্যু হয় তিন মহিলা শ্রমিকের । আহত আরও 12 জন শ্রমিক । বর্তমানে তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.