শোপিয়ান, 10 নভেম্বর : জম্মু-কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম দুই অজ্ঞাত পরিচয় জঙ্গি ৷ মঙ্গলবার জম্মু ও কাশ্মীর পুলিশের তরফে এমনই জানানো হয়েছে ৷ নির্দিষ্ট সূত্রে মারফত খবর পেয়ে নিরাপত্তারক্ষীরা কুটপোরা এলাকায় অভিযান চালান ৷ যেখানে জঙ্গিরা লুকিয়ে ছিল, সেই এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে অপারেশন শুরু করে বাহিনী ৷
পুলিশের এক আধিকারিক জানান, বাহিনীর এই অভিযানের সময় জঙ্গিরা আচমকাই তাঁদের উপর গুলি চালাতে শুরু করে ৷ জবাবে পালটা গুলি চালান নিরাপত্তা রক্ষীরা ৷ দু’তরফে গুলির লড়াইয়ে 2 জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী ৷ তবে, ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে ৷ তাই অভিযান এখনও চলছে বলে জানিয়েছেন ওই আধিকারিক ৷
-
#ShopianEncounterUpdate: 02 unidentified #terrorists killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/GLyn5BBh4N
— Kashmir Zone Police (@KashmirPolice) November 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#ShopianEncounterUpdate: 02 unidentified #terrorists killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/GLyn5BBh4N
— Kashmir Zone Police (@KashmirPolice) November 10, 2020#ShopianEncounterUpdate: 02 unidentified #terrorists killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/GLyn5BBh4N
— Kashmir Zone Police (@KashmirPolice) November 10, 2020
এর আগে সোমবার শ্রীনগরে BSF-র ADG সুরিন্দর পাওয়ার জানিয়েছিলেন, লাইন অফ কন্ট্রোলের ওপারে পাকিস্তান রেঞ্জারদের লঞ্চ প্য়াডে 250 থেকে 300 জঙ্গি ঘাঁটি গেড়েছে ৷ তারা নভেম্বরে তুষারপাতের আগে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করবে বলেও জানান তিনি ৷ তবে, LoC-তে মোতায়েন BSF তাদের রুখতে প্রস্তুত বলেও জানান BSF-র ADG ৷ এর আগে 8 নভেম্বর মাচিল সেক্টরে LoC দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে 3 জঙ্গি নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা যায় ৷ তবে, সেই সংঘর্ষে 1 সেনা আধিকারিক সহ 4 জওয়ান শহিদ হন ৷
সেই ঘটনায় উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে রাতের অন্ধকারে ওই 3 জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে ৷ সে সময় সীমান্তে পেট্রোলিংয়ের সময় তা নজরে আসে BSF’র ৷ জঙ্গিদের কাছ থেকে দু‘টো AK 47 রাইফেল, সঙ্গে 2 টো ম্য়াগাজিন এবং 60 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ৷ এছাড়াও 1টি পিস্তল, 29 রাউন্ড পিস্তলের গুলি, 2টি ম্য়াগাজিন এবং 50 হাজার টাকা উদ্ধার হয়েছে ৷