ETV Bharat / bharat

বদগামে নিকেশ 2 জঙ্গি

কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছিল । সেই সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। শুরু হয় দু'পক্ষের মধ্যে এনকাউন্টার।

Encounter
বুদগামে নিরাপত্তবাহিনীর গুলিতে নিকেশ 2 জঙ্গি
author img

By

Published : Oct 28, 2020, 6:55 AM IST

শ্রীনগর , 28 অক্টোবর : বদগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ দুই জঙ্গি । গতকাল বদগামের আরিবাগ মৌছওয়া এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় । আজ সকালে এনকাউন্টারে খতম হয় দুই জঙ্গি।

মঙ্গলবার কাশ্মীর জ়োন পুলিশের তরফে জানানো হয়েছিল, "বদগামের আরিবাগ মৌছওয়া এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ এবং নিরাপত্তাবাহিনী তাদের কাজ করছে ।"

কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছিল । সেই সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। শুরু হয় দু'পক্ষের মধ্যে এনকাউন্টার।

এর আগে 21 সেপ্টেম্বর বদগাম জেলায় চরার-ই-শরিফ এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে এক জওয়ান জখম হয়েছিলেন ।

শ্রীনগর , 28 অক্টোবর : বদগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিকেশ দুই জঙ্গি । গতকাল বদগামের আরিবাগ মৌছওয়া এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের গুলির লড়াই শুরু হয় । আজ সকালে এনকাউন্টারে খতম হয় দুই জঙ্গি।

মঙ্গলবার কাশ্মীর জ়োন পুলিশের তরফে জানানো হয়েছিল, "বদগামের আরিবাগ মৌছওয়া এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে । পুলিশ এবং নিরাপত্তাবাহিনী তাদের কাজ করছে ।"

কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তাবাহিনী তল্লাশি অভিযান শুরু করেছিল । সেই সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। শুরু হয় দু'পক্ষের মধ্যে এনকাউন্টার।

এর আগে 21 সেপ্টেম্বর বদগাম জেলায় চরার-ই-শরিফ এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলির লড়াইয়ে এক জওয়ান জখম হয়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.