ETV Bharat / bharat

অনন্তনাগে নিকেশ 2 জঙ্গি - নিরাপত্তাবাহিনী

security-forces
security-forces
author img

By

Published : Jul 13, 2020, 7:11 AM IST

Updated : Jul 13, 2020, 12:53 PM IST

07:05 July 13

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের শ্রীগুফওয়াড়ায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই৷ খতম 2 জঙ্গি।

অনন্তনাগ, 13 জুলাই : অনন্তনাগে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। আজ সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের শ্রীগুফওয়াড়ায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থানে মোতায়েন রয়েছে পুলিশও ৷ নিকেশ হওয়া জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি ৷

এর আগে গতকাল সোপোরের রেব্বান এলাকায় এনকাউন্টারে এক জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী ৷ 11 জুলাই উত্তর কাশ্মীরের বারামুল্লায় নিয়ন্ত্রণ রেখা বরাবর নওগাঁ সেক্টরে সন্দেহভাজন গতিবিধি দেখে অভিযান চালায় সেনাবাহিনী ৷ ঘটনায় দুই জঙ্গিকে খতম করা হয়। উদ্ধার করা হয় দু'টি AK-47সহ কয়েকটি অস্ত্র ৷ 30 জুন অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর গুলিতে পাঁচ জঙ্গি নিকেশ হয় ৷

জঙ্গি ক্রিয়াকলাপ নিয়ে গতকাল মেজর জেনেরাল বীরেন্দ্র ভাটস জানান, নিয়ন্ত্রণরেখাজুড়ে জঙ্গিদের যে লঞ্চপ্যাডগুলি রয়েছে, সেগুলি এখন সম্পূর্ণভাবে সক্রিয় ৷ ফলে, জঙ্গিরা ক্রমাগত ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে  ৷ 250-300 জঙ্গি লঞ্চপ্যাডগুলিতে রয়েছে ৷ তাদের পাকিস্তানের সেনা মদত দিচ্ছে ৷ 

07:05 July 13

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের শ্রীগুফওয়াড়ায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই৷ খতম 2 জঙ্গি।

অনন্তনাগ, 13 জুলাই : অনন্তনাগে দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। আজ সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের শ্রীগুফওয়াড়ায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থানে মোতায়েন রয়েছে পুলিশও ৷ নিকেশ হওয়া জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি ৷

এর আগে গতকাল সোপোরের রেব্বান এলাকায় এনকাউন্টারে এক জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তাবাহিনী ৷ 11 জুলাই উত্তর কাশ্মীরের বারামুল্লায় নিয়ন্ত্রণ রেখা বরাবর নওগাঁ সেক্টরে সন্দেহভাজন গতিবিধি দেখে অভিযান চালায় সেনাবাহিনী ৷ ঘটনায় দুই জঙ্গিকে খতম করা হয়। উদ্ধার করা হয় দু'টি AK-47সহ কয়েকটি অস্ত্র ৷ 30 জুন অনন্তনাগে নিরাপত্তাবাহিনীর গুলিতে পাঁচ জঙ্গি নিকেশ হয় ৷

জঙ্গি ক্রিয়াকলাপ নিয়ে গতকাল মেজর জেনেরাল বীরেন্দ্র ভাটস জানান, নিয়ন্ত্রণরেখাজুড়ে জঙ্গিদের যে লঞ্চপ্যাডগুলি রয়েছে, সেগুলি এখন সম্পূর্ণভাবে সক্রিয় ৷ ফলে, জঙ্গিরা ক্রমাগত ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে  ৷ 250-300 জঙ্গি লঞ্চপ্যাডগুলিতে রয়েছে ৷ তাদের পাকিস্তানের সেনা মদত দিচ্ছে ৷ 

Last Updated : Jul 13, 2020, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.