ETV Bharat / bharat

সোপিয়ানে সেনা-জঙ্গির গুলির লড়াই - শোপিয়ান

ওই এলাকায় তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী । সেই সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা ।

Jammu Kashmir
Jammu Kashmir
author img

By

Published : Oct 6, 2020, 8:56 PM IST

শ্রীনগর, 6 অক্টোবর : সোপিয়ানের সুগান জাইনাপরা গ্রামে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই । ওই এলাকায় তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী । সেই সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা । জবাব দেয় নিরাপত্তাবাহিনীও ।

সোমবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা । জবাব দেয় ভারতীয় সেনাও । পাকিস্তান বাহিনীর গুলিতে শহিদ হন এক জুনিয়র কমিশনড অফিসার ।

কয়েকদিন ধরেই সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তান সেনা । জবাব দিচ্ছে ভারতীয় সেনাও । এদিকে সীমান্তের বিভিন্ন এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবরও মেলে ।

শ্রীনগর, 6 অক্টোবর : সোপিয়ানের সুগান জাইনাপরা গ্রামে সেনা ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াই । ওই এলাকায় তিন থেকে চারজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তাবাহিনী । সেই সময় তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে জঙ্গিরা । জবাব দেয় নিরাপত্তাবাহিনীও ।

সোমবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা । জবাব দেয় ভারতীয় সেনাও । পাকিস্তান বাহিনীর গুলিতে শহিদ হন এক জুনিয়র কমিশনড অফিসার ।

কয়েকদিন ধরেই সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাচ্ছে পাকিস্তান সেনা । জবাব দিচ্ছে ভারতীয় সেনাও । এদিকে সীমান্তের বিভিন্ন এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবরও মেলে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.