শ্রীনগর, 12 অক্টোবর : দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। আজ সকালে শ্রীনগরের রামবাঘ এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্য়ে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে খতম করা হয় লস্কর ই তৈবা জঙ্গি সইফুল্লাকে। সে একজন পাকিস্তানি। এছাড়া স্থানীয় এক জঙ্গিকেও নিকেশ করা হয়েছে।
কাশ্মীর জ়োন পুলিশ জানিয়েছে, CRPF ও পুলিশের যৌথবাহিনী অপারেশন চালায়।
জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় যৌথবাহিনী। সেইসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী।