ETV Bharat / bharat

শ্রীনগরে খতম 2 জঙ্গি - Encounter between militants and security forces

জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থানে যায় CRPF ও পুলিশের যৌথবাহিনী। ওই সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। উভয়পক্ষের মধ্যে শুরু হয় এনকাউন্টার।

jk
jk
author img

By

Published : Oct 12, 2020, 9:06 AM IST

Updated : Oct 12, 2020, 12:20 PM IST

শ্রীনগর, 12 অক্টোবর : দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। আজ সকালে শ্রীনগরের রামবাঘ এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্য়ে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে খতম করা হয় লস্কর ই তৈবা জঙ্গি সইফুল্লাকে। সে একজন পাকিস্তানি। এছাড়া স্থানীয় এক জঙ্গিকেও নিকেশ করা হয়েছে।

কাশ্মীর জ়োন পুলিশ জানিয়েছে, CRPF ও পুলিশের যৌথবাহিনী অপারেশন চালায়।

জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় যৌথবাহিনী। সেইসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী।

শ্রীনগর, 12 অক্টোবর : দুই জঙ্গিকে খতম করল নিরাপত্তাবাহিনী। আজ সকালে শ্রীনগরের রামবাঘ এলাকায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্য়ে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে খতম করা হয় লস্কর ই তৈবা জঙ্গি সইফুল্লাকে। সে একজন পাকিস্তানি। এছাড়া স্থানীয় এক জঙ্গিকেও নিকেশ করা হয়েছে।

কাশ্মীর জ়োন পুলিশ জানিয়েছে, CRPF ও পুলিশের যৌথবাহিনী অপারেশন চালায়।

জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় যৌথবাহিনী। সেইসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনী।

Last Updated : Oct 12, 2020, 12:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.