দিল্লি, 9 ফেব্রুয়ারি: কর্মীদের সুরক্ষা দেওয়াটাই তাঁদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন্দ্রকে এ কথা জানিয়ে দিল টুইটার। ভুল ও উস্কানিমূলক তথ্য প্রচারের অভিযোগে হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। তার পর থেকে গত 24 ঘণ্টায় এই নিয়ে দ্বিতীয় বার প্রতিক্রিয়া জানাল টুইটার।
টুইটারের মুখপাত্র বলেছেন, ''টুইটারে আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল কর্মীদের নিরাপত্তা। শ্রদ্ধার জায়গা থেকে আমরা ভারত সরকারের সঙ্গে এই নিয়ে কথা বলব এবং মাননীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চালাব।''
বিবৃতিতে টুইটারের মুখপাত্র আরও জানিয়েছেন, ''আমাদের দৃঢ় বিশ্বাস যে, খোলামেলা ও অবাধ তথ্যের বিনিময়ের একটি বিশ্বব্যাপী ইতিবাচক প্রভাব রয়েছে। তাই টুইট অবশ্যই অব্যাহত থাকা উচিত। এই কোম্পানি এ ধরনের প্রতিবেদনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করে এবং জনগণের কথোপকথনের মৌলিক মূল্যবোধ ও প্রতিশ্রুতি রক্ষার বিষয়টি নিশ্চিত করে।''
আরও পড়ুন: নিয়ম না মানলে ‘শাস্তি’ হতে পারে, টুইটারকে নোটিস কেন্দ্রের
গত 31 জানুয়ারি ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক 257 জনের টুইট অ্যাকাউন্টের একটি তালিকা পাঠিয়ে সে গুলি বন্ধ করে দেওয়ার আর্জি জানিয়েছিল।