জয়পুর, 27 জুন : আপনি কি কর্পোরেট সেক্টরে কাজ করেন ? আপনাকে কি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য, ইনভয়েস বা বিল সংস্থাকে পাঠাতে হয় ? তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ৷ সাইবার হ্যাকাররা বর্তমানে কর্পোরেট সেক্টরকে নিশানা করতে ই-মেইল ফরওয়ার্ডারের ব্যবহার করছে ৷
সম্প্রতি ফরওয়ার্ডার ব্যবহার করে একটি স্বনামধন্য সংস্থার ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করে একজন হ্যাকার ৷ সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত তথ্য-সহ বিদেশে এক মক্কেলকে 38 লাখ টাকার ইনভয়েস পাঠায় সে ৷ ওই মেইল মক্কেলের কাছে পৌঁছানোর কিছু সময় পরই হ্যাকার তাঁকে দ্বিতীয় একটি মেইল করে ৷ যেখানে সে নতুন একটি ইনভয়েস পাঠায় ৷ নতুন এই মেইলে সে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করে ৷ সঙ্গে জানায়, সংস্থার তরফে দেওয়া প্রথমটিতে নয়, দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে হবে ৷
ওই মক্কেল সংস্থার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্বিতীয় মেইলে পাঠানো নতুন ইনভয়েস ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চান ৷ সঠিক সময়ে সঠিক পদক্ষেপের ফলে ওই সংস্থার অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে বেঁচে যায় ৷
সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ সচিন শর্মা বলেন, সাইবার অপরাধীদের থেকে বাঁচতে কর্পোরেট সেক্টরের সব সংস্থাগুলিরই উচিত ই-মেইলের সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া ৷ এছাড়াও সংস্থাগুলির উচিত প্রত্যেকটি কম্পিউটার সিস্টেমে অ্যান্টি ভাইরাস চালু রাখা ৷ পাশাপাশি, সাইবার হানা থেকে সুরক্ষিত থাকার জন্য সংস্থাগুলির পাইরেটেড অ্যান্টি ভাইরাস ইনস্টল করা উচিত নয় ৷