দিল্লি, 18 মে : নির্বাচন কমিশনে নজিরবিহীন মতবিরোধ । মোদি-শাহকে ক্লিনচিট দেওয়া নিয়ে কমিশনের অন্য দুই সদস্যদের মতের সঙ্গে সহমত নন কমিশনার অশোক লাভাসা । এই ঘটনার জেরে আজ নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের বৈঠক বয়কট করেন তিনি । মোদির বক্তব্যে আচরণবিধি ভঙ্গ হয়েছে- তাঁর এই দাবিকে গুরুত্ব না দেওয়ায় এই সিদ্ধান্ত নেন অশোক ।
মুখ্য নির্বাচন কমিশনার অরোরা সংবাদমাধ্যমকে জানান, লাভাসার দাবি অযৌক্তিক ও অতিরঞ্জিত । এর আগেও বেশ কয়েকবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ নিয়ে আলোচনার ক্ষেত্রে কমিশনের সদস্যদের মধ্যে মতভেদ হয়েছে । কিন্তু সামান্য বিষয় নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা চলছে ।
এর আগে অশোক লাভাসা বলেন, "মোদিজির বক্তব্যে সংখ্যালঘুদের ভাবাবেগে আঘাত লেগেছে । কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই আমি কমিশনের ফুলবেঞ্চের বৈঠক বয়কট করতে বাধ্য হয়েছি ।" গত 4 মে এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে একটি চিঠিও লেখেন লাভাসা । চিঠিতে তিনি কমিশনার অরোরাকে লেখেন, বিধিভঙ্গের বেশ কিছু অভিযোগের স্বচ্ছতার প্রয়োজন । সেই সঙ্গে সংখ্যালঘু ভাবাবেগ যে আহত হয়নি, তারও স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে । এরপরই মুখ্য নির্বাচন কমিশনার লাভাসার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন ।
নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে মতভেদ প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে মাঠে নেমেছে কংগ্রেস । দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট করেন, নির্বাচন কমিশন মোদিজির তোতাপাখি হয়ে গেছে । লাভাসাজির চিঠি থেকে সাফ বোঝা যাচ্ছে যে, মোদিজি ও অমিত শাহ-র মন্তব্য ঘিরে লাভাসার বক্তব্যকে পাত্তা দিতে নারাজ নির্বাচন কমিশন ।
উল্লেখ্য, গত 21 এপ্রিল গুজরাতে একটি জনসভায় দাঁড়িয়ে পাকিস্তান নিয়ে মোদির বক্তব্যের পরই আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনে বিরোধীরা । কিন্তু গত 4 মে কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে মোদিকে ক্লিনচিট দেয় । আর মোদির বক্তব্য নিয়েই ভিন্নমত পোষণ করেন অশোক লাভাসা ।