ETV Bharat / bharat

মোদি-শাহকে ক্লিনচিট দেওয়া নিয়ে মতবিরোধ, বৈঠক বয়কট কমিশন সদস্যের - MCC

মোদি-শাহকে ক্লিনচিট দেওয়া নিয়ে কমিশনের অন্য দুই সদস্যদের মতের সঙ্গে সহমত নন কমিশনার অশোক লাভাসা। এই ঘটনার জেরে আজ নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের বৈঠক বয়কট করেন তিনি ।

সুনীল অরোরা ও অশোক লাভাসা-ফাইল ছবি
author img

By

Published : May 18, 2019, 1:47 PM IST

Updated : May 18, 2019, 2:58 PM IST

দিল্লি, 18 মে : নির্বাচন কমিশনে নজিরবিহীন মতবিরোধ । মোদি-শাহকে ক্লিনচিট দেওয়া নিয়ে কমিশনের অন্য দুই সদস্যদের মতের সঙ্গে সহমত নন কমিশনার অশোক লাভাসা । এই ঘটনার জেরে আজ নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের বৈঠক বয়কট করেন তিনি । মোদির বক্তব্যে আচরণবিধি ভঙ্গ হয়েছে- তাঁর এই দাবিকে গুরুত্ব না দেওয়ায় এই সিদ্ধান্ত নেন অশোক ।

মুখ্য নির্বাচন কমিশনার অরোরা সংবাদমাধ্যমকে জানান, লাভাসার দাবি অযৌক্তিক ও অতিরঞ্জিত । এর আগেও বেশ কয়েকবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ নিয়ে আলোচনার ক্ষেত্রে কমিশনের সদস্যদের মধ্যে মতভেদ হয়েছে । কিন্তু সামান্য বিষয় নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা চলছে ।

এর আগে অশোক লাভাসা বলেন, "মোদিজির বক্তব্যে সংখ্যালঘুদের ভাবাবেগে আঘাত লেগেছে । কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই আমি কমিশনের ফুলবেঞ্চের বৈঠক বয়কট করতে বাধ্য হয়েছি ।" গত 4 মে এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে একটি চিঠিও লেখেন লাভাসা । চিঠিতে তিনি কমিশনার অরোরাকে লেখেন, বিধিভঙ্গের বেশ কিছু অভিযোগের স্বচ্ছতার প্রয়োজন । সেই সঙ্গে সংখ্যালঘু ভাবাবেগ যে আহত হয়নি, তারও স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে । এরপরই মুখ্য নির্বাচন কমিশনার লাভাসার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন ।

নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে মতভেদ প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে মাঠে নেমেছে কংগ্রেস । দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট করেন, নির্বাচন কমিশন মোদিজির তোতাপাখি হয়ে গেছে । লাভাসাজির চিঠি থেকে সাফ বোঝা যাচ্ছে যে, মোদিজি ও অমিত শাহ-র মন্তব্য ঘিরে লাভাসার বক্তব্যকে পাত্তা দিতে নারাজ নির্বাচন কমিশন ।

উল্লেখ্য, গত 21 এপ্রিল গুজরাতে একটি জনসভায় দাঁড়িয়ে পাকিস্তান নিয়ে মোদির বক্তব্যের পরই আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনে বিরোধীরা । কিন্তু গত 4 মে কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে মোদিকে ক্লিনচিট দেয় । আর মোদির বক্তব্য নিয়েই ভিন্নমত পোষণ করেন অশোক লাভাসা ।

দিল্লি, 18 মে : নির্বাচন কমিশনে নজিরবিহীন মতবিরোধ । মোদি-শাহকে ক্লিনচিট দেওয়া নিয়ে কমিশনের অন্য দুই সদস্যদের মতের সঙ্গে সহমত নন কমিশনার অশোক লাভাসা । এই ঘটনার জেরে আজ নির্বাচন কমিশনের ফুলবেঞ্চের বৈঠক বয়কট করেন তিনি । মোদির বক্তব্যে আচরণবিধি ভঙ্গ হয়েছে- তাঁর এই দাবিকে গুরুত্ব না দেওয়ায় এই সিদ্ধান্ত নেন অশোক ।

মুখ্য নির্বাচন কমিশনার অরোরা সংবাদমাধ্যমকে জানান, লাভাসার দাবি অযৌক্তিক ও অতিরঞ্জিত । এর আগেও বেশ কয়েকবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ নিয়ে আলোচনার ক্ষেত্রে কমিশনের সদস্যদের মধ্যে মতভেদ হয়েছে । কিন্তু সামান্য বিষয় নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা চলছে ।

এর আগে অশোক লাভাসা বলেন, "মোদিজির বক্তব্যে সংখ্যালঘুদের ভাবাবেগে আঘাত লেগেছে । কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই আমি কমিশনের ফুলবেঞ্চের বৈঠক বয়কট করতে বাধ্য হয়েছি ।" গত 4 মে এই বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে একটি চিঠিও লেখেন লাভাসা । চিঠিতে তিনি কমিশনার অরোরাকে লেখেন, বিধিভঙ্গের বেশ কিছু অভিযোগের স্বচ্ছতার প্রয়োজন । সেই সঙ্গে সংখ্যালঘু ভাবাবেগ যে আহত হয়নি, তারও স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে । এরপরই মুখ্য নির্বাচন কমিশনার লাভাসার সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত নেন ।

নির্বাচন কমিশনের সদস্যদের মধ্যে মতভেদ প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে মাঠে নেমেছে কংগ্রেস । দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা টুইট করেন, নির্বাচন কমিশন মোদিজির তোতাপাখি হয়ে গেছে । লাভাসাজির চিঠি থেকে সাফ বোঝা যাচ্ছে যে, মোদিজি ও অমিত শাহ-র মন্তব্য ঘিরে লাভাসার বক্তব্যকে পাত্তা দিতে নারাজ নির্বাচন কমিশন ।

উল্লেখ্য, গত 21 এপ্রিল গুজরাতে একটি জনসভায় দাঁড়িয়ে পাকিস্তান নিয়ে মোদির বক্তব্যের পরই আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনে বিরোধীরা । কিন্তু গত 4 মে কমিশন এই অভিযোগের প্রেক্ষিতে মোদিকে ক্লিনচিট দেয় । আর মোদির বক্তব্য নিয়েই ভিন্নমত পোষণ করেন অশোক লাভাসা ।

Katra (Jammu-Kashmir), May 13 (ANI): Mata Vaishno Devi Shrine Board has started new community kitchen (Langar) service. This community kitchen is situated at new Tarakote Route nearly 3 km from the starting point of the pilgrimage. According to Jagdish Mehra, Dy. CEO., the 24x7 langar has been serving since May 9. Proper arrangements have been made to ensure clean and safe environment. Sanitization units have been installed for proper hygiene of utensils. The local Dogra food was kept as menu so that the people coming from all over the world can get to taste the local cuisine. The Langar can cater nearly 280 people at a time. While speaking to ANI a pilgrim from Ghaziabad, Alok Tyagi said, "The arrangement is very clean and hygienic, and the staff actively keeps a check on the food quality."
Last Updated : May 18, 2019, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.