দিল্লি, 1 নভেম্বর : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন । 30 নভেম্বর থেকে শুরু করে 20 ডিসেম্বর পর্যন্ত মোট 5 দফায় হতে চলেছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন ।
নির্বাচনের ফল প্রকাশ হবে 23 ডিসেম্বর । শুক্রবার দিল্লিতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন ।
2014 সালের বিধানসভা নির্বাচনে 37টি আসন পায় BJP । JSU (ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন)-র পায় 5 টি আসন । অবশেষে JUS-র সঙ্গে জোট তৈরি করে সরকার গঠন করে BJP । নির্বাচনের পর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাবুলাল মারান্ডি-র দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (JVM) থেকেও 6 বিধায়ক BJP-তে নাম লেখান ।