ETV Bharat / bharat

পাঁচ দফায় হবে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন, ফলপ্রকাশ 23 ডিসেম্বর

author img

By

Published : Nov 1, 2019, 7:08 PM IST

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন । 30 নভেম্বর থেকে শুরু হতে চলেছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন । মোট 5 দফায় হবে ভোট । ফল প্রকাশ 23 ডিসেম্বর ।

election

দিল্লি, 1 নভেম্বর : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন । 30 নভেম্বর থেকে শুরু করে 20 ডিসেম্বর পর্যন্ত মোট 5 দফায় হতে চলেছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন ।

নির্বাচনের ফল প্রকাশ হবে 23 ডিসেম্বর । শুক্রবার দিল্লিতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন ।

2014 সালের বিধানসভা নির্বাচনে 37টি আসন পায় BJP । JSU (ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন)-র পায় 5 টি আসন । অবশেষে JUS-র সঙ্গে জোট তৈরি করে সরকার গঠন করে BJP । নির্বাচনের পর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাবুলাল মারান্ডি-র দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (JVM) থেকেও 6 বিধায়ক BJP-তে নাম লেখান ।

দিল্লি, 1 নভেম্বর : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন । 30 নভেম্বর থেকে শুরু করে 20 ডিসেম্বর পর্যন্ত মোট 5 দফায় হতে চলেছে ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন ।

নির্বাচনের ফল প্রকাশ হবে 23 ডিসেম্বর । শুক্রবার দিল্লিতে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল কমিশন ।

2014 সালের বিধানসভা নির্বাচনে 37টি আসন পায় BJP । JSU (ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন)-র পায় 5 টি আসন । অবশেষে JUS-র সঙ্গে জোট তৈরি করে সরকার গঠন করে BJP । নির্বাচনের পর ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাবুলাল মারান্ডি-র দল ঝাড়খণ্ড বিকাশ মোর্চা (JVM) থেকেও 6 বিধায়ক BJP-তে নাম লেখান ।

New Delhi, Oct 31 (ANI): While addressing a press conference in Delhi on October 31, MEA spokesperson Raveesh Kumar said, "In the case of visit of Members of European Parliament (MEPs) to India, it was brought to attention of govt that this delegation is going to visit India. MEPs who visited India had expressed a keen desire to know about India, it was like a familiarization visit." "They (MEPs) belonged to a spectrum of views from different countries of Europe and different political parties. Meetings were therefore accordingly facilitated as has been done on many previous occasions," he added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.