আহমেদাবাদ ও দিল্লি, 23 এপ্রিল : আজ আহমেদাবাদে ভোট দিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোড শো করেন বলে অভিযোগ। এর জেরে তিনি আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তোলে বিরোধীরা। তারপরই বিষয়টি নিয়ে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।
আজ খোলা জ়িপে করে ভোট দিতে যান নরেন্দ্র মোদি। পরে পথে নেমে একটি সংক্ষিপ্ত ভাষণও দেন তিনি। এনিয়ে সরব হয় বিরোধীরা। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রচারের স্বার্থে এই ভাষণ দেন তিনি। এর মাধ্যমে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করেছেন। মোদি বলেন, "সন্ত্রাসবাদের অস্ত্র IED, গণতন্ত্রের শক্তি ভোটার ID। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ভোটার ID একটি IED-র চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই আমাদের ভোটার ID-গুলির শক্তি বোঝা উচিত।"
এই বিষয়ে, কংগ্রেস নেতা অভিষেক মনু সিংহভি বলেন, "প্রধানমন্ত্রীর রোড শো এবং ভাষণ পরিষ্কারভাবে আদর্শ আচরণ বিধির লঙ্ঘন ছিল। মোদি যাতে 48-72 ঘণ্টা পর্যন্ত প্রচার না করতে পারেন, সেজন্য কমিশনের কাছে অনুরোধ করা হয়েছে ।"
এর আগেও মোদির বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অভিযোগ, তিনি ভোট চাইতে কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করেছেন। এই বিষয়ে ইতিমধ্যে কংগ্রেস ও CPI(M) অভিযোগ জানিয়েছে। এই বিষয়ে কমিশন তরফে জানানো হয়, প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্কিত পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।