ETV Bharat / bharat

দিল্লিতে বিধানসভা ভোট 8 ফেব্রুয়ারি, চালু নির্বাচনী বিধি - কেজরিওয়াল

দিল্লি বিধানসভার নির্বাচনের সূচি ঘোষণা নির্বাচন কমিশনের ৷ আগামী 8 ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন হবে ৷

Delhi Amssembly Election
দিল্লি বিধানসভা নির্বাচন
author img

By

Published : Jan 6, 2020, 4:39 PM IST

Updated : Jan 6, 2020, 5:52 PM IST

দিল্লি, 6 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা আজ এই ঘোষণা করেন ৷ তিনি জানান, 8 ফেব্রুয়ারি এক দফাতেই হবে নির্বাচন ৷ ফল ঘোষণা 11 ফেব্রুয়ারি ৷

নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আজ থেকেই রাজধানীতে চালু হয়ে গেল নির্বাচনী বিধি ৷ 1 ফেব্রুয়ারি বাজেট নিয়ে বক্তব্য রাখার সময় রাজ্যভিত্তিক কোনও প্রকল্পের কথাও ঘোষণা করা যাবে না বলে জানিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনের তরফে ৷

22 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে দিল্লি বিধানসভার ৷ তার আগেই নতুন সরকার গঠন করতে হবে ৷ 70 টি আসনের এই বিধানসভায় শেষবার কেজরিওয়ালের দল পেয়েছিল 67 টি আসন ৷ অন্যদিকে দ্বিতীয় মোদি সরকারের কাছে দিল্লি বিধানসভা বড় চ্যালেঞ্জ হতে চলেছে ৷ গত বছরের ডিসেম্বরেই ঝাড়খণ্ডে বিরোধী জোটের সামনে মুখ থুবড়ে পড়েছিল গেরুয়া শিবির ৷ তবে নমো 2.0 সরকার গঠনের সময়ে দিল্লি থেকে 7টি লোকসভা আসনই পেয়েছিল BJP ৷

গত বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে জয়ী হয়েছিল আম আদমি পার্টি ৷ 70 টি আসনের মধ্যে AAP-এর দখলে ছিল 67 টি ৷ বাকি 3টি পেয়েছিল BJP ৷ দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস ৷ ব্যাপক এই জয়ের পরেও কেজরিওয়াল সরকার ফের নির্বাচনের দাবি জানিয়েছিল

শতাংশের নিরিখেও 2015 সালের বিধানসভা নির্বাচনে এগিয়ে ছিল কেজরিওয়াল সরকার ৷ 54.3 শতাংশ ভোট এসেছিল AAP-এর পকেটে ৷ BJP পায় 32.3 শতাংশ ভোট ৷ কংগ্রেস পেয়েছিল 9.7 শতাংশ ৷

এবারের বিধানসভা নির্বাচনে বড় বাজি হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জী ৷ পাশাপাশি দিল্লির দূষণ থেকে শুরু করে জোড়-বিজোড় আইন, সবকিছুই এবারের নির্বাচনে বড় নির্ণায়ক ভূমিকা নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

দিল্লি, 6 জানুয়ারি : দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন ৷ মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা আজ এই ঘোষণা করেন ৷ তিনি জানান, 8 ফেব্রুয়ারি এক দফাতেই হবে নির্বাচন ৷ ফল ঘোষণা 11 ফেব্রুয়ারি ৷

নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে আজ থেকেই রাজধানীতে চালু হয়ে গেল নির্বাচনী বিধি ৷ 1 ফেব্রুয়ারি বাজেট নিয়ে বক্তব্য রাখার সময় রাজ্যভিত্তিক কোনও প্রকল্পের কথাও ঘোষণা করা যাবে না বলে জানিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনের তরফে ৷

22 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে দিল্লি বিধানসভার ৷ তার আগেই নতুন সরকার গঠন করতে হবে ৷ 70 টি আসনের এই বিধানসভায় শেষবার কেজরিওয়ালের দল পেয়েছিল 67 টি আসন ৷ অন্যদিকে দ্বিতীয় মোদি সরকারের কাছে দিল্লি বিধানসভা বড় চ্যালেঞ্জ হতে চলেছে ৷ গত বছরের ডিসেম্বরেই ঝাড়খণ্ডে বিরোধী জোটের সামনে মুখ থুবড়ে পড়েছিল গেরুয়া শিবির ৷ তবে নমো 2.0 সরকার গঠনের সময়ে দিল্লি থেকে 7টি লোকসভা আসনই পেয়েছিল BJP ৷

গত বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে জয়ী হয়েছিল আম আদমি পার্টি ৷ 70 টি আসনের মধ্যে AAP-এর দখলে ছিল 67 টি ৷ বাকি 3টি পেয়েছিল BJP ৷ দাঁত ফোটাতে পারেনি কংগ্রেস ৷ ব্যাপক এই জয়ের পরেও কেজরিওয়াল সরকার ফের নির্বাচনের দাবি জানিয়েছিল

শতাংশের নিরিখেও 2015 সালের বিধানসভা নির্বাচনে এগিয়ে ছিল কেজরিওয়াল সরকার ৷ 54.3 শতাংশ ভোট এসেছিল AAP-এর পকেটে ৷ BJP পায় 32.3 শতাংশ ভোট ৷ কংগ্রেস পেয়েছিল 9.7 শতাংশ ৷

এবারের বিধানসভা নির্বাচনে বড় বাজি হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জী ৷ পাশাপাশি দিল্লির দূষণ থেকে শুরু করে জোড়-বিজোড় আইন, সবকিছুই এবারের নির্বাচনে বড় নির্ণায়ক ভূমিকা নিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷

New Delhi, Jan 06 (ANI): A dreadful violence was happened at Jawaharlal Nehru University (JNU) where some outsiders beat students and professors on Jan 05. Speaking on JNU violence, Union Minister for Information and Broadcasting Prakash Javadekar said, "We condemn JNU violence. Congress, Communist, Aam Aadmi Party and some other elements are deliberately trying to create the atmosphere of violence in the country and in universities. And, that is why it is necessary to investigate this matter properly. It was happening for last three days and yesterday some outsiders did the violence here. So, it all should be investigated even the other violence that happened earlier. Mr Amit Shah gave the order and I believe police will perform its duty efficiently. This is the conspiracy of some people to deliberately create unrest in universities. They should also be busted. "
Last Updated : Jan 6, 2020, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.