ETV Bharat / bharat

মোদিকে হটাতে রাহুলে না নেই মমতার ! - PM

রাহুল গান্ধি যদি প্রধানমন্ত্রী হন, তাতে তৃণমূল সুপ্রিমোর কোনও অসুবিধা হবে না । কিন্তু কোনওভাবেই কেন্দ্রে নরেন্দ্র মোদিকে আরও একবার প্রধানমন্ত্রীর আসনে বসতে দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্য়ায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 15, 2019, 9:04 AM IST

দিল্লি, ১৫ মে: রাহুল গান্ধি যদি প্রধানমন্ত্রী হন, তাতে তৃণমূল সুপ্রিমোর কোনও অসুবিধা হবে না । কিন্তু কোনওভাবেই কেন্দ্রে নরেন্দ্র মোদিকে আরও একবার প্রধানমন্ত্রীর আসনে বসতে দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্য়ায় । দাবি তৃণমূল সূত্রের । এদিকে, DMK নেতা এম কে স্ট্যালিন গতকাল আরও একবার দাবি করেন, রাহুলই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী । সূত্রের দাবি, পরবর্তী প্রধানমন্ত্রী রাহুল গান্ধি- স্ট্যালিনের এই মন্তব্যে কোনও অসুবিধা নেই । প্রধানমন্ত্রী যেই হোক না কেন, সকলেই চাইছেন প্রধানমন্ত্রী মোদি যেন না হন !

রাহুল গান্ধি
রাহুল গান্ধি

সম্প্রতি, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দক্ষিণের সবকটি আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন । তৃণমূল সূত্রের দাবি, সব আঞ্চলিক দলগুলো একজোট হয়ে মোদিকে দিল্লি থেকে হটানোর চেষ্টা করছে । মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন । গত বছরই চন্দ্রশেখর মমতার সঙ্গে অ-BJP দলগুলোর জোট নিয়ে একপ্রস্থ বৈঠক করেন । বৈঠক শেষে তিনি জানান, আলোচনার স্বার্থে ও মোদিকে হটাতে আবারও রাজ্যে আসতে পারেন ।

প্রধানমন্ত্রী কে হবেন ? এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বিরোধী দলগুলো । মোদিকে হটাতে তৎপর আঞ্চলিক অ-BJP দলগুলো নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার চেষ্টা করছে । কিন্তু বেশ কিছু দলের সুপ্রিমোর প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে । যার মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা এবং বসপা নেত্রী মায়াবতী দিল্লির মসনদ দখল করতে আগ্রহী । সেক্ষেত্রে রাহুল প্রধানমন্ত্রী হলে মায়া-মমতা কতটা বিরোধী জোট বজায় রাখতে তৎপরতা দেখাবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ।

মমতা আগামী 21 মে রাহুল গান্ধির ডাকা বিরোধী দলগুলোর বৈঠকে অনুপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর । কারণ, রাজ্যে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের যে সম্পর্ক তাতে দুই দলের মধ্যে সমঝোতার কোনও সম্ভাবনা নেই । তবে প্রধানমন্ত্রী যেই হোক না কেন, মোদিকে দিল্লি দখল করতে দিতে চায় না সবকটি অ-BJP শক্তি ।

দিল্লি, ১৫ মে: রাহুল গান্ধি যদি প্রধানমন্ত্রী হন, তাতে তৃণমূল সুপ্রিমোর কোনও অসুবিধা হবে না । কিন্তু কোনওভাবেই কেন্দ্রে নরেন্দ্র মোদিকে আরও একবার প্রধানমন্ত্রীর আসনে বসতে দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্য়ায় । দাবি তৃণমূল সূত্রের । এদিকে, DMK নেতা এম কে স্ট্যালিন গতকাল আরও একবার দাবি করেন, রাহুলই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী । সূত্রের দাবি, পরবর্তী প্রধানমন্ত্রী রাহুল গান্ধি- স্ট্যালিনের এই মন্তব্যে কোনও অসুবিধা নেই । প্রধানমন্ত্রী যেই হোক না কেন, সকলেই চাইছেন প্রধানমন্ত্রী মোদি যেন না হন !

রাহুল গান্ধি
রাহুল গান্ধি

সম্প্রতি, তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও দক্ষিণের সবকটি আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন । তৃণমূল সূত্রের দাবি, সব আঞ্চলিক দলগুলো একজোট হয়ে মোদিকে দিল্লি থেকে হটানোর চেষ্টা করছে । মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন । গত বছরই চন্দ্রশেখর মমতার সঙ্গে অ-BJP দলগুলোর জোট নিয়ে একপ্রস্থ বৈঠক করেন । বৈঠক শেষে তিনি জানান, আলোচনার স্বার্থে ও মোদিকে হটাতে আবারও রাজ্যে আসতে পারেন ।

প্রধানমন্ত্রী কে হবেন ? এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেনি বিরোধী দলগুলো । মোদিকে হটাতে তৎপর আঞ্চলিক অ-BJP দলগুলো নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখার চেষ্টা করছে । কিন্তু বেশ কিছু দলের সুপ্রিমোর প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রয়েছে । যার মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা এবং বসপা নেত্রী মায়াবতী দিল্লির মসনদ দখল করতে আগ্রহী । সেক্ষেত্রে রাহুল প্রধানমন্ত্রী হলে মায়া-মমতা কতটা বিরোধী জোট বজায় রাখতে তৎপরতা দেখাবেন তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে ।

মমতা আগামী 21 মে রাহুল গান্ধির ডাকা বিরোধী দলগুলোর বৈঠকে অনুপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর । কারণ, রাজ্যে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের যে সম্পর্ক তাতে দুই দলের মধ্যে সমঝোতার কোনও সম্ভাবনা নেই । তবে প্রধানমন্ত্রী যেই হোক না কেন, মোদিকে দিল্লি দখল করতে দিতে চায় না সবকটি অ-BJP শক্তি ।

New Delhi, May 15 (ANI): WhatsApp has reportedly fixed a bug that allowed hackers to remotely install WhatsApp on phones.The vulnerability, documented on Facebook, describes the vulnerability in WhatsApp's Voice over Internet Protocol (VOIP) stack that allowed the caller to allow the installation of commercial-grade spyware on the target number whether the call was answered or not, TechCrunch explained.The detected spyware was Israel-based NSO Group's Pegasus, which is licensed to governments looking to infect targets of investigations. WhatsApp has closed the loophole that affected Android, iOS, Windows, and Tizen.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.