ETV Bharat / bharat

65 বছরের উপর নাগরিকদের পোস্টাল ব্যালটে ভোটের সিদ্ধান্ত বদল কমিশনের

author img

By

Published : Jul 16, 2020, 10:13 PM IST

তবে 80 বছরের বেশি বয়সি ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট দিতে পারবেন ৷ কোরোনা রোগীরাও পোস্টাল ব্যালটের সুবিধা পাবেন৷

Elecion Commission canceled postal ballots for above 65 years
পোস্টাল ব্যালট

দিল্লি, 16 জুলাই: 65 বছরের বেশি নাগরিকদের পোস্টাল ব্যালটের ব্যবস্থা বাতিল করল নির্বাচন কমিশন ৷ বিহারের আসন্ন ভোটে এই নিয়মেই ভোট হওয়ার কথা ছিল ৷ যদিও একাধিক প্রতিকূলতার কারণে আপাতত এই নিয়ম চালু করা যাব না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন ৷ তবে, 80 বছরের বেশি বয়সি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ৷ অন্যদিকে, কোরোনা রোগীরাও পোস্টাল ব্যালটের সুবিধা পাবেন৷

65 বছরের উপরে নাগরিকদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের নিয়ম চালু করায় প্রতিবাদ করেছিল দেশের অধিকাংশ বিরোধী দল ৷ তারা জানিয়েছিল, এই নিয়মে সুবিধা পাবে শাসক দল ৷ এই বিষয়ে বিহারের বিরোধী দলগুলিও সরব হয় ৷ একই বিষয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যে আগামী বছর বিধানসভা ভোট ৷ সে কথা মাথায় রেখে নির্বাচন কমিশনকে চিঠি লিখে পোস্টাল ব্যালটের বিরোধিতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

অবশেষে 65 বছরের বেশি বয়সিদের জন্য পোস্টাল ব্যালটের নিয়ম মুলতুবি রাখল ভারতের নির্বাচন কমিশন । বৃহস্পতিবার কমিশন আরও জানিয়েছে, বয়স্কদের কথা মাথায় রেখে প্রতি বুথে হাজারের বেশি ভোটার রাখা হচ্ছে না ৷ এছাড়াও অতিরিক্ত 34 হাজার ভোটিং বুথ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷

দিল্লি, 16 জুলাই: 65 বছরের বেশি নাগরিকদের পোস্টাল ব্যালটের ব্যবস্থা বাতিল করল নির্বাচন কমিশন ৷ বিহারের আসন্ন ভোটে এই নিয়মেই ভোট হওয়ার কথা ছিল ৷ যদিও একাধিক প্রতিকূলতার কারণে আপাতত এই নিয়ম চালু করা যাব না বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন ৷ তবে, 80 বছরের বেশি বয়সি ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন ৷ অন্যদিকে, কোরোনা রোগীরাও পোস্টাল ব্যালটের সুবিধা পাবেন৷

65 বছরের উপরে নাগরিকদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের নিয়ম চালু করায় প্রতিবাদ করেছিল দেশের অধিকাংশ বিরোধী দল ৷ তারা জানিয়েছিল, এই নিয়মে সুবিধা পাবে শাসক দল ৷ এই বিষয়ে বিহারের বিরোধী দলগুলিও সরব হয় ৷ একই বিষয়ে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যে আগামী বছর বিধানসভা ভোট ৷ সে কথা মাথায় রেখে নির্বাচন কমিশনকে চিঠি লিখে পোস্টাল ব্যালটের বিরোধিতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

অবশেষে 65 বছরের বেশি বয়সিদের জন্য পোস্টাল ব্যালটের নিয়ম মুলতুবি রাখল ভারতের নির্বাচন কমিশন । বৃহস্পতিবার কমিশন আরও জানিয়েছে, বয়স্কদের কথা মাথায় রেখে প্রতি বুথে হাজারের বেশি ভোটার রাখা হচ্ছে না ৷ এছাড়াও অতিরিক্ত 34 হাজার ভোটিং বুথ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.