ETV Bharat / bharat

ওড়িশায় কোয়ারানটিন সেন্টারে মৃত্যু পরিযায়ী শ্রমিকের - ওড়িশা

রাধাশ্যাম ফানি নামে ওই বৃদ্ধ গতকাল কলকাতা থেকে ভদ্রকে নিজের গ্রামে ফেরেন । সেখানে তাঁঁকে একটি কোয়ারানটিন সেন্টারে রাখা হয় । সেখানেই মারা যান তিনি ।

Migrant labour died in Odisha
ওড়িশায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু
author img

By

Published : Jun 10, 2020, 6:52 PM IST

ভদ্রক, 10 জুন : কোয়ারানটিন সেন্টারে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের । রাধাশ্যাম পানি (65) নামে ওই প্রবীণ গতকাল কলকাতা থেকে ফিরেছেন । এরপর তাঁঁকে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । আজ সকালে সেখানে তিনি মারা যান তিনি ।

ভদ্রকের অতিরিক্ত জেলাশাসক শ্যামা ভক্ত মিশ্র জানান, কোরকোরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন রাধাশ্যাম পানি । গতকাল তিনি কলকাতা থেকে ফেরেন । এরপর তাঁঁকে গ্রামের একটি কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়। আজ সকালে তিনি মারা যান । তাঁঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ।

মৃতের পরিবার সূত্রে খবর, রাধাশ্যাম পানির ডায়াবিটিস ও বার্ধক্যজনিত রোগ ছিল । তাঁর সোয়াবের নমুনা COVID-19 পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান ভদ্রকের অতিরিক্ত জেলাশাসক ।

ভদ্রক, 10 জুন : কোয়ারানটিন সেন্টারে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের । রাধাশ্যাম পানি (65) নামে ওই প্রবীণ গতকাল কলকাতা থেকে ফিরেছেন । এরপর তাঁঁকে কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয় । আজ সকালে সেখানে তিনি মারা যান তিনি ।

ভদ্রকের অতিরিক্ত জেলাশাসক শ্যামা ভক্ত মিশ্র জানান, কোরকোরা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছিলেন রাধাশ্যাম পানি । গতকাল তিনি কলকাতা থেকে ফেরেন । এরপর তাঁঁকে গ্রামের একটি কোয়ারানটিন সেন্টারে পাঠানো হয়। আজ সকালে তিনি মারা যান । তাঁঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ।

মৃতের পরিবার সূত্রে খবর, রাধাশ্যাম পানির ডায়াবিটিস ও বার্ধক্যজনিত রোগ ছিল । তাঁর সোয়াবের নমুনা COVID-19 পরীক্ষার জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান ভদ্রকের অতিরিক্ত জেলাশাসক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.