ETV Bharat / bharat

ছত্তিশগড়ে 5 নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রবীণ - বালোদের SP জিতেন্দ্র মিনা

টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে পাঁচ নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ । অভিযুক্ত গ্রেপ্তার । ছত্তিশগড়ের বালোদের ঘটনা । তদন্ত শুরু হয়েছে ।

Elderly man arrested for sexually assaulting five minor girls
Elderly man arrested for sexually assaulting five minor girls
author img

By

Published : Aug 4, 2020, 1:59 AM IST

বালোদ (ছত্তিশগড়), 3 অগাস্ট : 5 নাবালিকাকে টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এনে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল 65 বছরের এক প্রবীণের বিরুদ্ধে । ছত্তিশগড়ের বালোদ জেলার ঘটনা । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ।

অভিযুক্ত তিন দিন ধরে এই দুষ্কর্ম করেছে । 28 জুলাই থেকে 30 জুলাই । নির্যাতিতাদের পরিবার অর্জুন্দা থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, জানালেন বালোদের SP জিতেন্দ্র মিনা ।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে, নাবালিকারা রাস্তায় যখন খেলা করত, তখন অভিযুক্ত প্রায়ই 8 থেকে 11 বছরের নাবালিকাদের নিজের বাড়িতে টিভি দেখার জন্য ডাকত ।

প্রথমে নাবালিকাদের টিভির সামনে বসিয়ে দিত । পরে এক এক করে ভিতরের ঘরে ডাকত । তারপর তাদের উপর শারীরিক নির্যাতন করত বলে জানান আধিকারিক ।

অভিযুক্তের দুষ্কর্ম প্রকাশ্যে আসার বিষয়ে তিনি বলেন, “এক মহিলা তার মেয়ের খেলার প্রতি অনিচ্ছা এবং হতাশাবোধ লক্ষ্য করেন । তাকে জিজ্ঞাসা করতেই অভিযুক্তের জঘন্য কর্মকাণ্ডের কথা বলে দেয় ।"

অন্যান্য নাবালিকারাও তাদের বাবা-মাকে এই ঘটনার কথা জানায় । পরে সকলে মিলে পুলিশের কাছে অভিযোগ জানায় । অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । ভারতীয় দণ্ডবিধি অনুসারে 354(এ) (যৌন নির্যাতন), 363 (পাচার), 376 (ধর্ষণ) এবং 376 (2)(এন) (কারাবাস) যা 10 বছরের নিচে নয়, আবার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, POCSO-র ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে, আধিকারিক জানালেন ।

তিনি আরও জানিয়েছেন, "নাবালিকাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় তাদের গোপনাঙ্গে আঘাতের চিহ্ন নেই । তবে, আমরা ফরেনসিক পরীক্ষার জন্য কিছু নমুনা পাঠিয়েছি এবং সেগুলির রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে । এছাড়া তদন্ত জারি রয়েছে ।"

বালোদ (ছত্তিশগড়), 3 অগাস্ট : 5 নাবালিকাকে টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এনে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল 65 বছরের এক প্রবীণের বিরুদ্ধে । ছত্তিশগড়ের বালোদ জেলার ঘটনা । অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ।

অভিযুক্ত তিন দিন ধরে এই দুষ্কর্ম করেছে । 28 জুলাই থেকে 30 জুলাই । নির্যাতিতাদের পরিবার অর্জুন্দা থানায় অভিযোগ দায়ের করে । অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, জানালেন বালোদের SP জিতেন্দ্র মিনা ।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে, নাবালিকারা রাস্তায় যখন খেলা করত, তখন অভিযুক্ত প্রায়ই 8 থেকে 11 বছরের নাবালিকাদের নিজের বাড়িতে টিভি দেখার জন্য ডাকত ।

প্রথমে নাবালিকাদের টিভির সামনে বসিয়ে দিত । পরে এক এক করে ভিতরের ঘরে ডাকত । তারপর তাদের উপর শারীরিক নির্যাতন করত বলে জানান আধিকারিক ।

অভিযুক্তের দুষ্কর্ম প্রকাশ্যে আসার বিষয়ে তিনি বলেন, “এক মহিলা তার মেয়ের খেলার প্রতি অনিচ্ছা এবং হতাশাবোধ লক্ষ্য করেন । তাকে জিজ্ঞাসা করতেই অভিযুক্তের জঘন্য কর্মকাণ্ডের কথা বলে দেয় ।"

অন্যান্য নাবালিকারাও তাদের বাবা-মাকে এই ঘটনার কথা জানায় । পরে সকলে মিলে পুলিশের কাছে অভিযোগ জানায় । অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় । ভারতীয় দণ্ডবিধি অনুসারে 354(এ) (যৌন নির্যাতন), 363 (পাচার), 376 (ধর্ষণ) এবং 376 (2)(এন) (কারাবাস) যা 10 বছরের নিচে নয়, আবার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, POCSO-র ধারা অনুযায়ী মামলা রুজু হয়েছে, আধিকারিক জানালেন ।

তিনি আরও জানিয়েছেন, "নাবালিকাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় তাদের গোপনাঙ্গে আঘাতের চিহ্ন নেই । তবে, আমরা ফরেনসিক পরীক্ষার জন্য কিছু নমুনা পাঠিয়েছি এবং সেগুলির রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে । এছাড়া তদন্ত জারি রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.