ETV Bharat / bharat

হোলিকা দহনে মাসুদ আজ়হার, কুশপুতুল জ্বালাল জনতা - Masood Azhar

হোলিকা দহনে জইশ প্রধান মাসুদ আজ়হারের কুশপুতুল জ্বালিয়ে উৎসবে মাতল মুম্বইয়ের জনতা।

মাসুদ আজ়হারের কুশপুতুল
author img

By

Published : Mar 21, 2019, 1:14 PM IST

মুম্বই, 21 মার্চ : অ্যাসল্ট রাইফেল হাতে দাঁড়িয়ে আছে জইশ প্রধান মাসুদ আজ়হার। দাউদাউ করে জ্বলছে তার কুশপুতুল। উল্লাসে ফেটে পড়ছে জনতা। বন্দে মাতারম ধ্বনি উঠছে চারদিকে। হোলিকা দহনের সন্ধ্যায় এই দৃশ্যই দেখা গেল মুম্বইয়ে।

শত্রু বিনাশে গোটা দেশে পালন হয় হোলিকা দহন। মুম্বইয়ের ওরলির বাসিন্দারাও মেতে ওঠেন উৎসবে। তবে এবারে উৎসব পালনের ধরন একটু আলাদা। হোলিকা দহনে বেছে নেওয়া হয়েছে জইশ প্রধান মাসুদ আজ়হারকে। তার কুশপুতুলে রকেট ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে বন্দেমাতারম ধ্বনি তোলে জনতা।

মুম্বই, 21 মার্চ : অ্যাসল্ট রাইফেল হাতে দাঁড়িয়ে আছে জইশ প্রধান মাসুদ আজ়হার। দাউদাউ করে জ্বলছে তার কুশপুতুল। উল্লাসে ফেটে পড়ছে জনতা। বন্দে মাতারম ধ্বনি উঠছে চারদিকে। হোলিকা দহনের সন্ধ্যায় এই দৃশ্যই দেখা গেল মুম্বইয়ে।

শত্রু বিনাশে গোটা দেশে পালন হয় হোলিকা দহন। মুম্বইয়ের ওরলির বাসিন্দারাও মেতে ওঠেন উৎসবে। তবে এবারে উৎসব পালনের ধরন একটু আলাদা। হোলিকা দহনে বেছে নেওয়া হয়েছে জইশ প্রধান মাসুদ আজ়হারকে। তার কুশপুতুলে রকেট ছুড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে বন্দেমাতারম ধ্বনি তোলে জনতা।


Mumbai, Mar 21 (ANI): Actor Vivek Oberoi on Wednesday launched the trailer of his upcoming film 'Prime Minister Narendra Modi' in Mumbai. Oberoi is essaying character of PM Modi in biopic. Vivek Oberoi attended the launch event in his 'Modi' avatar. Director Omung Kumar was also present at the trailer launch. The film is slated to release on April 5.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.