ETV Bharat / bharat

পটনা মেডিকেল কলেজের প্রাক্তন সুপারের তিন কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

আর্থিক তছরুপের অভিযোগে পটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন সুপার ও পি চৌধুরির তিন কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল ED । বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য ৩.১৪ কোটি টাকা ।

ED
ED
author img

By

Published : Nov 7, 2020, 9:28 AM IST

দিল্লি, ৬ নভেম্বর : পটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন সুপারিনটেনডেন্ট ও পি চৌধুরির বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্তে তিন কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে । বাজেয়াপ্ত সম্পত্তিগুলির মধ্যে রয়েছে পটনা, গাজিয়াবাদ, পুনে, ও বেঙ্গালুরুতে অবস্থিত জায়গা, ফ্ল্যাট, তিনটি চারচাকা গাড়ি ও সেই সঙ্গে ব্যাঙ্কে থাকা কিছু অর্থ । বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য ৩.১৪ কোটি টাকা ।

ED-এর তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০০৮-২০০৯ এবং ২০০৯-১০ সালে পটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের আধিকারিকের তরফে যে সমস্ত ওষুধ, রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম এবং মেশিন কেনা হয় সেগুলি স্থানীয় বিক্রেতাদের থেকে কেনা হয়। সেই সঙ্গে কমিশন এজেন্টরা এই দ্রব্যসামগ্রীগুলো কেনার জন্য নির্ধারিত নির্দেশিকাগুলির বিপরীতে গিয়ে কাজ করেছে ।”

ED-এর অভিযোগ, "তৎকালীন সুপারিনটেনডেন্ট (ও পি চৌধুরি), তৎকালীন ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং পটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৎকালীন সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান এবং সরবরাহকারীদের সঙ্গে সম্মিলিতভাবে ওষুধ, রাসায়নিকের প্রতিক্রিয়াসাধক বস্তু, মেশিন ও সরঞ্জাম বেশি দামে এবং প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণে কিনেছিলেন। যার ফলে সরকারি কোষাগারের ক্ষতি হয়েছে।"

দিল্লি, ৬ নভেম্বর : পটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন সুপারিনটেনডেন্ট ও পি চৌধুরির বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্তে তিন কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আজ তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে আর্থিক তছরুপ প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করা হয়েছে । বাজেয়াপ্ত সম্পত্তিগুলির মধ্যে রয়েছে পটনা, গাজিয়াবাদ, পুনে, ও বেঙ্গালুরুতে অবস্থিত জায়গা, ফ্ল্যাট, তিনটি চারচাকা গাড়ি ও সেই সঙ্গে ব্যাঙ্কে থাকা কিছু অর্থ । বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য ৩.১৪ কোটি টাকা ।

ED-এর তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “২০০৮-২০০৯ এবং ২০০৯-১০ সালে পটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের আধিকারিকের তরফে যে সমস্ত ওষুধ, রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম এবং মেশিন কেনা হয় সেগুলি স্থানীয় বিক্রেতাদের থেকে কেনা হয়। সেই সঙ্গে কমিশন এজেন্টরা এই দ্রব্যসামগ্রীগুলো কেনার জন্য নির্ধারিত নির্দেশিকাগুলির বিপরীতে গিয়ে কাজ করেছে ।”

ED-এর অভিযোগ, "তৎকালীন সুপারিনটেনডেন্ট (ও পি চৌধুরি), তৎকালীন ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং পটনা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৎকালীন সংশ্লিষ্ট বিষয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান এবং সরবরাহকারীদের সঙ্গে সম্মিলিতভাবে ওষুধ, রাসায়নিকের প্রতিক্রিয়াসাধক বস্তু, মেশিন ও সরঞ্জাম বেশি দামে এবং প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণে কিনেছিলেন। যার ফলে সরকারি কোষাগারের ক্ষতি হয়েছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.