দিল্লি, 19 অক্টোবর: নোবেলজয়ের পর থেকে শুভেচ্ছাবার্তায় ভেসে গিয়েছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ৷ দেশবিদেশের তরফে মিলেছে বাহবা-প্রশংসা ৷ তবে তির্যক মন্তব্যও যে শুনতে হয়নি ভারতের ভূমিপুত্রকে, এমনটা কিন্তু নয় ৷ গতকাল (শুক্রবার) নোবেলজয়ীর দিকে উড়ে এল বিদ্রুপ৷ কটাক্ষ করলেন এক কেন্দ্রীয় মন্ত্রী ৷
পুনেতে এক সাংবাদিক বৈঠকে রেলমন্ত্রী পীযূষ গোয়েল নোবেলজয়ীকে শুভেচ্ছা জানান ৷ গোয়েলের কথায়, অভিজিতের বাম মনোভাবাপন্ন রাজনীতির আদর্শ দেশের মানুষ বাতিল করে দিয়েছেন৷ পীযূষ গোয়েলের মত, অভিজিৎ বাবুর চিন্তাভাবনার কথা সকলেরই জানা ৷ কিন্তু উনি সম্পূর্ণ একজন বামপন্থী ৷ এরপর কংগ্রেসের ন্যায় প্রকল্পের গুণগান করেছেন নোবেলজয়ী, যা দেশবাসী গ্রহণ করেননি এমনটাও উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী ৷
পীযূষের দাবি, ভারতীয়রা সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন অভিজিৎ বাবুর ভাবনাকে ৷ লোকসভা নির্বাচনের আগে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের ‘ন্যায়’ প্রকল্পের খসড়া তৈরিতে সাহায্য করেছিলেন । নোবেল ঘোষণার দিনে সেই প্রসঙ্গে বক্তব্যও পেশ করেন রাহুল ৷
তবে শুধু পীযূষই নন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল পাওয়ার পর থেকেই তাঁর উদ্দেশে একাধিক সমালোচনা ধেয়ে এসেছে গেরুয়া বাহিনীর থেকে ৷ নোবেল জয়ের পর BJP সাংসদ অনন্ত হেগড়ে অভিজিতের তীব্র নিন্দা করেন । শুক্রবারই বাংলার BJP নেতা রাহুল সিনহা তাঁকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ৷ তাঁর প্রতি তির্যক মন্তব্য করেছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ও ৷
পীযূষের কথায়, ''এক জন ভারতীয় নোবেল পেয়েছেন । তার জন্য গর্বিত আমরা । তাই বলে ওঁর সঙ্গে একমত হতে হবে এমন নয় । বিশেষত, গোটা দেশ যখন ওঁর ভাবনাকে খারিজ করে দিয়েছে ।'' এরপর পীযূষের দাবি, ''আমার মনে হয়, ওঁর পরামর্শের প্রয়োজন নেই আমাদের ।''
যদিও কেন্দ্রীয় এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র নিন্দার ঝড় বয়েছে সোশাল মিডিয়ায় ৷ বিরোধী দলের নেতা-কর্মীরা ছাড়াও নেটিজেনরা সরব হয়েছেন পীযূষের মন্তব্যের বিরুদ্ধে ৷ এই প্রসঙ্গে নোবেলজয়ের চার ঘণ্টা পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটের প্রসঙ্গও তুলে এনেছেন কোনও কোনও নেটিজেন ৷