ETV Bharat / bharat

দিল্লির নির্বাচন ভারত-পাকিস্তান যুদ্ধ লিখে টুইট, কপিল মিশ্রকে নোটিস কমিশনের - BJP

8 ফেব্রুয়ারি দিল্লির রাস্তায় ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা হবে বলে টুইট করেছিলেন মডেল টাউন বিধানসভা কেন্দ্রের BJP প্রার্থী কপিল মিশ্র ৷ বিতর্কিত এই মন্তব্যের জন্য তাকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন ৷

Delhi assembly election
নির্বাচন কমিশন
author img

By

Published : Jan 24, 2020, 12:18 PM IST

দিল্লি, 24 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্যের জন্য BJP নেতা কপিল মিশ্রকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন ৷ 8 ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ৷ ওই দিন দিল্লির রাস্তায় ভারত-পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মন্তব্য করেছিলেন কপিল মিশ্র ৷ নির্বাচনের আগে এই মন্তব্যের জন্যই তাঁকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন ৷

কার্যত ওই টুইটে দিল্লির বিধানসভা নির্বাচনকে ভারত-পাকিস্তান সংঘর্ষের সঙ্গে তুলনা করা হয়েছে ৷ কপিল মিশ্রের এই টুইটের পরে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন ৷ 24 ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হয় মুখ্য নির্বাচনী আধিকারিককে ৷ সূত্রের খবর, কপিল মিশ্রকে এই টুইটের জন্য নির্বাচন কমিশনের বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে ৷

আরও পড়ুন : শত্রুঘ্ন থেকে থারুর, মোদি থেকে অমিত; দিল্লির নির্বাচনী প্রচারে রমরমা তারকাদের

সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল মিশ্র জানিয়েছেন, "দিল্লির একাধিক জায়গায় 'মিনি পাকিস্তান' তৈরি হয়েছে ৷ শাহিনবাগের অনুকরণ করা হচ্ছে ৷ ইন্দেরলোক, চাঁদবাগের মতো জায়গাগুলিও 'মিনি পাকিস্তান'-এ পরিণত হয়েছে ৷ বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ, স্কুল বন্ধ করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে ৷"

এর আগে 22 জানুয়ারির মনোনয়ন বাতিল করার দাবিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছিল আম আদমি পার্টি (AAP) ৷

দিল্লি, 24 জানুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্যের জন্য BJP নেতা কপিল মিশ্রকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন ৷ 8 ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ৷ ওই দিন দিল্লির রাস্তায় ভারত-পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মন্তব্য করেছিলেন কপিল মিশ্র ৷ নির্বাচনের আগে এই মন্তব্যের জন্যই তাঁকে নোটিস পাঠাল নির্বাচন কমিশন ৷

কার্যত ওই টুইটে দিল্লির বিধানসভা নির্বাচনকে ভারত-পাকিস্তান সংঘর্ষের সঙ্গে তুলনা করা হয়েছে ৷ কপিল মিশ্রের এই টুইটের পরে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে রিপোর্ট চেয়ে পাঠায় নির্বাচন কমিশন ৷ 24 ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হয় মুখ্য নির্বাচনী আধিকারিককে ৷ সূত্রের খবর, কপিল মিশ্রকে এই টুইটের জন্য নির্বাচন কমিশনের বড়সড় শাস্তির মুখে পড়তে হতে পারে ৷

আরও পড়ুন : শত্রুঘ্ন থেকে থারুর, মোদি থেকে অমিত; দিল্লির নির্বাচনী প্রচারে রমরমা তারকাদের

সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে কপিল মিশ্র জানিয়েছেন, "দিল্লির একাধিক জায়গায় 'মিনি পাকিস্তান' তৈরি হয়েছে ৷ শাহিনবাগের অনুকরণ করা হচ্ছে ৷ ইন্দেরলোক, চাঁদবাগের মতো জায়গাগুলিও 'মিনি পাকিস্তান'-এ পরিণত হয়েছে ৷ বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ, স্কুল বন্ধ করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছে ৷"

এর আগে 22 জানুয়ারির মনোনয়ন বাতিল করার দাবিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছিল আম আদমি পার্টি (AAP) ৷

Prayagraj (UP), Jan 24 (ANI): Congress leader Haseeb Ahmad went to a graveyard on January 21 and prayed to his ancestors buried there to provide proof of his citizenship, in protest against Citizenship Amendement Act.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.