দিল্লি, 4 অক্টোবর : বিহারের আসন্ন বিধানসভা ভোটের জন্য নির্বাচন কমিশন দুজন বিশেষ ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করলেন । দুজনেই অবসরপ্রাপ্ত ভারতীয় রাজস্ব পরিষেবার(IRS) কর্মকর্তা । একজনের নাম মধু মহাজন, 1982 সালের IRS ব্যাচের । আরেকজনের নাম বিআর বালাকৃষ্ণাণ, 1983 সালের IRS ব্যাচের । এই দুজন বিহারের মুখ্য নির্বাচনী কর্মকর্তার সঙ্গে বিহারের নির্বাচন পর্যবেক্ষণ ও তদারকি করবেন ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, cVIGIL অ্যাপ্লিকেশন মারফত এবং ভোটার হেল্পলাইন 1950 এর মাধ্যমে গোপন তথ্য কিংবা অভিযোগ এলে এই দুই বিশেষ ব্যয় পর্যবেক্ষক ব্যবস্থা নেবে । কেউ যদি ভোটারদের টাকা, মদ ও বিনামূল্যে দ্রব্য বিতরণের মাধ্যমে প্ররোচিত করার চেষ্টা করে তবে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবেন ।
উল্লেখ্য, 2019 সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ু ও কর্ণাটকে এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিশেষ ব্যয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন মধু মহাজন । অন্যদিকে বিআর বালাকৃষ্ণাণ বিশেষ ব্যয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন 2019-এ তেলাঙ্গানার হুজুরনগর বিধানসভার উপনির্বাচনে ।