ETV Bharat / bharat

দিল্লি NCR-এ ভূমিকম্প - দিল্লিতে ভূমিকম্প

ছবি
ছবি
author img

By

Published : Apr 12, 2020, 5:57 PM IST

Updated : Apr 12, 2020, 8:08 PM IST

17:54 April 12

বিকেল প্রায় 5.45 মিনিটে কেঁপে ওঠে রাজধানীর একাধিক এলাকা ।

  • Tremors felt in Delhi. Hope everyone is safe. I pray for the safety of each one of you.

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) April 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 12 এপ্রিল : দিল্লি NCR-এ ভূমিকম্প । আজ বিকেলে দিল্লি NCR-সহ রাজধানীর একাধিক এলাকায় মৃদু কম্পন অনুভূত হয় । কম্পনের উপকেন্দ্র ছিল দিল্লি-উত্তরপ্রদেশ সীমানার বেশ কিছু এলাকাতেও । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 3.5 । তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে জানানো হয়েছে বিকেল প্রায় 5.45 মিনিটে ভূমিকম্পটি হয়েছে । কম্পনের গভীরতা ছিল প্রায় আট কিলোমিটার ।

ভূমিকম্পের খবর প্রকাশ্যে আসতেই দিল্লিবাসীর জন্য উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । লিখেছেন, "দিল্লিতে কম্পন অনুভূত হয়েছে । আশা করি সবাই ঠিক আছেন । সবাই যেন ভালো থাকেন সেই প্রার্থনা করি ।"

পূর্ব দিল্লির এক বাসিন্দা জানিয়েছেন,"আমার চেয়ারটা যেন কেঁপে উঠল মনে হল । খুব জোরে আওয়াজ হচ্ছিল । কিছুক্ষণ খুব পেয়ে গেছিলাম ।"

প্রায় কয়েক সেকেণ্ড ধরে কম্পনটি অনুভূত হয় । সংবাদসংস্থা সূত্রে খবর, লকডাউনের মাঝেই ভূমিকম্পের আতঙ্কে রাজধানীর বহু মানুষ ঘর থেকে বাইরে বেড়িয়ে আসেন ।

17:54 April 12

বিকেল প্রায় 5.45 মিনিটে কেঁপে ওঠে রাজধানীর একাধিক এলাকা ।

  • Tremors felt in Delhi. Hope everyone is safe. I pray for the safety of each one of you.

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) April 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 12 এপ্রিল : দিল্লি NCR-এ ভূমিকম্প । আজ বিকেলে দিল্লি NCR-সহ রাজধানীর একাধিক এলাকায় মৃদু কম্পন অনুভূত হয় । কম্পনের উপকেন্দ্র ছিল দিল্লি-উত্তরপ্রদেশ সীমানার বেশ কিছু এলাকাতেও । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 3.5 । তবে ক্ষয়ক্ষতির কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি থেকে জানানো হয়েছে বিকেল প্রায় 5.45 মিনিটে ভূমিকম্পটি হয়েছে । কম্পনের গভীরতা ছিল প্রায় আট কিলোমিটার ।

ভূমিকম্পের খবর প্রকাশ্যে আসতেই দিল্লিবাসীর জন্য উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । লিখেছেন, "দিল্লিতে কম্পন অনুভূত হয়েছে । আশা করি সবাই ঠিক আছেন । সবাই যেন ভালো থাকেন সেই প্রার্থনা করি ।"

পূর্ব দিল্লির এক বাসিন্দা জানিয়েছেন,"আমার চেয়ারটা যেন কেঁপে উঠল মনে হল । খুব জোরে আওয়াজ হচ্ছিল । কিছুক্ষণ খুব পেয়ে গেছিলাম ।"

প্রায় কয়েক সেকেণ্ড ধরে কম্পনটি অনুভূত হয় । সংবাদসংস্থা সূত্রে খবর, লকডাউনের মাঝেই ভূমিকম্পের আতঙ্কে রাজধানীর বহু মানুষ ঘর থেকে বাইরে বেড়িয়ে আসেন ।

Last Updated : Apr 12, 2020, 8:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.