ETV Bharat / bharat

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর

author img

By

Published : Jul 17, 2020, 6:39 AM IST

Updated : Jul 17, 2020, 12:14 PM IST

ভূমিকম্প জম্মু-কাশ্মীরে । রিখটার স্কেলে কম্পনের মাত্রা 3.9 । হতাহত ও ক্ষয়ক্ষতির খবর নেই ।

earthquake
earthquake

শ্রীনগর, 17 জুলাই : ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর । আজ ভোর 4 টা 55-য় কাটরা অঞ্চলে কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.9 ।

কম্পন অনুভূত হতেই স্থানীয়রা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন । এখনও পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ।

কয়েকদিন ধরেই ভূমিকম্পে কেঁপে উঠছে উত্তর-পূর্বের রাজ্যগুলি । গতকালও অসমের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয় । কেঁপে ওঠে গুজরাতের একাধিক এলাকা । কম্পন অনুভূত হয় হিমাচলপ্রদেশের উনায় । কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে 2.3 ।

কয়েকদিন আগে ফের কম্পন অনুভূত হয় মিজ়োরামে । 18 জুন রাতে কম্পন অনুভূত হয়েছিল মিজ়োরাম সহ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি এলাকায় । রিখটার স্কেলে মাত্রা ছিল 5.0 । এরপর 21 জুন বিকেলে ফের ভূমিকম্প হয় মিজ়োরামে । রিখটার স্কেলে মাত্রা ছিল 5.1 । 24 ঘণ্টা পেরোতে না পেরোতেই 22 জুন ভোরে আবারও কম্পন অনুভূত হয় । উৎসস্থল ছিল মিজ়োরামের চম্পাই জেলায় ।

শ্রীনগর, 17 জুলাই : ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর । আজ ভোর 4 টা 55-য় কাটরা অঞ্চলে কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.9 ।

কম্পন অনুভূত হতেই স্থানীয়রা বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন । এখনও পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ।

কয়েকদিন ধরেই ভূমিকম্পে কেঁপে উঠছে উত্তর-পূর্বের রাজ্যগুলি । গতকালও অসমের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয় । কেঁপে ওঠে গুজরাতের একাধিক এলাকা । কম্পন অনুভূত হয় হিমাচলপ্রদেশের উনায় । কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে 2.3 ।

কয়েকদিন আগে ফের কম্পন অনুভূত হয় মিজ়োরামে । 18 জুন রাতে কম্পন অনুভূত হয়েছিল মিজ়োরাম সহ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি এলাকায় । রিখটার স্কেলে মাত্রা ছিল 5.0 । এরপর 21 জুন বিকেলে ফের ভূমিকম্প হয় মিজ়োরামে । রিখটার স্কেলে মাত্রা ছিল 5.1 । 24 ঘণ্টা পেরোতে না পেরোতেই 22 জুন ভোরে আবারও কম্পন অনুভূত হয় । উৎসস্থল ছিল মিজ়োরামের চম্পাই জেলায় ।

Last Updated : Jul 17, 2020, 12:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.