ETV Bharat / bharat

রক্ত ঝরল ভারত-চিন নিয়ন্ত্রণরেখায়, শহিদ 3 সেনাকর্মী - ভারত-চিন যুদ্ধ

নতুন করে উত্তপ্ত ভারত-চিন নিয়ন্ত্রণরেখা ৷ গতরাতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ৷ শহিদ হন 3 জন ৷

চিন সীমান্তে সংঘর্ষে শহিদ 3
চিন সীমান্তে সংঘর্ষে শহিদ 3
author img

By

Published : Jun 16, 2020, 1:11 PM IST

Updated : Jun 16, 2020, 3:21 PM IST

লাদাখ, 16 জুন : লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা ৷ গতরাতে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষে রক্ত ঝরেছে গালওয়ান ভ্যালিতে ৷ সেনা সূত্রে খবর, সংঘর্ষে শহিদ হয়েছেন তিন সেনাকর্মী ৷ তার মধ্যে একজন আধিকারিক রয়েছেন ৷ উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষ বাধে বলে সেনা সূত্রে খবর ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, দু'পক্ষের সেনা আধিকারিকরা ঘটনাস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ৷

সরকারি এক বিবৃতি দিয়ে আজকের সংঘর্ষের কথা উল্লেখ করা হয় ৷ লেখা হয়, "গালওয়ান ভ্যালিতে সেনা প্রত্যাহারের সময় গতরাতে সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে ভারতের একজন আধিকারিক ও দু'জন জওয়ান শহিদ হন ৷ বর্তমানে দুই দেশের সেনা আধিকারিকরা ঘটনাস্থানে পরিস্থিতি সামলানোর জন্য আলোচনা করছেন ৷"

সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, "মুখোমুখি সংঘর্ষে দুই পক্ষই হতাহত হয়েছে ৷" সেনাসূত্রে খবর, ভারতীয় সেনাকর্মীদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়নি ৷ চিনা জওয়ানদের সঙ্গে হাতাহাতির ফলে মৃত্যু হয় ৷ ভারতীয় সীমান্তের ভিতর এই সংঘর্ষ হয় ৷

শহিদ তিন সেনাকর্মীর মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে ৷ তাঁর নাম পাজ়হানি ৷ তিনি তামিলনাড়ুর রামানাথপুরমের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

পূর্ব লাদাখের প্যাঙ্গং Tso, গালওয়ান ভ্যালি, ডেমচক ও দাউলাত বেগ ওলডিতে বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারত-চিনা সেনার মধ্যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল ৷ চিনা সেনার কয়েকজন কর্মী প্যাঙ্গং Tso-র মতো বেশ কিছু জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে শোনা যায় ৷ পরে শোনা যায়, পূর্ব লাদাখের এই এলাকাগুলি থেকে চিনা সেনারা সরে গিয়েছিল ৷ ভারতের তরফেও সেনাবাহিনী ও যুদ্ধযান সরিয়ে নেওয়া হয়েছিল ৷ তার মধ্যেই নতুন করে উত্তেজনা ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় ৷

চিনের বিদেশমন্ত্রীর উদ্ধৃতি তুলে ধরে সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস জানিয়েছে, "সোমবার ভারতীয় সেনা জওয়ানরা দু'বার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এবং চিনা সেনাদের উপর প্ররোচনামূলক হামলা চালায় ৷ এর ফলে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে ৷"

তাদের উদ্ধৃতি তুলে গ্লোবাল টাইমসের তরফে আরও জানানো হয়, কূটনৈতিকভাবে অসন্তোষ প্রকাশ করেছে চিন ৷ সীমান্তরক্ষীদের সংযত করতে ভারতের কাছে আবেদন করেছে । তারা যেন সীমান্ত অতিক্রম না করে এবং এমন কোনও একতরফা সিদ্ধান্ত না নেয় যাতে সীমান্তে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে ৷

লাদাখ, 16 জুন : লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা ৷ গতরাতে দু'পক্ষের সেনার মধ্যে সংঘর্ষে রক্ত ঝরেছে গালওয়ান ভ্যালিতে ৷ সেনা সূত্রে খবর, সংঘর্ষে শহিদ হয়েছেন তিন সেনাকর্মী ৷ তার মধ্যে একজন আধিকারিক রয়েছেন ৷ উত্তেজনা প্রশমনের প্রক্রিয়া চলাকালীন এই সংঘর্ষ বাধে বলে সেনা সূত্রে খবর ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, দু'পক্ষের সেনা আধিকারিকরা ঘটনাস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ৷

সরকারি এক বিবৃতি দিয়ে আজকের সংঘর্ষের কথা উল্লেখ করা হয় ৷ লেখা হয়, "গালওয়ান ভ্যালিতে সেনা প্রত্যাহারের সময় গতরাতে সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে ভারতের একজন আধিকারিক ও দু'জন জওয়ান শহিদ হন ৷ বর্তমানে দুই দেশের সেনা আধিকারিকরা ঘটনাস্থানে পরিস্থিতি সামলানোর জন্য আলোচনা করছেন ৷"

সেনার তরফে বিবৃতিতে জানানো হয়েছে, "মুখোমুখি সংঘর্ষে দুই পক্ষই হতাহত হয়েছে ৷" সেনাসূত্রে খবর, ভারতীয় সেনাকর্মীদের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়নি ৷ চিনা জওয়ানদের সঙ্গে হাতাহাতির ফলে মৃত্যু হয় ৷ ভারতীয় সীমান্তের ভিতর এই সংঘর্ষ হয় ৷

শহিদ তিন সেনাকর্মীর মধ্যে একজনের পরিচয় পাওয়া গিয়েছে ৷ তাঁর নাম পাজ়হানি ৷ তিনি তামিলনাড়ুর রামানাথপুরমের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷

পূর্ব লাদাখের প্যাঙ্গং Tso, গালওয়ান ভ্যালি, ডেমচক ও দাউলাত বেগ ওলডিতে বিগত কয়েক সপ্তাহ ধরেই ভারত-চিনা সেনার মধ্যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছিল ৷ চিনা সেনার কয়েকজন কর্মী প্যাঙ্গং Tso-র মতো বেশ কিছু জায়গায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে শোনা যায় ৷ পরে শোনা যায়, পূর্ব লাদাখের এই এলাকাগুলি থেকে চিনা সেনারা সরে গিয়েছিল ৷ ভারতের তরফেও সেনাবাহিনী ও যুদ্ধযান সরিয়ে নেওয়া হয়েছিল ৷ তার মধ্যেই নতুন করে উত্তেজনা ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় ৷

চিনের বিদেশমন্ত্রীর উদ্ধৃতি তুলে ধরে সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস জানিয়েছে, "সোমবার ভারতীয় সেনা জওয়ানরা দু'বার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে এবং চিনা সেনাদের উপর প্ররোচনামূলক হামলা চালায় ৷ এর ফলে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে ৷"

তাদের উদ্ধৃতি তুলে গ্লোবাল টাইমসের তরফে আরও জানানো হয়, কূটনৈতিকভাবে অসন্তোষ প্রকাশ করেছে চিন ৷ সীমান্তরক্ষীদের সংযত করতে ভারতের কাছে আবেদন করেছে । তারা যেন সীমান্ত অতিক্রম না করে এবং এমন কোনও একতরফা সিদ্ধান্ত না নেয় যাতে সীমান্তে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে ৷

Last Updated : Jun 16, 2020, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.