ETV Bharat / bharat

30 নভেম্বর পর্যন্ত বাড়ল আয়কর জমা দেওয়ার সময় - tax assesment

আয়কর জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই থেকে বাড়িয়ে 30 নভেম্বর পর্যন্ত করা হল ।

ছবি
ছবি
author img

By

Published : May 13, 2020, 7:06 PM IST

দিল্লি, 13 মে : আয়কর জমা দেওয়ার মেয়াদ বাড়াল কেন্দ্র সরকার । আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, 2019-20 অর্থবর্ষে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই থেকে বাড়িয়ে 30 নভেম্বর পর্যন্ত করা হল ।

আয়কর জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর পাশাপাশি অর্থমন্ত্রীর বলেন, "আয়কর অডিটও এক মাস বাড়িয়ে দেওয়া হয়েছিল । এর আগে পূর্ব নির্ধারিত সময় ছিল 30 সেপ্টেম্বর । বাড়িয়ে তা 31 অক্টোবর করা হয় । পাশাপাশি অ্যাসেসমন্টের নির্ধারিত তারিখ 30 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়েছে । যেসব ক্ষেত্রে এই সময়সীমা 2021 সালের 31 মার্চ ছিল, তা বাড়িয়ে 2021 সালের 30 সেপ্টেম্বর করা হয়েছে । পাশাপাশি "বিবাদ সে বিশ্বাস" স্কিমে টাকা দেওয়ার মেয়াদ বাড়ল । কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই টাকা জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে 31 ডিসেম্বর ।"

কোরোনা ও লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত অর্থনীতি । এই পরিস্থিতিতে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী । আজ সাংবাদিক বৈঠকে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন অর্থমন্ত্রী । দেশের ক্ষুদ্র ও ছোটো শিল্পের জন্য 3 লাখ কোটির ঋণের সুবিধার পাশাপাশি TDS ও TCS নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয় । অর্থমন্ত্রী বলেন, "আগামীকাল থেকেই বদলাচ্ছে TDS ও TCS -এর নিয়ম । চলতি হারের উপর 25 শতাংশ কমানো হল TDS ও TCS । এই পরিবর্তনের ফলে আমজনতার হাতে সবমিলিয়ে অতিরিক্ত 50 হাজার কোটি টাকা আসবে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের । 2021 সালের 31 মার্চ পর্যন্ত এই পরিবর্তিত নিয়ম চালু থাকবে । "

দিল্লি, 13 মে : আয়কর জমা দেওয়ার মেয়াদ বাড়াল কেন্দ্র সরকার । আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, 2019-20 অর্থবর্ষে আয়কর জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই থেকে বাড়িয়ে 30 নভেম্বর পর্যন্ত করা হল ।

আয়কর জমা দেওয়ার মেয়াদ বাড়ানোর পাশাপাশি অর্থমন্ত্রীর বলেন, "আয়কর অডিটও এক মাস বাড়িয়ে দেওয়া হয়েছিল । এর আগে পূর্ব নির্ধারিত সময় ছিল 30 সেপ্টেম্বর । বাড়িয়ে তা 31 অক্টোবর করা হয় । পাশাপাশি অ্যাসেসমন্টের নির্ধারিত তারিখ 30 সেপ্টেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়েছে । যেসব ক্ষেত্রে এই সময়সীমা 2021 সালের 31 মার্চ ছিল, তা বাড়িয়ে 2021 সালের 30 সেপ্টেম্বর করা হয়েছে । পাশাপাশি "বিবাদ সে বিশ্বাস" স্কিমে টাকা দেওয়ার মেয়াদ বাড়ল । কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই টাকা জমা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়েছে 31 ডিসেম্বর ।"

কোরোনা ও লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত অর্থনীতি । এই পরিস্থিতিতে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে 20 লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেন প্রধানমন্ত্রী । আজ সাংবাদিক বৈঠকে তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন অর্থমন্ত্রী । দেশের ক্ষুদ্র ও ছোটো শিল্পের জন্য 3 লাখ কোটির ঋণের সুবিধার পাশাপাশি TDS ও TCS নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয় । অর্থমন্ত্রী বলেন, "আগামীকাল থেকেই বদলাচ্ছে TDS ও TCS -এর নিয়ম । চলতি হারের উপর 25 শতাংশ কমানো হল TDS ও TCS । এই পরিবর্তনের ফলে আমজনতার হাতে সবমিলিয়ে অতিরিক্ত 50 হাজার কোটি টাকা আসবে বলে দাবি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের । 2021 সালের 31 মার্চ পর্যন্ত এই পরিবর্তিত নিয়ম চালু থাকবে । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.