ETV Bharat / bharat

পালটা কামড়ে সাপ তিন টুকরো মত্ত ব্যক্তির ! - UP

মত্ত এক ব্যক্তিকে কামড়ে দিয়েছিল একটি সাপ । নেশাগ্রস্ত ওই ব্যক্তি পালটা কামড় দিলেন সাপকে ৷ করে ফেললেন তিন টুকরো ৷

মত্ত এক ব্যক্তিকে কামড়ে দিয়েছিল একটি সাপ । নেশাগ্রস্ত ওই ব্যক্তি পাল্টা কামড় দিলেন সাপকে ৷ করে ফেললেন তিন টুকরো ৷
author img

By

Published : Jul 29, 2019, 7:23 PM IST

ইটা : সাপে-মানুষে ! সাপের কামড় খেয়েছে মানুষ, এটা এমন কিছু নতুন ঘটনা নয় ৷ কিন্তু উলটোটা যদি হয়? না, কোনও হলিউডের ছবি বা কল্পবিজ্ঞানের গল্প নয়, বাস্তবে এমনটাই ঘটেছে ৷ উত্তরপ্রদেশের ইটাতে কিন্তু এরকমই আজব কাণ্ড ঘটিয়েছেন এক ব্যক্তি । মত্ত এক ব্যক্তিকে কামড়ে দিয়েছিল একটি সাপ । নেশাগ্রস্ত ওই ব্যক্তি পালটা কামড় দিলেন সাপকে ৷ করে ফেললেন তিন টুকরো ৷ পরে সাপটিকে পুড়িয়ে দেয় রাজকুমার নামে ওই ব্যক্তির পরিবারের লোকজন ৷

ঘটনার পরই ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক । কীভাবে এরকম ঘটালেন ওই ব্যক্তি? সাপকে কামড়ে টুকরো টুকরো করে দেওয়া কি সত্যিই সম্ভব ?

রাজকুমার নামের ওই ব্যক্তির বাবা জানান, রাতে সাপটি যখন তাঁর ছেলেকে কামড়ায় ৷ ছেলে সাপটি ধরে প্রথমে ৷ তারপর কামড়ে টুকরো টুকরো করে ফেলে ৷ ওই ব্যক্তির বাবা বাবু রাম বলেন, '' আমাদের সেই সাধ্যও নেই যে ছেলের ঠিকমতো চিকিৎসা করি ৷ কীভাবে এটা ও করল বুঝতে পারছি না ৷ "

ইটা : সাপে-মানুষে ! সাপের কামড় খেয়েছে মানুষ, এটা এমন কিছু নতুন ঘটনা নয় ৷ কিন্তু উলটোটা যদি হয়? না, কোনও হলিউডের ছবি বা কল্পবিজ্ঞানের গল্প নয়, বাস্তবে এমনটাই ঘটেছে ৷ উত্তরপ্রদেশের ইটাতে কিন্তু এরকমই আজব কাণ্ড ঘটিয়েছেন এক ব্যক্তি । মত্ত এক ব্যক্তিকে কামড়ে দিয়েছিল একটি সাপ । নেশাগ্রস্ত ওই ব্যক্তি পালটা কামড় দিলেন সাপকে ৷ করে ফেললেন তিন টুকরো ৷ পরে সাপটিকে পুড়িয়ে দেয় রাজকুমার নামে ওই ব্যক্তির পরিবারের লোকজন ৷

ঘটনার পরই ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকরা জানিয়েছেন তাঁর অবস্থা আশঙ্কাজনক । কীভাবে এরকম ঘটালেন ওই ব্যক্তি? সাপকে কামড়ে টুকরো টুকরো করে দেওয়া কি সত্যিই সম্ভব ?

রাজকুমার নামের ওই ব্যক্তির বাবা জানান, রাতে সাপটি যখন তাঁর ছেলেকে কামড়ায় ৷ ছেলে সাপটি ধরে প্রথমে ৷ তারপর কামড়ে টুকরো টুকরো করে ফেলে ৷ ওই ব্যক্তির বাবা বাবু রাম বলেন, '' আমাদের সেই সাধ্যও নেই যে ছেলের ঠিকমতো চিকিৎসা করি ৷ কীভাবে এটা ও করল বুঝতে পারছি না ৷ "

Guwahati (Assam), July 29 (ANI): As many as120 people have died in Assam due to Japanese Encephalitis. Pijush Hazarika, Health Minister, Assam on Japanese Encephalitis deaths in the state said, "Till now, 120 people have died. Government is providing free treatment and patients who are admitted in private hospitals are being given Rs1 lakh for treatment. Medical and paramedical staff are visiting houses in villages." Japanese Encephalitis is vector-borne encephalitis transmitted by Culex groups of mosquitoes.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.