হায়দরাবাদ, 17 অগাস্ট : প্রয়াত 'দৃশ্যম' ছবির পরিচালক নিশিকান্ত কামাত । দু'বছর ধরে লিভার সিরোসিসের সমস্যায় ভুগছিলেন তিনি । 31 জুলাই থেকে আশঙ্কাজনক অবস্থায় হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন। সেখানে লাইফ সাপোর্ট রাখা হয়েছিল তাঁকে । আজ মারা যান ৷
হাসপাতালের তরফে কামাতের পরিবার, বন্ধু এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়ে একটি বিবৃতিতে জানানো হয়, “প্রাথমিকভাবে অ্যান্টিবায়োটিক এবং সহায়ক ওষুধগুলি প্রয়োগ করা হয়েছিল । তাতে পরিচালকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছিল ৷ তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ তাঁকে ICU-তে স্থানান্তরিত করা হয়েছিল । গতকাল থেকে শ্বাসকষ্টও শুরু হয় । একাধিক বিশেষজ্ঞদের দ্বারা তাঁর অবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা হয় ৷ তবে তা সফল হয়নি ৷ বিকেল 4টে 24 মিনিট নাগাদ মারা যান ৷
পরিচালকের মৃত্যুতে টুইট করে শোকপ্রকাশ করেছেন একাধিক অভিনেতা ও সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশীলবরা ৷
2008 সালে 'মুম্বই মেরি জান' ছবির মাধ্যমে বলিউডে অভিষেক নিশিকান্তের । এরপর অজয় দেবগন ও টাবু অভিনীত 'দৃশ্যম' ছবিটি পরিচালনা করেন তিনি । সেই ছবি তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয় ৷ এছাড়াও, 'মাদারি', 'ফুগে', 'ফোর্স'-এর মতো ছবি পরিচালনা করেছেন । কিছু ছবিতে অভিনয়ও করেছেন ৷
-
I will miss you my friend. #NishikantKamat Rest In Peace. 🙏🏽 pic.twitter.com/cqEeLbKJPM
— Riteish Deshmukh (@Riteishd) August 17, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I will miss you my friend. #NishikantKamat Rest In Peace. 🙏🏽 pic.twitter.com/cqEeLbKJPM
— Riteish Deshmukh (@Riteishd) August 17, 2020I will miss you my friend. #NishikantKamat Rest In Peace. 🙏🏽 pic.twitter.com/cqEeLbKJPM
— Riteish Deshmukh (@Riteishd) August 17, 2020
তবে শুধুই হিন্দি ছবির জগতে পরিচালনাই নয়, একাধিক মারাঠি ছবিতে অভিনয়ও করেছেন নিশিকান্ত । পরিচালক হিসেবে মারাঠা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও খ্যাতি পেয়েছিলেন তিনি । 2005 সালে 'দোম্বিভালি ফাস্ট' ছবি দিয়ে মারাঠা সিনেমার জগতে পরিচালক হিসেবে অভিষেক হয় তাঁর । বক্স অফিসে ভালো ব্যবসা করে ছবিটি । তাঁর আপকামিং প্রোজেক্ট 'দরবার' মুক্তি পাওয়ার কথা 2022-এ ।