দান্তেওয়াড়া, 28 জুলাই: ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদীদের স্মৃতিসৌধ ভেঙে দিল ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড (DRG) ।
ছত্তিশগড়ে মে মাসে গুলির লড়াইয়ে চার মাওবাদীর মৃত্যু হয় । তাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে শহিদ সপ্তাহ পালন করছে মাওবাদীরা । ইতিমধ্যেই শহরজুড়ে একাধিক জায়গায় পোস্টার লাগিয়েছিল তারা । শহিদ সপ্তাহ পালনের উদ্দেশ্যে চার মাওবাদীর স্মরণে স্মৃতিসৌধ তৈরি করা হয়েছিল । স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ও ডিস্ট্রিক্ট রিজ়ার্ভ গার্ড ঘটনাস্থানে পৌঁছে ওই স্মৃতিসৌধ ভেঙে দেয়।
এই বিষয়ে দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব বলেন, "মাওবাদীরা রাইয়া পাড়ার গুমিয়াপাল এলাকায় একটি স্মৃতিসৌধ তৈরি করছিল। স্থানীয় বাসিন্দাদের থেকে এই তথ্য পাওয়ার পর ঘটনাস্থানে পৌঁছে DRG তা ভেঙে দেয়। "
মাওবাদীদের শহিদ সপ্তাহ ঘোষণার পরই নিরাপত্তা বাড়ানো হয় পুলিশের তরফে । মালকানগিরি এলাকায় 3 অগাস্ট পর্যন্ত হাই অ্যালার্ট জারি করা হয় । BSF, SOG, DVF এবং COBRA জওয়ানরা নকশাল অধ্যুষিত এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওড়িশার জঙ্গল সীমান্ত থেকে ছত্তিশগড়, অন্ধপ্রদেশ ও তেলাঙ্গানায় কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ ।