ETV Bharat / bharat

লেজ়ার গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিজ়াইলের সফল পরীক্ষা DRDO-র

কর্মকর্তারা বলেন, ATGM নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুগুলিকে আঘাত করেছিল।

DRDO
DRDO
author img

By

Published : Sep 24, 2020, 12:26 AM IST

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর : দেশীয়ভাবে উন্নত লেজ়ার-গাইডেড অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রটি DRDO দ্বারা মহারাষ্ট্রের আহমেদনগরের একটি ফায়ারিং রেঞ্জে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার আহমেদনগরের আর্মার্ড কর্পস সেন্টার অ্যান্ড স্কুল (ACC&S) এর কে কে রেঞ্জে এমবিটি অর্জুন ট্যাঙ্কের কাছ থেকে পরীক্ষা করা হয়েছিল চার কিলোমিটার অবধি, বুধবার এমনই জানিয়েছেন কর্মকর্তারা ।

এ বিষয়ে তাঁরা বলেন, যে লেজ়ার-গাইডেড অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিজ়াইল (ATGM) সম্ভবত পাকিস্তান ও চিনের সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর আগুনের শক্তি ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে । ATGM-এর সফল পরীক্ষা চালানোর জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনকে (DRDO) অভিনন্দন জানিয়েছেন । "আহমেদনগরের কে কে রেঞ্জস (ACC&S) -এ এমবিটি অর্জুনের কাছ থেকে লেজ়ার-গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিজ়াইলের সফলভাবে পরীক্ষাগুলি চালানোর জন্য DRDO ইন্ডিয়াকে অভিনন্দন। " টুইট করে এমনই লেখেন প্রতিরক্ষামন্ত্রী ।

কর্মকর্তারা বলেন, ATGM সম্পূর্ণ নির্ভুলতা এবং নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুগুলিকে আঘাত করেছিল। "এটি একাধিক প্ল্যাটফর্ম লঞ্চ করার ক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে এবং বর্তমানে MBT অর্জুনের বন্দুক থেকে প্রযুক্তিগত মূল্যায়নের পরীক্ষা চলছে ।" এমনই জানিয়েছেন এক কর্মকর্তা । উল্লেখ্য, অর্জুন একটি তৃতীয় প্রজন্মের DRDO দ্বারা নির্মিত প্রধান যুদ্ধ ট্যাঙ্ক ।

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর : দেশীয়ভাবে উন্নত লেজ়ার-গাইডেড অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রটি DRDO দ্বারা মহারাষ্ট্রের আহমেদনগরের একটি ফায়ারিং রেঞ্জে সফলভাবে পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার আহমেদনগরের আর্মার্ড কর্পস সেন্টার অ্যান্ড স্কুল (ACC&S) এর কে কে রেঞ্জে এমবিটি অর্জুন ট্যাঙ্কের কাছ থেকে পরীক্ষা করা হয়েছিল চার কিলোমিটার অবধি, বুধবার এমনই জানিয়েছেন কর্মকর্তারা ।

এ বিষয়ে তাঁরা বলেন, যে লেজ়ার-গাইডেড অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিজ়াইল (ATGM) সম্ভবত পাকিস্তান ও চিনের সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর আগুনের শক্তি ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলবে । ATGM-এর সফল পরীক্ষা চালানোর জন্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনকে (DRDO) অভিনন্দন জানিয়েছেন । "আহমেদনগরের কে কে রেঞ্জস (ACC&S) -এ এমবিটি অর্জুনের কাছ থেকে লেজ়ার-গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিজ়াইলের সফলভাবে পরীক্ষাগুলি চালানোর জন্য DRDO ইন্ডিয়াকে অভিনন্দন। " টুইট করে এমনই লেখেন প্রতিরক্ষামন্ত্রী ।

কর্মকর্তারা বলেন, ATGM সম্পূর্ণ নির্ভুলতা এবং নির্ভুলতার সাথে লক্ষ্যবস্তুগুলিকে আঘাত করেছিল। "এটি একাধিক প্ল্যাটফর্ম লঞ্চ করার ক্ষমতা নিয়ে তৈরি করা হয়েছে এবং বর্তমানে MBT অর্জুনের বন্দুক থেকে প্রযুক্তিগত মূল্যায়নের পরীক্ষা চলছে ।" এমনই জানিয়েছেন এক কর্মকর্তা । উল্লেখ্য, অর্জুন একটি তৃতীয় প্রজন্মের DRDO দ্বারা নির্মিত প্রধান যুদ্ধ ট্যাঙ্ক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.