ETV Bharat / bharat

কোরোনা রুখতে DRDO তৈরি করল 70 টি ' মেড ইন ইন্ডিয়া ' দ্রব্য

দেশব্যাপী কোরোনা সংক্রমণ বেড়েই চলেছে ৷ এরই মাঝে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজ়েশন (DRDO) এমন কিছু যন্ত্র আবিষ্কার করেছে যা হয়ত কোরোনা সংক্রমণ রুখতে সাহায্য করতে পারে । এমনই 70 টি ' মেড ইন ইন্ডিয়া ' দ্রব্য তৈরি করল DRDO ৷

author img

By

Published : Jul 5, 2020, 10:06 PM IST

DRDO has manufactured 70 'Made in India' products to fight COVID-19: G Satheesh Reddy
কোরোনা রুখতে DRDO তৈরি করল 70 টি ' মেড ইন ইন্ডিয়া ' দ্রব্য

দিল্লি, 5 জুলাই : কোরোনা রুখতে এবার মেড ইন ইন্ডিয়া দ্রব্য তৈরি করল ডিফেন্সরিসার্চ ও ডেভেলপমেন্ট অরগানাইজ়েশন ( DRDO ) ৷ আজ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকেবলেন DRDO - র চেয়ারম্যান Gসতীশ রেড্ডি ৷

গত সপ্তাহের শেষের দিকে দিল্লি ক্যান্টনমেন্টে সরদার বল্লভভাইপ্যাটেল COVID-19 হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রীরাজনাথ সিং ৷ জানানো হয়, হাসপাতালের ওয়ার্ডগুলি লাদাখের গালওয়ান ভ্যালিতে শহিদ জওয়ানদেরনামে নামাঙ্কিত হবে ৷ ICU ইউনিট হবে কর্নেল সন্তোষ বাবুর নামে ৷ DRDO - র এক আধিকারিকজানান, 11 দিনের মধ্যে সেখানে 250 টি ICU 1 হাজারটি বেড সংখ্যা বাড়ানো হয়েছে ৷

DRDO - র চেয়ারম্যান Gসতীশ রেড্ডি বলেন," এই হাসপাতালে বিনামূল্যে রোগীরা ওসেনাকর্মীরা 24 ঘণ্টায় পরিষেবা পাবেন ৷ একটি আবর্জনা ফেলার জমি পরিষ্কার করে এইহাসপাতাল তৈরি করা হয় ৷ কোরোনা সংক্রমণ প্রতিরোধে DRDO 70 টি ভারতীয় প্রযুক্তিতে তৈরি দ্রব্যতৈরি করেছে ৷ আমরা প্রয়োজনে প্রতিমাসে 25 হাজার ভেন্টিলেটর তৈরি করতে পারব ৷আমরা প্রয়োজনে তা রপ্তানিও করতে পারব ৷ "

এর আগে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজ়েশন (DRDO) এমন কিছু যন্ত্রআবিষ্কার করেছে যা হয়তো কোরোনা সংক্রমণ রুখতে সাহায্য করতে পারে । DRDO-র এই আবিষ্কারেরমধ্যে বিনা স্পর্শে দরজা খোলার যন্ত্র রয়েছে । আবার কাগজ জীবাণুমুক্ত করার যন্ত্রওরয়েছে ।

দিল্লি, 5 জুলাই : কোরোনা রুখতে এবার মেড ইন ইন্ডিয়া দ্রব্য তৈরি করল ডিফেন্সরিসার্চ ও ডেভেলপমেন্ট অরগানাইজ়েশন ( DRDO ) ৷ আজ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকেবলেন DRDO - র চেয়ারম্যান Gসতীশ রেড্ডি ৷

গত সপ্তাহের শেষের দিকে দিল্লি ক্যান্টনমেন্টে সরদার বল্লভভাইপ্যাটেল COVID-19 হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রীরাজনাথ সিং ৷ জানানো হয়, হাসপাতালের ওয়ার্ডগুলি লাদাখের গালওয়ান ভ্যালিতে শহিদ জওয়ানদেরনামে নামাঙ্কিত হবে ৷ ICU ইউনিট হবে কর্নেল সন্তোষ বাবুর নামে ৷ DRDO - র এক আধিকারিকজানান, 11 দিনের মধ্যে সেখানে 250 টি ICU 1 হাজারটি বেড সংখ্যা বাড়ানো হয়েছে ৷

DRDO - র চেয়ারম্যান Gসতীশ রেড্ডি বলেন," এই হাসপাতালে বিনামূল্যে রোগীরা ওসেনাকর্মীরা 24 ঘণ্টায় পরিষেবা পাবেন ৷ একটি আবর্জনা ফেলার জমি পরিষ্কার করে এইহাসপাতাল তৈরি করা হয় ৷ কোরোনা সংক্রমণ প্রতিরোধে DRDO 70 টি ভারতীয় প্রযুক্তিতে তৈরি দ্রব্যতৈরি করেছে ৷ আমরা প্রয়োজনে প্রতিমাসে 25 হাজার ভেন্টিলেটর তৈরি করতে পারব ৷আমরা প্রয়োজনে তা রপ্তানিও করতে পারব ৷ "

এর আগে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজ়েশন (DRDO) এমন কিছু যন্ত্রআবিষ্কার করেছে যা হয়তো কোরোনা সংক্রমণ রুখতে সাহায্য করতে পারে । DRDO-র এই আবিষ্কারেরমধ্যে বিনা স্পর্শে দরজা খোলার যন্ত্র রয়েছে । আবার কাগজ জীবাণুমুক্ত করার যন্ত্রওরয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.